কাঠাল বিচির ডাল চচ্চড়ি "10 % to beautycreativity"beneficiary
কাঠালবিচির খোসা ছাড়াতে কিছুটা সময় লাগে। এর জন্য সবচেেয়ে ভালো হলো অবসর সময়ে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেয়া। যারা চাকুরীজীবি বা খুব একটা সময় নেই তাদের জন্য এই রান্নাটা খুবই উপযোগী। অল্প সময়ে খুব সামান্য তেল মশলাতে রান্নাটা করা যায়।
উপকরণ | পরিমাণ | |
---|---|---|
কাঠালবিচি | হাফ কাপ | |
ঢেরস | এক কাপ | |
মুশুরির ডাল | হাফ কাপ | |
গাজরকুচি | এক কাপ | |
মরিচ গুঁড়া | এক চা চামচ | |
হলুদ গুড়ো | হাফ চা চামচ | |
ধনে গুড়া | হাফ চা চামচ | |
কাচামরিচ | চিড়ে নেয়া দুই/তিনটা | |
পেয়াজ | ছোট একটা | |
তেল | এক টেবিল চামচ |
প্রনালী -
কড়াতে তেল গরম হলে তাতে কাচামরিচ বাদে একে একে সব ডাল, সবজি ও মশলা দিয়ে দিন।পরিমানমতো লবন দিয়ে সামান্য পানির ছিটা দিচে কিছুটা নেড়ে ঢেকে দিন। কিছু সময় পরে ঢাকনা তুলে নাড়াচাড়া করে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষন পরে কাচামরিচ দিয়ে আবার ঢেকে দিন। সবজি সেদ্ধ হয়েছে কিনা চেক করুন। পানি শুকিয়ে যখন তেলের উপরে আসবে তখন জাল বন্ধ করে দিন।চাইলে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন।গরম ভাতের সাথে পরিবেশন করুন।
My achievement 1 link is;https://steemit.com/hive-172186/@sayeedasultana/achievement-1-my-introduction-post-sayeedaseo
@successgr.with(72)sir,
Thank you very much for commenting on my post.
looks like the food is really good
@idayrus (70)sir,
Thank you very much for commenting on my post.
চমৎকার একটি রেসিপি। খুব ভালো লাগলো
@hasnahena(47) আপু
কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে