SEC13 WK1 Keeping it clean

in Steem For Ladies11 months ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আমি রুমানা আফরোজ।
আমি @rumanaafroz আইডি ব্যবহার করি।
আমি বাংলাদেশের নাগরিক।

আমার কমিউনিটির প্রিয় বন্ধু সকল,আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি আজ স্টিম ফর লেডিস কমিউনিটির বন্ধুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে এসেছি। আজ আমি আমার বাইরের চুলায় রান্না করেছি।আমি আজ আপনাদেরকে আমার মাটির চুলা এবং আমার ঘরের বাইরের রান্না ঘরটি দেখাবো।আমি আজ আমার অপরিষ্কার অপরিচ্ছন্ন রান্না ঘর রান্নার পর কিভাবে পরিষ্কার করেছি সে বিষয়ে বর্ণনা করবো এবং দেখাবো পরিষ্কার করার পর আমার রান্না ঘরটি কেমন দেখায়।আমি আজকে কলা এবং চাল কুমড়া ভাজি করেছি।এগুলো আমি যখন কেটেছিলাম তখন পরিষ্কার করতে পারিনি কারণ আমার রান্নায় আজ খুব তাড়া ছিল।আমার রান্না করতে আজ নিদিষ্ট সময় থেকে একটু দেরি হয়ে গিয়েছিল তাই আমার রান্নার আশেপাশে অনেক জিনিস এলোমেলো এবং অপরিচ্ছন্ন হয়ে গিয়েছিল।আমি দ্রুত রান্না শেষ করলাম। তারপর তরকারির খোসা গুলো আমার প্রতিবেশীর ছাগলের দেওয়ার জন্য ভাল পাত্রে তুলে রাখলাম।তারপর আমি যে পাত্র গুলোতে রান্না করেছি সেই পাত্র থেকে ভাত এবং তরকারি অন্য পাত্রে নামিয়ে নিয়ে আমার রুমে নিশে আসার পর আবার রান্না ঘরে গেলাম। অপরিষ্কার পাত্র গুলো পানির কল থেকে পরিষ্কার করে এনে রান্না ঘরে আমার কলসের উপরে পানি ঝরানোর জন্য উপুড় করে দিলাম।

পরিষ্কার করার আগে

পরিষ্কার করার পরে

তারপর প্রথমে আমি চারপাশ এক এক করে পরিষ্কার করে নিলাম।তারপর আমার মসলা পেষার শীলপাটা টি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম।তারপর আমি কালকে আবার রান্না করার জন্য কলসটি ভিম দিয়ে মেজে পরিষ্কার করে এক কলস পানি তুলে রাখলাম।তারপর চুলার পাশে এলোমেলো ভাবে আমার রান্নার কাঠ-খড়ি গুলো অগোছালো ছিল।আমি কয়েকদিন যাবত এগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারিনি।আমি সেটা বেশ সময় নিয়ে পরিষ্কার করে সাজিয়ে নিলাম।তারপর আমার রান্নার মসলার কৌটাগুলো একটি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে শীলপাটার পাশে সাজিয়ে রাখলাম।আমার রান্না করার চুলা বেশ কয়েকদিন পরিষ্কার করতে পারিনি।আমাদের এলাকায় চুলা পরিষ্কার করা কে চুলা লেপা-পোসা বলে।এটা পানির সাথে মাটি গুলিয়ে সেই গোলা দিয়ে চুলা লেপা-পোসা করা হয়।এটা দিয়ে চুলা লেপে দিলে চুলা দেখতে খুব সুন্দর লাগে। মাটির চুলা গুলো কালি পড়ে নোংরা হয়ে যায়।মাটির গোলা দিয়ে লেপে দিলে আবার নতুন রুপে সেজে ওঠে।আমি আমার রান্না ঘরের চারিপাশ একটু সময় নিয়ে সব কিছু নির্দিষ্ট জায়গায় সাজিয়ে রেখে গুছিয়ে নিলাম।তারপর আমি বালতিতে করে পানি নিয়ে আসলাম এবং একটি কাপড়ের সাহায্যে রান্না ঘরের মেঝে ২বার করে মুছে নিলাম।আমি আমার ঘরের বাইরের মাটির চুলার অপরিষ্কার রান্না ঘরটি কিভাবে পরিষ্কার করলাম সেটা আপনাদের দেখাতে না পারলেও বর্ণনা করেছি এবং পরিষ্কারের পর আমার রান্না ঘরটি কেমন লাগছে সেটাও দেখিয়েছি।আমি জানি না কতটুকু সুন্দর করে পরিচ্ছন্ন করতে পেরেছি কিন্তু আমার সাধ্য মত চেষ্টা করছি।আশা করি আমার আজকের পোস্টে অপরিষ্কার এবং পরিষ্কার করার মাঝে ব্যাবধান বোঝাতে পেরেছি।তাই নিশ্চয়ই আমার আজকের পোস্ট টি আপনাদের ভাল লাগবে।সকলে মহান রাব্বুল আলামিনের অনুপম মহানুভবতায় ভাল থাকবেন এবং আমার পোস্টে কমেন্ট করবেন।সকলকে ধন্যবাদ।

আমি আমন্ত্রণ জানাতে চাই @tammanna @rashidaakter
এই প্রতিযোগিতায় অংশ নিতে।

My phone details

Devicelocation
CategoriesPhotography
Caption@rumanaafroz
CameraOPPO A5s

Goodbye for today


Thanks for reading,
stay safe,
hope all of you are well

@rumanaafroz

Sort:  
 11 months ago (edited)
MOD's Observations/suggestions

Thank you for participating in the Steemit Engagement Challenge Season 13 in the Steem For Ladies Community.
(your observations) you did well by cleaning your outside kitchen. I have learned how you coat the pot before cooking to help it remain new. We practice same thing here. We use different things to coat the pot. We can either mix detergent with sad and red oil, or just detergent with sand or clay. This way, when washed after cooking, it remains clean and new and washing ISS made simple.

Please, when writing your hashtags in the hashtag section, try to separate each tag with a space. I can see that your #club75 and #steemexclusive are not separated.

If you apply markdown styles like justified alignment on your publication, it will look more presentable than how it is right now.

More so, try to hit the space button severally to create more paragraphs to avoid lengthy paragraphs.

Club Status#club75
Steem Exclusive
Plagiarism Free
BOT Free
AI Free
#Burnsteem25X
Score (quality/rules)8/10
 11 months ago 

Thank you very much ma'am for giving me the necessary advice on steemit and correcting my mistakes. I have edited my post and corrected the hashtag. I hope you will look at the mistake in my post. Will help. I will keep your suggestion in mind. Thanking you again and wishing you all the best I leave @rumanaafroz. Good bye.

 11 months ago 

To be honest, your outdoor kitchen transformed to something beautiful after cleaning. I understand the percentage of energy you put in to keep this kitchen neat.

You've written well. Just adhere to the corrections given by the MOD and your article would be more interesting to read and learn from next time.

Best of luck in the contest!

 11 months ago 

I am very happy to read your comment. It is nice commenters like you that inspire us to move forward with courage. Thank you again.

keeping our home clean is very good and i really like the way you kept your kitchen clean.

Cleanliness is next to Godliness and i really enjoyed reading your entry.

I wish you nothing but the best 💯 have a nice day 🤗

 11 months ago 

Thank you also so much for such a nice comment on my post. You are right cleanliness is another form of creator. I pray to creator that you have a good day too.

You are welcome 🤗 Thanks you

প্রিয় বোন, আপনি খুব সুন্দর ভাবে আপনার রান্নাঘরটি পরিষ্কার করেছেন। আশেপাশে অনেক গোছালো পরিবেশ। সবকিছু দেখে আমার অনেক ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনি এভাবে অনেক দূর এগিয়ে যান।

 11 months ago 

আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার মন্তব্য টি পড়ে অনেক অনুপ্রেরণা পেলাম।আমার পোস্টে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

Tu estufa y sus alrededores quedaron como nuevos.
Es de mucha ventaja que puedas volver a recubrir con barro esas áreas que se manchan o van deteriorando.
Cuándo se cocina con leña todo se ahuma y mancha de negro. Pero que bueno que en su caso todo vuelve a quedar en perfecto estado, por eso son muy prácticos los hornos de barro.

Feliz y bendecido día ✨

 11 months ago 

Thank you so much for your nice comment.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55400.25
ETH 2294.55
USDT 1.00
SBD 2.33