রেসিপি :- সুস্বাদু খিচুড়ি রেসিপি | 10% beautycreativitysteemCreated with Sketch.

in Beauty of Creativitylast year

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নতুন নতুন রেসিপি রান্না করতে এমনকি খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্য ভাবলাম এইরকম রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করলেও ভালো লাগবে। আমি বাসায় প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর রান্না করে থাকি। তাই জন্য আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG20230607084924.jpg

উপকরণ

উপকরণপরিমাণ
পরিমাণ মতোডাল ও চাল
রোসন বাটা১ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

পরিমাণ মতো / আলু

IMG_20230609_170547.jpg


ধাপ ১

প্রথমে আমি একটি কড়াই এর মধ্যে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম ।এবং তেলের মধ্যে পেঁয়াজকুচি ও রসুন বাটা দিয়ে দিলাম।

IMG20230607070539.jpg

ধাপ ২

তারপর পেঁয়াজো রসুনের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম ।এবং তেজপাতা ও এলাচি দিয়ে দিলাম।

IMG20230607070646.jpg

ধাপ ৩

এরপর আমি পরিমাণ মতো মরিচ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ।এবং শেষে পরিমাণমতো মসলাগুলো দিয়ে দিলাম। এবং সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG20230607070816.jpg

ধাপ ৪

তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু গুলো এই মসলাগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে পরিমাণ মত পানি দিয়ে দিলাম।

IMG20230607071215.jpg

ধাপ ৫

তারপর আলু গুলোকে ভালোভাবে কষিয়ে তার মধ্যে আগে থেকে ধুয়ে নেওয়া ডাল ও চাল একসাথে দিয়ে দিলাম।

IMG20230607073236.jpg

ধাপ ৬

তারপর ডাল চালগুলো ভালোভাবে আলো ও মসলাগুলোর মধ্যে ভালোভাবে কষিয়ে আবারো পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিলাম ।তারপর আগে থেকে ধুয়ে রাখা মরিচগুলো দিয়ে দিলাম । মরিচ গুলো দিয়ে ভালোভাবে পানিগুলো শুকিয়ে নামিয়ে রেখে নিলাম।

IMG20230607073759.jpg

ধাপ ৭

তারপর আমি একদিন প্লেটের মধ্যে খিচুড়ি গুলো খুব সুন্দর ভাবে সার্ভ করলাম । আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

IMG20230607084918.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFa1DGAYunSw7ZXjrGnCktLdouuZBM3JHX2iDLMSPzeXWweAnxqCMV8bkML1JYZUYSxv4nxSjaFa8dZSCj7...evxxiVsJ3NE9Zs9MbQYG2E2GQSswjNqXeYiHmo5MYmpR5EY8zXMoA5EoSEQD8gvE72WmhXqnWrFtHGDyM8MqHucFpFtpnkeHcjqYMPeK8tNGYwZXxHoWuwTPhG.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68