🌺🌺আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি 🌺🌺
আসসালামু আলাইকুম।।
সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি নতুন নতুন কিছু করতে ভালোবাসি। আমি ছোট আমার বয়স তেমন না। কিন্তু আমি এর প্ল্যাটফর্মে কাজ করতে অনেক উৎসাহিত। আমি একা কি করতে তেমন একটা পারিনা। কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি। তবে আমি ছবি তুলতে অনেক ভালবাসি এবং পছন্দ করি। ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে। তাই আমি যখন যেখানে যেটা পাই তখন সেটা ফটোগ্রাফি করি। হয়তো কখনো ভালো হয় বা কখনো খারাপ। তবে সব সময় ভালো করার রে চেষ্টা করি। আজকে আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। জানিনা কার কতটুকু ভালো লাগবে। আমি নতুন এ প্লাটফর্মের বিষয়ে আমার তেমন একটা জানা নেই। তবে আমি অনেক উৎসাহিত এবং অভিজ্ঞতা নিয়ে বলছি যথেষ্ট পরিমাণ ভালো করার চেষ্টা করব। ইনশাআল্লাহ
ফটোগ্রাফি ১
গোলাপ ফুল আমাদের গ্রামে খুবই পরিচিত একটি ফুল। এবং নানা শহরেও এর মান উন্নত। এই ফুল দিয়ে মানুষ নানারকম নানা ধরনের কাজে লাগায়। বিয়ের সময় ফুল ব্যবহৃত হয়।আমার নানু বাড়িতে আমি ঘুরতে গেছিলাম। সেই বাড়িতে এই শীতের সকালে আমি এই গোলাপ কলি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
ফটোগ্রাফি ২
আমি ফুল গাছ চাষ করতে অনেক ভালবাসি এটা আমার একটা শখের জিনিস। আমি লেখাপড়া করি লেখাপড়ার ফাঁকে ফাঁকে নার্সারিতে ঘুরে বেড়াই। নার্সারিতে নানারকম ফুল দেখা যায়।আমি এই গাধা ফুলের চারাইনে বুনেছিলাম। কিন্তু যেরকম ফুল আমি চেয়েছিলাম সেরকম ফুল ফুটেনি। এটা অন্যরকম ফুল কিন্তু নাম গাধা ফুল।
ফটোগ্রাফি ৩
এটা হলো আমাদের গ্রামে মোরগ ফুল বলে। নানা দেশে নানা রকম ফুল একেক নামে চেনা। কিন্তু আমাদের গ্রামে ফুলটিকে মোরগ ফুল বলে। এই ফুলটির কালার অনেক সুন্দর। আর অনেক সুন্দর ভাবে ফোটে। জন্য আমার অনেক ভালো লাগে।
ফটোগ্রাফি ৪
আমি আমার বন্ধুর বাসায় বিকেলে গিয়েছিলাম। বিকেল বেলা ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে। তার জন্য বেশিরভাগ আমার বন্ধুর বাড়ি বিকেলবেলা যাওয়া হয়। আর আমার অবসর সময়ে একটু বিকেল বেলা। এই গোলাপ ফুলটি আমার ভালো লেগেছে তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছি।
From# Bangladesh
@anikkhan1
আমাদের কমিউনিটির discord সার্ভারে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
https://discord.gg/vWgjeJdq
ধন্যবাদ।