আর্ট :- ফুলের আর্ট।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম বন্ধুরা , কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি নিজেও খুবই ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির একটি পোস্ট নিয়ে আসলাম। আমি আপনাদের সাথে অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করব।
আঁকার উপকরণ
• খাতা
• রং
• কলম
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি কমলা কালারের একটি কলম এবং একটি খাতা নিলাম। এরপর কমলা কালার দিয়ে একটি ফুল এঁকে নিলাম।
ধাপ - ২ :
এরপর নীল এবং সবুজ কালার দিয়ে একইভাবে ফুল এঁকে নিলাম।
ধাপ - ৩ :
এরপর হালকা কালার দিয়ে আরও একটি ফুল এঁকে নিলাম।
ধাপ - ৪ :
এরপর কালো কালার দিয়ে ফুলের ভিতর কয়েকটি দাগ দিয়ে দিলাম।
ধাপ - ৫ :
এরপর কালো কালার দিয়ে আরো কিছু ডিজাইন করে নিলাম।
ধাপ - ৬ :
এরপর কালো কালার দিয়ে নিচের অংশে দাগ দিয়ে দিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করবো আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ এঁকেছেন আপনি,ধরে রাখুন।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Hello friend, your drawing is very nice.
Thanks for beautiful comment