চমৎকার উপস্থাপনা করেছেন দেখছি। আসলে সত্যি বলতে বাশেঁর ব্যবহার সেই আদিম কাল হতে চলে আসছে। আমরা যারা গ্রামে বসবাস করি তারা কিন্তু বাশেঁর ব্যবহার সম্পর্কে বেশ ভালোই জানি। গ্রাম বাংলায় বাশঁ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ঘরের মাচা বাধঁতে, সাকো বানাতে। এমন কি ফসলের জমিতে বাশেঁর ব্যবহার কিন্তু অনেক বেশী। ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।