আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে জবা ফুলের কুঁড়ির কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি, বিভিন্ন ধরনের ফটোগ্রাফি মূলক পোস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার জন্য। আসলে ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে। আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমি বেশ কিছুদিন আগে আমাদের বাড়ির ছাদ থেকে করেছিলাম। আমাদের বাড়ির ছাদে বেশ কিছু জবা ফুল গাছ লাগানো আছে। এই জবা ফুল গাছে কিছু দিন আগে গিয়ে দেখি বেশ কিছু ফুলের কুঁড়ি এসছে। আসলে গাছে যখন ফুলের কুঁড়ি আসে বা ফুল ফোঁটে এইগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমাদের ছাদে অনেক বেশি জবা ফুল গাছ লাগানো রয়েছে। কারণ এই ফুল দিয়ে আমাদের বাড়িতে পুজো করা হয়। এই জবা ফুলের কিন্তু কোন ঘ্রাণ নেই। তাই আমরা অন্য কোন কাজে ব্যবহার করি না, শুধুমাত্র পুজোর কাজেই ব্যবহার করে থাকি। এই জবা ফুল কিন্তু বিভিন্ন কালারের এবং বিভিন্ন ধরনের দেখা যায়। আসলে কিছু কিছু জবা ফুল হয়, সেগুলোতে একটু পাপড়ির পরিমাণ বেশি থাকে। সেগুলোকে আবার জোড়া জবা ফুল বলা হয়। আবার পাঁচটি সিঙ্গেল পাপড়িরও কিছু জবা ফুল দেখা যায়। আমাদের ছাদ বাগানে বিভিন্ন কালারের জবা ফুল রয়েছে। যাইহোক, আজকের শেয়ার করা এই জবা ফুলের কুঁড়ির ফটোগ্রাফি গুলো নিচে দেখে নেওয়া যাক।
পোস্ট বিবরণ
catagory | photoprahy |
device | Samsung Galaxy M31s |
photographer | @ronggin |
location | Barasat, North 24 parganas, West Bengal |
বন্ধুরা, আজকের এই ফটোগ্রাফি মূলক ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।
🌷🌷 সমাপ্ত 🌷🌷
https://x.com/ronggin0/status/1835733096555291057?t=nkQn1OzzvUIm0E2RJFTWRQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
জবা ফুলের কুঁড়ির কিছু ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। দেখে ভালো লাগলো, এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। আমার কাছে এরকম ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগে।
ধন্যবাদ ভাই আপনাকে, আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।