শুট কি মাছ রেসিপি । নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ।
শুট কি মাছ অনেকদিন থেকে খাওয়া হয় নি সেজন্য আমি বাজারে গিয়েছিলাম এবং বাজার থেকে শুট কি মাছ কিনে নিয়ে আসি । তারপর সে মাছগুলো আমি প্যাকেট থেকে বের করি ।
শুট কি মাছগুলো আমি গরম পানির মধ্যে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর সেই মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দেই ।
মাছগুলো ভিজিয়ে রেখে আমি পিয়াজ ,মরিচ শুট কি মাছ রান্না করতে যেসব প্রয়োজনে জিনিসগুলো আমি কেটে নিলাম ।
এখানে আমাদের কয়েক রকমের মসলা আছে পেঁয়াজ মরিচ রসুন মসলা গুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তারপর সেগুলো নিয়ে আমি রান্না ঘরে চলে আসি । তারপর আমি ছোলা উপর আমার কড়াই দিয়ে দিলাম করায় গরম হওয়ার পর আমি তেল দিলাম ।
তারপর সেগুলো আমি শুট কি মাছ দিয়ে কয়লার উপর নাড়াচাড়া করতে থাকে যখন দেখলাম যে শুট কি মাছগুলো হয়ে গেছে তারপর আমি সেগুলো নামিয়ে রাখলাম ।
তারপর আমি রুমে আসার পরে দোকান থেকে রুটি কিনে নিয়ে এসে শুট কি ভুনা দিয়ে খাওয়া আরম্ভ করি ।
উপকরণ-
১. তেল
২.মরিচ
৩.পিয়া জ
৪.রসুন
৫.হলুদ
৬.ধনে ঘোড়া
৭.মরিচের গুঁড়া
৮. তেজপাতা
৯. মসলা
১০. পেকেট মসলা ।
Photography | original |
---|---|
Photo | @ashikkhan |
Device | Vivo |
Model | 20y |
Location | ain Dubai |
@tipu curate
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Wow,so tasty and delicious recipe. Actually i don't eat this recipe any time. One day i will try it. Thanks for sharing. Your presentation is so good. Brother