Steemit Engagement Challenge S9-W5: "Seeing is believing" versus "Knowing is believing

in STEEM FOR BETTERLIFElast year

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি হাজির হয়েছি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ মূলক পোস্ট নিয়ে। স্টিমিত এঙ্গেজমেন্ট চ্যালেঞ্জ এর সিজন নয় এর পঞ্চম সপ্তাহের এটা আমার দ্বিতীয় পোস্ট। স্টিম ফর বেটার লাইফ কমিউনিটি কর্তৃক পরিচালিত কনটেস্ট হলো, "Seeing is believing" versus "Knowing is believing" আমি এই প্রতিযোগিতায় আনন্দের সাথে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক।

"দেখা বিশ্বাস করা" বনাম "জানা বিশ্বাস করা"

image.pngsource here

আজকের টপিক টা বেশ প্রতিযোগী মূলক। যেহেতু এখানে দুটি বিষয়ের সাথে প্রতিযোগিতা হবে। তাই আমি এখানে বিষয়ের ওপর কথা বলবো। তবে আমি দুটি বিষয়েই বিশ্বাস করি। যেটা আমি সচক্ষে দেখি সেটা কখনোই অবিশ্বাস করিনা। তবে না দেখা চিরন্তন সত্য বিষয় গুলোর প্রতি আমি ঈমান এনেছি যা আমি কখনোই অবিশ্বাস করবো না। আমি না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি তখনই যখন আমি কথা বলতে শিখি। যখন আমি পড়তে শিখেছি তখন আমি আবারও না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। মূলত পৃথিবীতে অধিক চিরন্তন সত্য বিষয় রয়েছে যা আপনি কখনোই অবিশ্বাস করতে পারবেন না।

চিরন্তন সত্য বিষয় গুলো আল্লাহ প্রদত্ত যার ওপরে অবিশ্বাস করার ক্ষমতা আমার নেই। বরং এটা সবাইকে বিশ্বাস করা উচিত। মানুষের বানোয়াট কোন বিষয়কে আমি সত্য বলে বিশ্বাস করবো না, কারণ আমি এটা জানি যে মানুষ মাত্রই ভুল। সুতরাং মানুষ থেকে তৈরিকৃত কোন জ্ঞান বা সৃষ্টির প্রতি আমি পূর্ণ বিশ্বাস স্থাপন কখনোই করতে পারি না। আপনি এটা অবশ্যই জানেন যে মানুষের সৃষ্ট সকল কিছুই আপডেট হয় বা উন্নত হয়। আর যদি আপডেট করতে ব্যার্থ হয় তাহলে সেটার প্রতি আমাদের বিশ্বাস উঠে যায়। তাই আমি এমন অদেখা বিষয়ে বিশ্বাস করি যা চিরন্তন সত্য। যার যাহা কখনোই আপডেট বা উন্নত করে লাগে না।

image.pngsource pixabay

আমি অদেখা বিষয়ের প্রতি কেন বিশ্বাস স্থাপন করি তার প্রমাণ আমি না দিয়ে শেষ করবো না। একটি উদাহরণ দেবো তবে তার আগে আমি একটি চিরন্তন সত্য কথা বলতে চাই। এই বিশাল পৃথিবী থেকে শুরু করে ব্রহ্মাণ্ড এর সকল কিছুর সৃষ্টিকর্তা একজন তিনি আল্লাহ। এটা চিরন্তন সত্য কথা এর বিরোধিতা করার সাধ্য কারোর নেই। যদি আপনি এটি অবিশ্বাস করেন তাহলে এর প্রমাণ আপনি দিতে ব্যর্থ হবেন। এটাও সত্যি কথা যে আমরা পৃথিবী দেখেছি তবে এর সৃষ্টিকর্তাকে দেখিনি। তবে পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা রয়েছে যা আমি শুরু থেকেই বিশ্বাস করি।

পৃথিবীতে অনেক ধর্ম বর্ণের মানুষ রয়েছে একেক জনের ধর্ম একেক নীতি উল্লেখ করতে পারে তবে আমি আমার ধর্মীয় জ্ঞান থেকে শিক্ষা গ্রহণ করেছি , অর্থাৎ না দেখে বিশ্বাস করেছি, ১• সৃষ্টিকর্তা আল্লাহ, ২• আল্লাহর ফেরেশতা, ৩• আসমানী কিতাব, ৪• আখিরাত/ মৃত্যুর পরবর্তী জীবন, ৫• আল্লাহর প্রেরিত নবী রাসূল, ৬• ভাগ্য এগুলো আমি না দেখেই মনে প্রাণে বিশ্বাস স্থাপন করি এবং তদানুযায়ী আমল করি। আর এ থেকেই আমি নৈতিকতা শিক্ষা করতে পেরেছি। এই বিষয় গুলোর মধ্যে কোন একটি সম্পর্কে আমি অবিশ্বাস করার ক্ষমতা রাখি না। কারণ এগুলো আমার ঈমান কে আর শক্তিশালী করে। জীবন চিরস্থায়ী নয় তাই আমি এটা অবশ্যই মাথায় রাখি যে, জন্মেছি আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার রবের কাছেই ফিরে যেতে হবে।

image.pngsource pixabay

এই অভিব্যাক্তি থেকে আমি কিছু নৈতিক বার্তা উল্লেখ করতে চাই। যা আপনাকে সঠিক পথ দেখাতে পারে। প্রথমেই আমি বলতে চাই যে সৃষ্টির ধ্বংস অনিবার্য। তবে সৃষ্টিকর্তা চিরঞ্জীব। অর্থাৎ আল্লাহ একমাত্র চিরঞ্জীব, যার দয়ায় আমরা প্রতিনিয়ত চলতে সক্ষম হচ্ছি। তাই আমি বলতে চাই আপনি নিজেকে সৃষ্টিকর্তার গোলাম হিসেবে উত্থাপন করুন। কখনোই সৃষ্টিকর্তার নিষেধাজ্ঞা কে অবহেলা করে অতিক্রম করবেন না। তাহলে আপনার সৃষ্টিকর্তা আপনার ওপর অসন্তুষ্ট হতে পারে। তাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপন করে আমাদের সর্ব সময়ের জন্য তার কাছে আত্মসমর্পণ করা। আর একটি বিশেষ বার্তা দিতে চাই যে সৃষ্টিকর্তার সমতুল্য কাউকে মনে করিও না। কারণ আমার আপনার সৃষ্টিকর্তা সবার ওপরে। তার যেমন দয়া, তেমন তার ক্ষমাও। আপনার পাপ যত আল্লাহর ক্ষমা তার থেকেও অধিক বেশি। তাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে অধিক পরিমাণে ক্ষমা চাওয়া আমাদের সকলেরই উচিত।

এই প্রতিযোগিতা আমার ধর্মীয় অনুভূতি আরো ভালোভাবে উপলব্ধি করতে সহায়তা করেছে। আমি আনন্দিত যে আমি আমার স্বাধীনতা নিয়ে আমার অদেখা বিশ্বাস স্থাপন সম্পর্কে ব্যাক্ত করতে পেরেছি। তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি আমার প্রিয় বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি, @msharif @ripon0630 @enamul17 @mdkamran99 @max-pro @graceleon @pelon53 @steemdoctor1 @kouba01 @malikusman1 আশা করছি এই প্রতিযোগিতায় আপনারা সবাই আনন্দের সাথে অংশগ্রহণ করবেন। সকলের দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ

❤️ ভালোবাসা নিন @সোলায়মান থেকে❤️

Sort:  
 last year 

আসসালামু আলাইকুম @সোলায়মান, কেমন আছেন ভাই?

এই দুটি বাক্যাংশ আপনার মতামত পড়া ভালোবাসি. একজন মুসলিম হিসাবে, আমাদের মহান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে এবং আমরা পরকালের জীবন এবং ফেরেশতা ও শয়তানের উপর বিশ্বাস করি। আমরাও বিশ্বাস করি যে বিচারের দিন আসবে এবং ন্যায়বিচার কেবল মানুষকে নয় সমস্ত প্রাণীকে দেওয়া হবে।

এই বিষয়ে আপনার ব্যাখ্যা খুবই ভালো এবং আপনি সেই বিষয়গুলো তুলে ধরেছেন যা আমরা সকল মুসলমান বিশ্বাস করি। এটার জন্য ধন্যবাদ.

আমি আপনার এই পাশাপাশি অন্যান্য সমস্ত প্রতিযোগিতায় সাফল্য কামনা করি। জাযাকাল্লাহু খায়রান

 last year 

অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আপনার মূল্যবান মতামত পেয়ে আমি আনন্দিত। আপনি সঠিক ভাবে মন্তব্য করেছেন এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি বুঝতে পারছি যে আপনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুক।


ভালোবাসা অভিরাম আপনার জন্য ❤️❤️❤️


 last year 

আমার আনন্দ. সব সময় ধন্য থাকুন 💕

 last year 

এনগেজমেন্ট চ্যালেঞ্জে বাংলায় পোস্ট দেখে আমি বেশ অনুপ্রাণিত হলাম। আমি কয়েকবার বাংলায় পোস্ট করতে চেয়েও দ্বিধায় করতে পারিনি। ধন্যবাদ আপনাকে বাংলাতে এত সুন্দর করে পোস্টটি করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার মতামত প্রকাশ করার জন্য। আপনিও বাংলায় করুন এটা আমাদের নিজস্ব ভাষাকে পরিচিতি বাড়াবে। আল্লাহ আপনার মঙ্গল করুক।

 last year 

As a muslim I respect and agree with you. Best of luck.

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 73898.71
ETH 2624.92
USDT 1.00
SBD 2.40