Steemit Engagement Challenge / S13W1 - "Health and our Environment"

in Healthy Steemlast year
20231019_181547_0000.png Created by Canva

Hello Friends,
Hope all of you are fine. I am also fine. Now I am so excited because this theme is really attractive and informative. So, let's start the main topic.

🌱🏞️ Tell us in your words what you understand about Global health.

বিশ্ব স্বাস্থ্য বলতে আমি গোটা বিশ্বের সকল জীবকে আওতাভুক্ত করব। গোটা পৃথিবীর প্রতিটি জীবের জন্য স্বাস্থ্যকর বিষয় সম্পর্কিত বিষয় হচ্ছে বিশ্বস্বাস্থ্য। কারণ শুধুমাত্র একটি দেশ নিয়ে যেমন পৃথিবী হতে পারে না আবার একজন মানুষকে নিয়ে একটি দেশ হতে পারে না।

তাই সমস্ত পৃথিবীর মানুষ থেকে শুরু করে সকল জীবের স্বাস্থ্যই হচ্ছে বিশ্ব স্বাস্থ্যের আওতাভুক্ত। গোটা বিশ্বের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নামক একটি প্রতিষ্ঠান আছে। বিশ্ব স্বাস্থ্য বলতে আমি সমগ্র পৃথিবীকে বুঝি অবশ্যই সেখানে একটা বিশুদ্ধ পরিবেশ থাকতে হবে।

🌱🏞️ Which point is most important to you? Give your reasons.

IMG20231011160031.jpg

Making health care accessible to everyone

প্রথমত আমি এই পয়েন্টটিকে বেছে নিয়েছি। কারণ এখানে পৃথিবীর সবার কথা উল্লেখ করা আছে। আমরা প্রতিনিয়ত কোন না কোন শারীরিক সমস্যাই পতিত হই। যার জন্য আমরা স্বাস্থ্যেগতভাবে ক্ষতিগ্রস্ত হই। যদি স্বাস্থ্য সেবা আমাদের জন্য সহ চায় তাহলে আমাদের স্বাস্থ্যের তেমন একটা অবনতি হতে পারে না।

আমার দেখা একটি দৃশ্য যেখানে কিছু মানুষকে চিকিৎসা ক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে। অন্যদিকে অন্যদের প্রাপ্য হওয়া সত্ত্বেও তারা যথার্থ সেবা পাচ্ছে না। চিকিৎসার ক্ষেত্রেও অহরহ এইরকম ঘটনা লক্ষ্য করা যায়। যদি সবার জন্য সমান স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হয় তাহলে গোটা বিশ্বের চেহারা বদলে যেতে পারে।

🌱🏞️ Which point is the least important to you? Give your reasons.

salad-2756467_1280.jpgsource

Making healthy food more accessible.

আজকাল আমাদের স্বাস্থ্যের অবস্থা শোচনীয় বলা যায়। কারণ আমাদের প্রধান যেখান থেকে স্বাস্থ্য গড়ে উঠবে সেখানেই আছে ভেজাল। যদি আমরা স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে পারি, তাহলে আমরা স্বাস্থ্যের দিক দিয়ে ঠিক থাকতে পারি।

আমার এই দুইটি পয়েন্ট বেছে নেওয়ার পাশে নেই যথেষ্ট কারণ আছে। আমি মনে করি সবার জন্য চিকিৎসা ক্ষেত্রে সমান প্রাধান্য এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা সম্ভব হলে বিশ্বস্বাস্থ্য সত্যি একটা ভালো অবস্থানে থাকতে পারে।

উদাহরণস্বরূপ আমার দেশ বাংলাদেশ যেখানে একটা সময় সিজারিয়ান বেবি দেখা যেত না। আমাদের দেশের খাবারের গুণগতমান এতটাই স্বাস্থ্যসম্মত ছিল যে সাধারণত গর্ভবতী মায়েরা সন্তান জন্মদানের ক্ষেত্রে সার্জারির সম্মুখীন হত না।

কিন্তু বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যার ফলে প্রাকৃতিক পরিবেশে এসেছে আমূল পরিবর্তন। এখন আগের মত স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায় না। যার ফলে একজন গর্ভবতী মায়ের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে সিজারের প্রয়োজন হয়। আবার বন্ধাত্ব ও বৃদ্ধি পাচ্ছে দিন দিন।

বর্তমান চিকিৎসা সেবা প্রতিষ্ঠান গুলো, ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যার ফলে স্বাভাবিক রোগের জন্য ও একজন রোগীর ভোগান্তির শিকার হতে হয় এবং প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়।

আমি এজন্যই এই দুইটি পয়েন্ট তুলে নিয়েছি কারণ আমি মনে করি যদি স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা সম্ভব হয় এবং পাশাপাশি সবার জন্য সমান স্বাস্থ্য সেবা ব্যবস্থা নিশ্চিত হয়, তাহলে বিশ্ব স্বাস্থ্য সত্যিই উন্নত হবে।

🌱🏞️ If you can add one more point, what will it be? Why?

Another point:-
আমি একটি পয়েন্ট যোগ করতে চাই। আমার মনে হয় স্বাস্থ্যের পাশাপাশি আমাদের চিন্তা করা উচিত প্রাকৃতিক পরিবেশের কথা। কারণ প্রাকৃতিক পরিবেশের আমল পরিবর্তনের জন্য গোটা বিশ্বের মানব সভ্যতা যেন পরিবর্তিত হয়েছে। মাঝেমধ্যেই মহামারী কোভিড-১৯ এর মত ভয়াবহ ভাইরাস পৃথিবীকে গ্রাস করছে।

যাইহোক, এই কাজটি কখনোই একা করা সম্ভব না। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আসুন সবাই পুষ্টিগুণ সম্পন্ন খাবার নিশ্চিত করি। পাশাপাশি চিকিৎসা সেবায় নিজেদের অধিকার বুঝে নিই।

I would like to invite some of my honourable friends @rubina203, @noelisdc and @mile16 to participate this attractive topic.

Achievement1

Sort:  
 last year 
 last year 

You choose a very different yet crucial point to add in agenda of WHO . We are safe if are environment is safe . Because if we ruin our home our plant , nothing can save us from being destroyed. Have good day to you.

Loading...
 last year 

¡Saludos amigo!😊

Cuando todos tenemos acceso a la atención médica, las enfermedades no se salen de control porque, hay un cuidado adecuado y, si todas las entidades gubernamentales emplearan planes que gestionen mejor las medidas sanitarias, ningún país tuviera deficiencia en temas de salud.

Excelente publicación amiga, un fuerte abrazo💚

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62572.49
ETH 2444.62
USDT 1.00
SBD 2.67