আমার তোলা রাজ হাঁসের 🦆 আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু রাজ হাঁস সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
রাজ হাঁসের 🦆 আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
রাজ হাঁস আমাদের সকলের বেশ পরিচিত হাঁস। আমাদের দেশে সর্বত্র রাজ হাঁস দেখতে পাওয়া যায়। গ্রাম অঞ্চলে অনেকে খুব শখ করে রাজ হাঁস পালন করে থাকে। রাজ হাঁস বলা হয় কারণ এর চালচলনে রাজকীয় ভাব থাকে। রাজ হাঁস দেখতে অত্যন্ত সুন্দর ও গম্ভীর।রাজ হাঁস এর মাংস খুবই সুস্বাদু এবং মজাদার । রাজ হাঁসের মাংস খেতে অনেকে খুব বেশি পছন্দ করে। রাজ হাঁসের সৌন্দর্য খুব দারুন। রাজ হাঁসের দেহ সাদা পালকে ঢাকা থাকে। রাজ হাঁসের লম্বা ও বাঁকা গলা খুবই আকর্ষণীয়। রাজ হাঁসের ঠোঁট কমলা রঙের হয়ে থাকে। ঠোঁটের গোড়ায় একটি কালো রঙের অংশ থাকে।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ রাজহাঁসের খুবই চমৎকার ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। আপনার শেয়ার করা রাজহাঁসের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।
You are not following the rule of the beneficiary.
Set 10% beneficiary to the community account @beautycreativity.
Read more about setting beneficiary here
Join us on Discord