আঙ্গুর ফল টক

in Steem For Bangladesh2 months ago (edited)
আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার নিজের লেখা, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আপনাদের ভালো লাগবে

আমাদের বাড়ির পাশে একজন আঙ্গুর ফল এর গাছ লাগিয়েছিলো ১০ শতক জমিতে। তাও প্রায় দেড় বছর আগে ৩০০ আঙ্গুর ফল এর চাড়া রোপণ করেছিলো। ছোট ছোট আঙ্গুর ফল গাছের চাড়া যশোর থেকে কিনে এনে জমিতে লাগিয়েছিলো। প্রথম দিকে চাড়া গাছ ছোট ছিলো তাই বালতিতে করে পানি নিয়ে এসে এই ১০ শতক জমির ৩০০ চাড়া গাছে পানি দিতো। এতে করে জমির মালিকের অনেক কষ্ট হতো। কিন্তু তাও সে এই কষ্টকে কষ্ট মনে করতো না, কারন সে জানতো যে একদিন তার এই কষ্টের ফল হিসাবে সে তার বাগানের আঙ্গুর ফল খেতে পারবে এবং বিক্রি করতে পারবে এবং তার থেকে মুনাফা অর্জন করতে পারবে এবং তার সংসারে স্বচ্ছলতা আসবে। এইজন্য সে দিনের পর দিন আঙ্গুর ফল গাছের যত্ন নিতে থাকে ভালো কিছুর আশায়। তারপর আঙ্গুর ফল গাছ আস্তে আস্তে শাখা প্রশাখা বড় হতে থাকে।

20240922_145607.jpg

20240922_145602.jpg

প্রায় ১ বছর পড়ে আঙ্গুর ফল গাছে ফুল আশা শুরু হয়, এই দেখে লোকটির খুশির যেনো শেষ হচ্ছে না। তবে এই বার ফুল আসলেও আঙ্গুর ফল ধরলো না ফুল গুলো নষ্ট হয়ে গেলো তারপর সে কৃষি কর্মকর্তার পরামর্শে কীটনাশক দিতে থাকে ঠিক তার ৬ মাস পরে আবারও গাছে ফুল আসা শুরু করে এবার সে আগের থেকেও অনেক বেশি গাছের যত্ন নেয়। এবার গাছে আঙ্গুর ধরে। আঙ্গুর পরিপক্ক হতে প্রায় একমাস সময় লাগলো।

20240922_135649.jpg

20240922_135633.jpg

তারপর একদিন আশেপাশের সবাই কে ডেকে বললো আজকে আমার গাছের আঙ্গুর ফল তুলবো আপনারা সবাই এসে খেয়ে যাবেন। আমরা সবাই আসলাম এবং লোকটি প্রথমে আঙ্গুর ফল গাছ থেকে কেটে এনে মুখে দিলো খাওয়ার জন্য, কিন্তু হঠাৎ লোকটার মুখের হাসি কোথায় যেনো হারিয়ে গেলো। কারন জানতে চাইলে লোকটি আঙ্গুর ফল ক্ষেতে দেয় খেয়ে বুঝতে পারলাম কেন লোকটির মুখের হাসি চলে গেলো। আঙ্গুর ফল ছিলো অনেক টক।

20240916_104842.jpg

20240916_104811.jpg

আঙ্গুর ফল টক হবার কারনে লোকটি অনেক হতাশ হলো সে বলতে লাগলো আমার এতো পরিশ্রম এর পরে ফলটি টক হলো। মূলত লোকটা যেখান থেকে চাড়া কিনেছিলো ওই লোক বলেছিলো যে ফল মিষ্টি হবে কিন্তু ফল হবার পরে বুঝা গেলো ফল টক। বিক্রেতার মিথ্যা বলার জন্য লোকটির স্বপ্ন শেষ হয়ে গেলো।

এখানে শিক্ষনীয় বিষয় হলো কাউকে কখনো মিথ্যা কথা না বলা কারন একটা মিথ্যার জন্য হয়তো কারো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে।

ধন্যবাদ সবাইকে

My Achievement 1 Link : https://steemit.com/hive-172186/@masumhossen01/achievement1-my-introduction-post-in-steemit-by-masumhossen01

Sort:  
We support Nature and Agriculture related posts. Welcome to our community links is here. and also here is our discord link

Support @pennsif and @pennsif.witness for the growth of this platform. Vote for @pennsif.witness here

Add a subheading(1).png

 2 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified UserPending progress-1
Voting CSI5.9 ( 0.00 % self, 64 upvotes, 30 accounts, last 7d )
Result Newcomer

Thanks! I will try my best.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 99266.82
ETH 3364.44
USDT 1.00
SBD 3.11