বাঁশ আমাদের গ্রামীণ জীবনে বিশেষ প্রয়োজনীয় একটি উদ্ভিদ। বাঁশ দিয়ে অনেক কিছু করা যায়। যেমন - আপনি বেড়া নিয়ে আলোচনা করেছেন। এই বেরা আসলেই অনেক কাজে আসে। আমার বাগানের প্রতি বছর অনেক বেড়া লাগাতে হয়। এগুলো লাগানোর ফলে গরু ছাগল আর ভিতরে আসতে পারেনা। এগুলো অনেক সাহায্য করে গাছ গুলোকে বাঁচাতে। এছাড়াও বিভিন্ন জায়গায় এই বাঁশের বেড়া দেওয়া হয়। এগুলো আমাদের জন্য বেশ ভালো একটি জিনিস। প্রথমে বাঁশ কেটে সেগুলো কেটে ছোট ছোট করে নেওয়া হয়। এর পর এগুলোকে ফাটিয়ে এ রকম বাতা তৈরি করা হয়। এরপর খিল দিয়ে এগুলোকে একখানে করে যে কোন স্থানে লাগিয়ে দেওয়া হয়। সব থেকে বেশি ব্যবহার করা হয় ছোট গাছ লাগালে সেই গাছকে গরু ছাগল থেকে রক্ষা করার জন্য। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনি আরো নতুন নতুন কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করবেন।