আমার তোলা বুনো ফুলের আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু বুনো ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
বুনো ফুলের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
এই বুনো ফুল গুলো আমাদের সকালে খুব পরিচিত ফুল। এই গুলোকে সাধারণত বুনো ফুল বলে থাকে। আবার অনেক ছোট বেগুন ফুল বলে থাকে। গ্রামাঞ্চলে সর্বত্র বুনো ফুল গুলো দেখতে পাওয়া যায় । এই ফুল গুলো বেশ ছোট এবং সাদা রঙের হয়ে থাকে। সাধারণত রাস্তার দুই পাশে, বসত বাড়ির আঙ্গিনায়, জলাশয়ের ধারে, পতিত জমিতে এই বুনো ফুল গুলো দেখতে পাওয়া যায়। ছোট বেগুন দিয়ে বেশ মজাদার এবং সুস্বাদু ভর্তা তৈরি করা হয়ে থাকে। এই ছোট বেগুনের ভর্তা গ্রাম অঞ্চলে মা বোনদের নিকট বেশ জনপ্রিয়। এই সাদা বুনো ফুল গুলো দেখতে খুবই সুন্দর। ফুলের পাপড়ির নান্দনিক সৌন্দর্য বেশ অসাধারণ। ফুলগুলো সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/MdAgim17/status/1868739696857358594?t=Myvs5kjIAfP-qFSrBVdcUA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
This photograph you took touched my heart because it has realism and depth. Thank you Creative for sharing this amazing photography