You are viewing a single comment's thread from:

RE: Things we did as children for no reason...

in Steem For Bangladesh11 months ago

আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার মহামূল্যবান পোস্টটা দেখে। আমার শৈশবের কিছু স্মৃতি মনে পড়ে গেছে। আসলে ভাই আমরা চাইলেও সেই স্মৃতিগুলো পুরনো রিপ্লাই করতে পারব না।যাইহোক কিছু স্মৃতি এখনো মনের ভিতরে খুব আনন্দ দেয়।

আসলে ভাই ছোটবেলা যখন গোসল করতে যেতাম পুকুরে। আমরা সাবান গায়ে মাখার আগ হাতে হাতে মেখে নিতাম। কে কার থেকে বুদবুদ বেশি বড় করে বেশিদূর নিতে পারে। যখন মা ডিটারজেন্ট দিয়ে কাপড় চোপড় বালটি ভিজায় রাখত। বালটির ভিতরে হাত ভরে কাপড় গুলোকে এদিক-সেদিক করলে। ডিটারজানের পেনা উপরে আসতো অনেক ভালো লাগতো।

আসলে ভাই সুইচ নিয়ে অকারণে কারণে খেলা করেছি। যেমন কি একবার চালু করে একবার বদ্ধ করা। আঙ্গুলের উপরে পানির ফোটা রাখার জন্য। কতবার আঙ্গুল কে শুকানো লাগতো।

আসলে ভাই ছোটবেলার জিনিসগুলো অনেক আনন্দ দেয়। মাঝেমধ্যে অনেক স্মৃতি মনে পড়ে যায়। স্মৃতিগুলো মনে আসলে খুবই ভালো লাগে। যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিজের দিকে নিজের খেয়াল রাখবেন।

Sort:  
 11 months ago 

আপনার মূহুর্ত গুলোর কথা শুনে সত্যি পুরনো দিনের কথা গুলো মনে পড়ে গেলো । পুকুরে গোসল করার সময় আমিও আপনার মতো একই কাজ করতাম । ধন্যবাদ আমার পোস্টটি ভিজিট করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65771.81
ETH 3174.77
USDT 1.00
SBD 2.61