Boc-photography post || সোনারগাঁও জাদুঘর থেকে ক্যাপচারকৃত কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম,
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। তবে বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করি। কারণ ফুল আমার খুবই পছন্দ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি। যেমন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। যাইহোক গতকালকে আপনাদের সাথে সোনারগাঁও জাদুঘর থেকে তোলা কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছিলাম এবং বলেছিলাম সেখান থেকে তোলা আরও কিছু ফটোগ্রাফি পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করবো।
তাই ভাবলাম আজকে আরও কিছু ফটোগ্রাফি শেয়ার করি। আসলে সোনারগাঁও জাদুঘরে গিয়ে ফটোগ্রাফি করার মতো অনেক কিছুই রয়েছে। তাই ঘুরাঘুরি করে সবকিছু দেখার চেয়ে, ফটোগ্রাফি করাটাকেই আমি প্রাধান্য বেশি দেই এখন। কারণ ছোটবেলা থেকেই সোনারগাঁও জাদুঘরে যাওয়া হয়। তাই দেখতে দেখতে সবকিছু একেবারে মুখস্থ হয়ে গিয়েছে। তাছাড়া যেহেতু ব্লগিং করার জন্য ফটোগ্রাফি ক্যাপচার করতেই হয়,সেজন্য যেকোনো জায়গায় গেলে ফটোগ্রাফি করার জন্যই অস্থির হয়ে যাই। অনেক সময় বেশি বেশি ফটোগ্রাফি করার কারণে, সুন্দর সুন্দর জায়গা গুলো সেভাবে উপভোগ করতেও পারি না। যাইহোক অনেক কথা বলে ফেললাম, ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ২২.৮.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
!upvote 15
De niño, quise ser arqueologo para descubrir las creaciones de esas culturas antiguas.
💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ Participate in the "Seven Network" Community2️⃣0️⃣2️⃣4️⃣ ⚜💯.
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven).
the post has been upvoted successfully! Remaining bandwidth: 115%
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
This museum has many archaeological artifacts. There is a lot to see inside. It carries the history and traditions of the Mughal period. Isha Khan was one of the twelve Bhuiyans of Bengal. He was a zamindar of Sonargaon area. This museum has the house of the chief, library, museum. Today it is a folk art museum.
Yes you're absolutely right. It is a folk art museum now. Thanks for your compliment.
বেশ সুন্দর এবং আকর্ষণীয় একটি ফটোগ্রাফি আমাদের মাঝে গুছিয়ে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।