প্রকৃতি ভালোবাসি @shuvra ; @10% Beneficial Beauty of Creativity

in Beauty of Creativity2 years ago

কখনো গোধূলি লগ্নে দাঁড়িয়ে রক্তিম আকাশের সৌন্দর্য উপভোগ করেছেন? বা কখনো ভোরের সূর্যের আলো গায়ে মেখেছেন? প্রকৃতি হলো সেই বই, যে বইয়ে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন. প্রকৃতির অনেকগুলো রং রয়েছে. আপনি যদি সেই রংগুলো আপনার জীবনে প্রতিফলিত করতে পারেন তাহলে খুব সহজেই আপনি পৌঁছে যাবেন সফলতার দ্বারপ্রান্তে.
অনেকের দুর্বলতার অনেক জায়গা থাকে, কিন্তু আমার দুর্বলতার একটি বিশেষ জায়গা জুড়ে রয়েছে “প্রকৃতি”. হ্যাঁ, আমি প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি.

IMG20221223082212.jpg

আমার পূর্বের পোস্টে বলেছিলাম, আমি প্রকৃতি ভালোবাসি এবং ন্যাচার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি. আসলে ছোটবেলা থেকে পরিবারের বাইরে এসে একা একা বড় হয়েছি. আর পাঁচ দশটা ছেলের মত নিজের একা লাগলেও কখনো পারেনি পরিবারের সাথে সময় কাটাতে. পারিনি বাবার হাতটা ধরে মেলায় যেতে. একটা অভ্যাস আমার চিরদিনই ছিল, আর সেটা হল নিজের হাসি কান্না প্রকৃতির সাথে ভাগ করে নেয়ার.
IMG20230214134223.jpg
আমার যখন বেশি মন খারাপ থাকে আমি বাইরে যাই. বাইরে বলতে বোঝাচ্ছি, প্রকৃতির কথা. আমার সবুজ গাছপালা, প্রাকৃতিক যে কোন কিছু অনেক বেশি ভালো লাগে. এই ব্যস্ত শহরের ইট পাথরের ঘরবাড়ি, গাড়ির শব্দ, বাতাসে মিশ্রিত কালো ধোয়া এসব কিছু আমার অনেক বেশি অসহ্য লাগে. কিন্তু কি আর করা? পেটের তাগিদে, এই ব্যস্ত শহরেরই কোন এক কামরায় আমার বসবাস.
তারপরও যখন বেশি মন খারাপ হয়, যখন বেশি একা লাগে আমি চুপটি করে ছাদে চলে যাই. ছাদে গিয়ে আকাশ পানে তাকিয়ে আকাশের সৌন্দর্য উপভোগ করি. মেঘ ছুটে যাওয়া দেখি, জোসনা রাতে তারা জ্বলা দেখি. হয়তো কখনো কখনো আনমনে তারা গুণী.

IMG20230103070509.jpg

আমার জন্মস্থান গ্রামে. আমার গ্রামের নাম তেকাটিয়া. সবুজে ঘেরা আমাদের গ্রামের যেদিকে তাকাবেন শুধু দেখবেন গাছ আর গাছ. এক কথায় বলতে “গাছের শহর.”
আমার এখনো মনে পড়ে, যখন অনেক ছোট ছিলাম, রাস্তার পাশের আমগাছগুলোতে ঢিল মেরে বন্ধুরা মিলে আম পেড়ে খেতাম. কিন্তু সেই দিন বা সেই গাছগুলো এখন আর নাই.
আমরা নিজেদের স্বার্থপরতার জন্য দিন দিন অমানুষ হয়ে উঠছি. আর সব থেকে বেশি অত্যাচার করছি আমাদের মা সমান প্রকৃতির ওপর.
IMG20230104134745.jpg

প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়, আমাদের শেখায় কিভাবে তীব্র বর্ষণের পর এক ফালি রোদ জেগে ওঠে. কিভাবে রাতের পর দিন হয়, কিভাবে হাড় কাঁপনে শীতের পর গ্রীষ্মের অসযযনীয় দাবানল আমাদের পোড়ায়.
মানুষের জীবনের মত প্রকৃতিও কখনো এক রূপে থাকে না. প্রকৃতি তার রূপ বদলায়, বদলায় তার রং.
প্রকৃতি হয় আমাদের এটাই শেখায় যে, একঘেয়েমি কারো কাছে ভালো লাগেনা আর না এটা সার্বজনীন.
তাইতো আমাদেরও এই জীবন সংগ্রামে টিকে থাকতে হলে , প্রকৃতির মত নিজেদেরও বদলাতে হবে.
IMG20230214135059.jpg

প্রকৃতি হলো আমাদের বেঁচে থাকার ঠাই. আমাদের জীবনের জন্য সবথেকে বেশি যে প্রয়োজনীয় জিনিসগুলো তা আমরা প্রকৃতি থেকে পাই. প্রকৃতি যদি আমাদের অক্সিজেন, পানি বা পা এর নিচে মাটির মত এমন মূল্যবান সম্পদ গুলো না দিত, তাহলে আমরা কি বেঁচে থাকতে পারতাম?
উত্তর একেবারে সহজ, না কখনোই পারতাম না.
কিন্তু আমরা জানার পরও প্রতিনিয়ত প্রকৃতিকে কষ্ট দেয়, ধ্বংস করি. এক কথায় নিজের পায়ে নিজে কুড়াল মারার মত অবস্থা. আমরা জেনে বা না বুঝে প্রকৃতির ক্ষতি করলেও ,পক্ষান্তরে ক্ষতি আমাদেরই হয়.

IMG20230111114958.jpg
তাই আসুন, আমরা সকলে মিলে প্রত্যেকের জায়গা থেকে প্রকৃতিকে সুন্দর করে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হই. নিজেদের সাধ্যমত চেষ্টা করি. তাহলেই আমরা এবং আমাদের আগামী প্রজন্ম সুখে শান্তিতে এই পৃথিবীতে বাস করতে পারবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি.

আমার Achievement 01 পোস্টের লিংক হল:-
https://steemit.com/hive-172186/@shuvra/5pusij-achievement-1-my-first-introduction-post-shuvra

ধন্যবাদ সবাইকে .
Shuvra Roy Chowdhury (@shuvra)

Sort:  

This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @yousafharoonkhan

 2 years ago 

অত্যন্ত বেশি পরিমাণে সুন্দর হয়েছে আপনার এই ফটোগ্রাফি গুলো। আপনি অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং প্রত্যেকটি ফটোগ্রাফি আমার খুবই পছন্দ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.036
BTC 97641.56
ETH 3412.65
USDT 1.00
SBD 3.24