My idol of Steemit platform

in Steem For Bangladesh2 years ago
My idol of Steemit platform

White Aesthetic Mind and Perspective Book Cover.png
Made by Canva

প্রিয় বন্ধুরা আস্সালামুআলাইকুম,আমি @aparajitoalamin
আমি বাংলাদেশ থেকে লিখছি

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার লেখা শুরু করছি। আজকে আমি যে প্রতিযোগীতায় অংশগ্রহন করছি তা এক কথা অসাধারন। কথায় আছে কারো সাফল্যকে নিজের কাজের মানদন্ড বানিওনা কারন তোমার যোগ্যতা ও কাজের মান তাহলে একটা নির্দিষ্ট সীমায় আটকে যাবে।কাউকে যদি নিজের আদর্শ বানাও তাহলে তার গুনাবলী তোমার মাঝে চলেতো আসবেই পাশাপাশি তোমার নিজের যোগ্যতাগুলো যোগ করলে তুমি তাকেও ছাপিয়ে যেতে পারো। তাই জীবনে সফল হতে হলে একজনকে আদর্শ মানা খুবই জরুরী।আজকে আমি স্টিমিট প্লাটফর্মে আমার আদর্শ মানুষটার কথা তুলে ধরছি।

Who is your Steemit platform idol? Why do you consider him the idol of your Steemit platform?


pexels-designecologist-15269524.jpg
pexels

আমার স্টিমিট যাত্রা খুবই অল্পদিনের। বলতে গেলে আমি এখনও নিউকামার ট্যাগ ব্যবহারের যোগ্যতা হারাইনি। অল্প কয়েকদিনেই এই কমিউনিটি সেই কমিউনিটি করে বেশ কয়েকটা কমিউনিটিতেই আমি কাজ করে ঘুরে বেরিয়েছি।তারা প্রত্যেকেই ভালো কিন্তু আমার দুর্ভাগ্য যে কিছুইতেই কোথাও আমার মন বসছিলো না। শুরুর দিকেই আমি স্টিম ফর বাংলাদেশে যুক্ত হই কিন্তু তখনও ডিসকর্ডে অভ্যস্থ ছিলাম না। হঠাৎই ডিসকর্ডের ব্যবহার শুরুকরলাম ও এপসটাতে অভ্যস্থ হতে লাগলাম।

এরই মাঝে আমার সাথে পরিচয় হয় @mostofajaman ভাইয়ের সাথে ডিসকর্ডে। তার সাথে প্রথম একটি শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হই আমি ডিসকর্ডে। মানুষটাকে আমার ভালোলাগা শুরু করে। তারপর একদিন তার স্টিমিটে আসার ইতিহাস ও তার স্টিমিট জীবন নিয়ে গল্প করি। গল্পের মাঝেই একজন মাল্টার বাগানের মালিক থেকে তিনি কিভাবে একজন সফল মডারেটর হয়েছেন তা তিনি আমার সাথে আলোচনা করেন।

আমার জীবনের সাথে তার জীবনের একটা মিল খুজে পেলাম।আমি একটা সময় চাকরি বাকরি করতাম এখন ফুলটাইম বেকার আমি মডারেটর হওয়ার স্বপ্নদেখি তিনি একটা সময় দেখতেন এবং প্রচন্ড পরিশ্রম ও ধৈর্য সহকারে কাজ করার ফলাফল হিসেবে আজ তিনি তার নিজের দেশের কমিউনিটির একজন সফল মডারেটর।আসলে যারা কঠোর পরিশ্রম করে উঠে আসে তাদের অনুসরন করলেই সফলতা আসে। আর সফলতার জন্যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তাই মোস্তফা জামান ভাই আমার আদর্শ।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


What do you like most about him?


Screenshot_43.jpg
Post link

জামান ভাইয়ের সবচেয়ে ভালোলাগার দিক আমার কাছে তার সারল্য। মাঝে মাঝে ভাবি এতো সরল ভাবে চিন্তা করতে পারার মানুষ খুব কমই আছে। নেগেটিভ বিষয়গুলো তিনি ঝেড়ে মাথা থেকে ফেলে দেন এবং সব সময় পজেটিভ জিনিসগুলো চিন্তা করেন এবং পজেটিভ দিক গুলোতেই অন্যদের ফোকাস করার কথা বলেন। অবশ্যই তিনি বোকা নয় এবং যুগোপযোগী ও প্রগতিশীল চিন্তাধারার অধিকারী। তার লেখার ধরনও আমার ভালো লাগে আমি তার প্রায় সব লেখাই পড়ি তবে তার ডায়রীগেম গুলো অসাধারন। একদম বাংলার গভীর থেকে উঠে আসা স্বাভাবিক রুপগুলো খুজে পাই।

শহুরে ইট কাঠের জঞ্জালে সবাই তাদের জীবন শেয়ার করে কিন্তু বাঙালীর খাটি জীবনের ডায়রী আমি উনার লেখাতেই খুজে পাই। তবে বাইক চালানোর সময় আমি তাকে সব সময় হেলমেট পরিধানের অনুরোধ করবো। মোস্তফা জামান ভাইয়ের সেরা গুন হলো সাহায্য করার মন মানসিকতা।স্টিম ফর বাংলাদেশ কমিউনিটির শিক্ষামূলক কার্যক্রম সবার জন্যে স্টিমিট তার পরিশ্রম ও সাহায্যকারী মানসিকতার বাস্তব রুপ অন্যান্য এডমিন মডারেটর স্যারেদেরও এতে সম্মতি রয়েছে। এনামুল ভাই মডারেটর ও সরাসরি তাকে এই কার্যক্রমে সহযোগীতা করে থাকেন তবে জামান ভাইয়ের এই সাহায্য করার ইচ্ছা থেকেই আমার মতন অনেক নতুন বাংলাদেশী স্টিমিটিয়ান উপকৃত হচ্ছে।

আমি তার কাছে সব সময়ই নতুন কিছু শিখেছি। নিজ দেশের মানুষ যাতে স্টিমিটে ভালো কাজ করে দুটো পয়সার মুখ দেখতে পারে এই জন্যে তার প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। দেশ প্রেম ও মানবতার একজলন্ত উদাহরন তার এই কার্যক্রম। পাশাপাশি তার গানের গলা যথেষ্ঠ ভালো।

তিনি মানুষকে আনন্দ দিতে পছন্দ করেন মজা দিতে পছন্দ করেন। আড়ষ্ঠতা বা জড়তা তার মাঝে নেই। নিজে গান করেন এবং তার গুনাগুন অন্যদের মাঝে বিকষিত করার জন্যে উৎসাহিত করেন। তেলবাজি তিনি পছন্দ করেন না। বাস্তবসম্মত চিন্তাভাবনার মানুষ। ছোট আইডি ও নতুনদের জন্যে তার দরদ আমাকে তার প্রতি আকৃষ্ট করেছে। তাই তাকে আমি পছন্দ করিও নিজের আদর্শ মানি। সম্ভব হলে আমিও স্টিম ফর বাংলাদেশ কমিউনিটি যা বাংলাদেশী স্টিমিটিয়ানদের উন্নতির লক্ষ্যে কাজ করছে এই কমিউনিটির পাশে দাড়াবো। এবং নতুনদেরও সহযোগীতা করবো তার দেখানো পথ ধরে।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


What is his current reputation, SP and what responsibilities is he currently performing on this platform?


Screenshot_44.jpg
Screen shot taken from steemworld.org by me

বর্তমানে তিনি স্টিম ফর বাংলাদেশ কমিউনিটির একজন সম্মানিত মডারেটর হিসেবে দায়িত্বপালন করছেন এবং এর পাশাপাশি তার অন্যান্য বেশ কয়েকটি কমিউনিটিতেও ভালো একটা অবস্থান আছে যেমন তিনি স্টিম এল্যায়েন্স এর মডারেটর। তাছাড়া তার বর্তমান রেপুটেশন ৬৯ ও ৩৮৭৬ স্টিম পাওয়ারের অধিকারী তিনি। খুব দ্রুতই তিনি একজন ডলফিন হবেন বলে আমি নিশ্চিতভাবে আশাবাদী।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


What have you changed and learned since becoming an idol?


pexels-fauxels-3184658.jpg
pexels

আসলে আমি নিজের আদর্শ নির্বাচনের পরে আমি অনেকটাই পরিবর্তন নিজের মাঝে খুজে পেয়েছি। সবার আগে বলতে হবে আমি আমার আত্ববিশ্বাস খুজে পেয়েছি। কারন একজন মাটির কাছাকাছি থাকা মানুষ কেবল নিজের যোগ্যতায় স্টিমিট এর মতন একটি গ্লোবাল প্লাটফর্মে ভালো পারফর্মেন্স করে মডারেটর ও সফল হবার দৃষ্টান্ত আমার সামনে মেণে ধরেছেন। আমিও ইনশাআল্লাহ পারবো।

আমি বিনয়ী হতে শিখেছি এবং অন্যদের সহযোগীতা করার ব্যাপারে উৎসাহ পেয়েছি। পাছে লোকে কিছু ভাবে এই ভাবনা থেকে নিজেকে মুক্ত করে সরাসরি অন্যের সাথে কথা বলতে শিখেছি,নিজের মনের ভাব সোজা সহজ ভাষায় বলতে পারি আমি এখন আর সবচেয়ে বড় কথা সফল হওয়ার ও আয় করে আবার নিজের পরিবারকে সহযোগীতা করার স্বপ্ন দেখছি।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png

আমি আমন্ত্রন জানাচ্ছি @aditi993 & @tasrin94 & @mahadisalim কে অংশগ্রহন করার জন্য।


এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন



আমার লেখাটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ!

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png


--- @aparajitoalamin

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আমি যে সময় কাজ শুরু করেছি এই প্লাটফর্মে তখন আমাদের কেউ হাতে ধরে কোন কিছু শিখায়নি। বিভিন্ন বিষয় নিয়ে অনেক দিন থেমে থেকে বুজতে বা শিখতে পেরেছি। এট আসলেই অনেক দুর্গম পথ ছিলো। অনেক বাধা গ্রস্ত হয়েছি।

আমি চাই আমার দেশের জারা এই প্লাটফর্ম এ কাজ করে তাদের খুব দ্রুত দক্ষ ব্লগার তৈরি করতে। পিছনের সব গ্লানি ভুলে আমরা এই প্লাটফর্ম এর ভালো অবস্থানে পোছাতে পারি। আমি চাই সবাই কে নিয়ে একসাথে সাম্নের দিকে এগিয়ে যেতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্লাটফর্ম এর আইডল হিসেবে ধরার জন্য। আমি আতি নগন্য, আমার মাধ্যমে যদি কেউ উপোকৃত হয় তাহলে এটাই আমার সার্থকতা। ধন্যবাদ।

 2 years ago 

আপনি অসাধারন একজন মানুষ ভাই।এটাই সত্য।

 2 years ago 

Thank you so much for inviting me.

 2 years ago 
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Support community 10 %
Voting CSI10.5 ( 0.00 % self, 89 upvotes, 61 accounts, last 7d )
Period2023-05-16
Transfer to VestingPowerUp : 224.400 STEEM
Cash Out
5.000 STEEM
Result Club75

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

 2 years ago 

খুব সুন্দর ভাবে মোস্তফাজামান ভাইকে নিয়ে আপনার লেখা হয়েছে। আপনার লেখার শব্দ চয়ন অসাধারণ।

আসলেই এই কথা সঠিক যে সফল মানুষকে অনুসরণ করে অগ্রসর হলে সফলতার দারপ্রান্তে পৌছাতে সহজ হয়, এক্ষেত্রে তার মতোই বা তার থেকেও বেশি পরিশ্রম করতে হবে। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

মোস্তফা ভাই আসলেই অনেক হেল্পফুল। আপনি খুব সুন্দর করে তার প্রতি আপনার ফিলিংস শেয়ার করেছেন। আমিও উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.041
BTC 98449.34
ETH 3495.58
USDT 1.00
SBD 3.36