ঐতিহাসিক নয়াবাদ মসজিদ

in Steem For Bangladeshlast year (edited)

আসসালামুআলাইকুম,


আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের বিষয় 'নয়াবাদ মসজিদ'

ঢাকা মসজিদের শহর হলেও ঢাকার বাইরে বেশ কিছু প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদ রয়েছে। তেমনি একটি দিনাজপুরের নয়াবাদ মসজিদ।কখনো শুনেছেন নয়াবাদ মসজিদ এর কথা? আজ আমি আপনাদের নিয়ে যাব ইতিহাস ও ঐতিহ্যের জেলা দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে। যেখানে রয়েছে বাংলাদেশের আরেকটি ঐতিহাসিক নিদর্শন ‘নয়াবাদ মসজিদ’

image.png

image.png

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নারিকেল গাছ দুটি

image.png

অবস্থান:
দিনাজপুর জেলায় যে কয়টি ঐতিহাসিক মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম নয়াবাদ মসজিদ। নয়াবাদ মসজিদ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত। কান্তজীউ মন্দির হতে ১ কি. মি দূরে ঢেপা নদীর কোল ঘেষে অবস্থিত নয়াবাদ মসজিদ।

গঠন প্রকৃতি ও বৈশিষ্ট:
তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চার কোনে ১২.৪৫ মিটার ৫.৫ মিটার আকারের চারটি অষ্টভুজ মিনার রয়েছে।দেয়াল গুলির পুরুত্ব ১.১০ মিটার। উত্তর ও দক্ষিন এর দেয়ালে একটি করে জানালা রয়েছে পশ্চিম পাশের দেয়াল মোট তিনটি মিম্বার রয়েছে যেগুলি মসজিদের তিনটি প্রবেশ দরজা বরাবর তৈরি করা হয়েছে। মাঝের মিম্বারটি আমাকে বড় (উচ্চতা ২৩০ মিটার এবং প্রস্থ ১.০৮ মিটার) এবং অপর দুটি মিম্বার একই আকারের। সমস্ত দেয়াল জুড়ে আয়তাকার বহু পোড়ামাটির ফলক রয়েছে।পোড়ামাটির নকশাগুলির বহু যায়গায় খুলে পড়েছে।

ফলক গুলির আয়তন ০.৪০মি ০.৩০মি।ফলক গুলির মধ্যে লতাপাতা ও ফুলের নকশা রয়েছে।একটিতে জোড়া ময়ূরের প্রতিকৃতিও রয়েছে। এরুপ মোট ১০৪ টি আয়তাকার ফলক রয়েছে। তবে ফলকের মধ্যে অলংকরনের অনেকটাই প্রায় ধ্বংসপ্রাপ্ত।

image.png

image.png

কিভাবে যাবেন এবং ভাড়া কত:
ঢাকা থেকে বাস ট্রেনে দিনাজপুর যাওয়ার সুযোগ রয়েছে। সাধারনত ঢাকার গাবতলী,আব্দুলাহপুর,এবং গাজীপুর চৌরাস্তা থেকে দিনাজপুরগামী বাসগুলো ছেড়ে যায়।মানভেদে বাসের ভাড়া ৪৫০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
ঢাকার কমলাপুর হতে কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্ত নগর একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।শ্রেনীভেদে এসব ট্রেনের টিকিটের মূল্য ৪৬৫ থেকে ১৬৯৯ টাকা পর্যন্ত হয়। দিনাজপুর থেকে অটোরিক্সা ভাড়া করে নয়াবাদ মসজিদ দেখে আসতে পারবেন।

রাতে থাকার ব্যাবস্থা :
দিনাজপুর শহরে থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে এসি, নন এসি যেগুলার একদিনের ভাড়া ৩০০ থেকে ২০০০ হাজার পর্যন্ত হয়ে থাকে।

কোথায় খাবেন:
দিনাজপুরে বিভিন্ন হোটেল রয়েছে বেড়ার হোটেল, রুস্তমের হোটেল,মুন্সি হোটেল বালুবাড়ি,কালাম হোটেল টারমিনাল,দিলশাদ হোটেল,ফাইভ স্টার হোটেল দশমাইল এছাড়া দশমাইলে কালাই রুটি হাসের মাংস সহ বিভিন্ন পাখির মাংস পাওয়া যায়।

ধন্যবাদ সবাইকে সম্পুর্ন ব্লগ টি পড়ার জন্য



My achievement 01 link: https://steemit.com/hive-172186/@abdul-rakib/achievement-1-my-introduction-post-abdul-rakib



Sort:  
 last year 

Join us on our discord .

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 57978.54
ETH 2283.22
USDT 1.00
SBD 2.47