আমার তোলা ময়ূরের পালকের আলোকচিত্র 📸
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা ময়ূরের পালক সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
ময়ূরের পালকের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
ময়ূর আমাদের সকলের খুব পরিচিত পাখি। ময়ূর পাখি দেখতে খুবই সুন্দর লাগে। ময়ূর এর পালকের সৌন্দর্য খুবই অসাধারণ। ময়ূরের পালকের সৌন্দর্যে সবাই বেশ বিভোর হয়ে থাকে। বৈচিত্র্যময় রঙের জন্য ময়ূরের পালক দেখতে খুবই সুন্দর। ময়ূরের কয়েকটি জাত পাওয়া যায়। ময়ূর সাধারণত দুই ধরনের দেখা যায় নীল ময়ূর আর সবুজ ময়ূর। ময়ূরের সব প্রজাতি সাধারণত বনে বাস করে। ময়ূর ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা হয়। ময়ূরের ছোট বাচ্চা গুলো মুরগির বাচ্চার মতোই মায়ের সাথে ঘুরে ঘুরে খাবার খায়। ময়ূর পেখম তোলে থাকে। ময়ূরের পেখম দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগে। ময়ূরের পেখম দেখতে খুবই সুন্দর লাগে। ময়ূর এর পালক বিক্রি করা হয়ে থাকে। অনেকে শখ করে বাসা বাড়িতে ময়ূর এর পালক রেখে থাকে। অনেক ছাত্র-ছাত্রীরা, বইয়ের মধ্যে একটি ময়ূরের পালক রেখে দেয়। ময়ূরের পালকের অসাধারণ সৌন্দর্য খুবই দুর্দান্ত।
![IMG20240218152747.jpg](UPLOAD FAILED)
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/MdAgim17/status/1867960233307656517?t=HrtYOusA36ueS5rFTJQRJQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
জাস্ট দুর্দান্ত ফটোগ্রাফি করলেন আজকে। প্রতিনিয়ত যে ধরনের সুন্দর এবং আকর্ষণীয় ফটোগ্রাফি করেন আমার কাছে প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ ভালো লাগে।
ময়ূর তার পালকের সৌন্দর্য এর জন্যই বিখ্যাত। আর আপনি সেই ময়ূরের পেখমের সৌন্দর্য আরো ডিটেইল ভাবে তুলে ধরেছেন আপনার ফটোগ্রাফির মাধ্যমে।
ভবিষ্যতে আরো এমন অনেক ফটোগ্রাফির প্রত্যাশায় রইলাম।
Your photography really inspires me. There is so much realism in your photography work that no one will believe it unless they see it.