Rong post.Better life with steem. The diary game. 20/3/2024.Comfortable day interrupted by rain.

in Beauty of Creativity4 months ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

20240320_113230.jpg

20240320_113221.jpg
প্রতিদিনের মতো আজকেও সেহরি খেয়ে নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে ঘুম থেকে উঠলাম। সেহরির খাওয়ার সময় থেকে শুরু করে বৃষ্টি হইতেছে। সকাল ৯ টার সময় উঠেও দেখি বৃষ্টি হচ্ছেই। যার কারনে সংসারের অন্যান্য কাজগুলো থেকে আজকে বিরত থাকতে হলো। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর আমাদের বাড়ির সামনে কাকার দোকানের কাছে গিয়ে দাঁড়ালাম। এখানে দেখি আমাদের পাড়ার কিছু ছোট ছেলে গুলো দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টির জন্য তাদেরও কোন কাজ নেই তাই তার একত্রিত হয়ে এখানে বসে গল্প করছে। তাদের কিছু ছবি উঠালাম। তারপর আমি আবারও আমার ঘরের মধ্যে চলে গেলাম। ঘরের মধ্যে গিয়ে কিছুক্ষণ শুয়ে রইলাম। তারপর বিভিন্ন রকমের খবর মোবাইলে ইউটিউব এর মাধ্যমে দেখলাম।

20240320_152858.jpg

20240320_152853.jpg
বৃষ্টিতে অলস ভাবে বাড়িতে বসে থেকেই দুপুর ২ টা পার হয়ে গেল। তারপর রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা শুরু করলাম। কাঁদার মধ্যে হেঁটে হেঁটে যেতে শুরু করলাম। বৃষ্টি হওয়ার কারণে অটোরিকশা খুব কম পাওয়া যায়। তাই হেঁটে হেঁটে বিকল্প রাস্তায় যেতে শুরু করলাম। আমাদের নির্মাণাধীন মসজিদের পাশ দিয়ে যেতে থাকলাম। নির্মাণাধীন ভবনের একটা ছবি উঠালাম। তারপর আবারও হেঁটে যেতে শুরু করলাম। ৭-৮ মিনিট হাটার পর মেইন রাস্তায় গিয়ে দাঁড়ালাম।

20240320_153610.jpg

20240320_153602.jpg
দুই মিনিটের মধ্যে দাঁড়িয়ে থাকতে একটা রিক্সা পেলাম। তারপর সেই অটো রিক্সার মধ্যে উঠে বাজার থেকে যেতে শুরু করলাম। অটোর মধ্যে আমাদের এই এলাকার আরো ৩-৪ জন লোক ছিল। বৃষ্টির মধ্যেও ছোট ছোট দরকারে অনেকেই বাজারে আসতেছে।

20240320_161003.jpg

20240320_160949.jpg
বাজারে গিয়ে ডাচ বাংলা এজেন্ট ব্যাংক এ মধ্যে চলে গেলাম। আমার একাউন্টে বেশ কিছু টাকা এসেছে। সেই টাকাগুলো তুলতেই ব্যাংকের মধ্যে আসা। বৃষ্টির মধ্যেই হালকা ভিজে ব্যাংকে এসেছি। এসে দেখি বিদ্যুতের সমস্যা। যার কারণে অন্য জনের ল্যাপটপ নিয়ে আসতেছে। তারপর সেই ল্যাপটপের মধ্যে কার্যক্রম গুলো সম্পন্ন করে টাকা নিয়ে আসলাম। টাকা নিয়ে এসে আমার বাবার কাছে জমা দিলাম।

20240320_170444.jpg
টাকা জমা দিয়ে আমি অন্য একটা দোকানে গিয়ে বসলাম। সে আমাদের পাশের গ্রামের ছোট ভাই। আমি মাঝেমধ্যে তার দোকানে গিয়ে আমার দরকারি কাজকর্মগুলো সম্পন্ন করে থাকি। তার সাথে কিছুক্ষণ আলাপ-আলোচনা করলাম। তারপর কিছু ইফতার কিনে বাড়ির দিকে রওনা শুরু করলাম। বাড়িতে এসে আজকে ইফতার করলাম। তারপর মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ে বাড়িতে এসে বসে রইলাম। তারাবির নামাজের সময় মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলাম। আমাদের মসজিদে রাত আটটা থেকে এশার জামাত শুরু হয়। নামাজ শেষ হতে ৯ টা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে নামাজ শেষ হয়ে যায়। তারপর বাড়িতে চলে আসলাম। এই ছিল আজকে আমার সারা দিন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম। সকলকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Sort:  
 4 months ago 

Hi, @anisurr

Follow these steps to get yourself verified in the community.

  • Subscribe to the community
  • Cast your witness vote for bangla.witness guidelines
  • Create a detailed introduction post in the community about yourself.

Make sure you add a verification picture in your introduction post

What is Verification Picture:

Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username

for more information join us on Discord

It's an automated message, If you already created an introduction post then you can ignore it. Thank You

Thank you for read My post and suggestion.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66976.31
ETH 3509.07
USDT 1.00
SBD 2.70