THE DAIRY GAME:(21/09/2020)আজকের দিনলিপি

in Bangladeshi Steemian4 years ago

ভোরের আলো ফুটতেই বিছানা থেকে উঠে বাহির থেকে ঘুরে এসে ওজু করে ফজরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ আাদায় করে গরু গোয়ালে গিয়ে গরুর গোয়ালের আর্বজনা গুলো পরিষ্কার করে দিয়ে। খড় কেটে গরু গুলোকে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু পরে বজারে যাই। বাজারে গিয়ে হালকা নাস্তা করে আমাদের ঔষধের দোকানে গিয়ে বসলাম lতারপর প্রায় ৮.৩০টার দিকে আমাদের পার্শবতী পল্লী বিদ্যুতায়ন বোর্ড অফিসে দুই একজন মিলে গেলাম।
তাদেরকে বললাম গতকাল বিকালে আমাদের গ্রামের বিদ্যুত সঞ্চালন লাইনের পোলের ট্রান্সফর্মার জলে গেছে। ট্রান্সফর্মার জলে যাওয়ার কারণে আমাদের গ্রামের প্রায় ৪৫ টি বাড়িতে বিদ্যুত নাই।

IMG_20200922_104942.jpg

বিদ্যুৎ না থাকার কারনে গতকাল রাতে অনেক শিশু,বৃদ্ধ সাধারণ প্রচুর সমস্যার সম্মুখীন। তাই এটা দ্রুততম সময়ে মেরামতের ব্যবস্থা নিয়ে আমাদের সমস্যা থেকে মুক্ত করতে অফিসে আসা।
তারা বললো আপনারা চলে যান আমরা ব্যবস্থা নিচ্ছি।তো তারপর ঐ অফিস থেকে বেরিয়ে এসে সোজা আমার বাজারে এসে আমার গ্রামের লোকজনদের বললাম যে তাড়াতাড়ি মানে আজকেই বিদ্যুৎ এর ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ।
তারপর দোকানে বসলাম দোকানে বসে প্রায় ১১.৩০ টা পযন্ত থাকার পর দোকান বন্ধ করে বাড়িতে এসে সকালের খাওয়া করে নিলাম। খাওয়া শেষে একটু পরে গরুর গোয়ালে ঢুকে খড় কেটে গরু গুলোকে খাবার দাবার দিয়ে দিলাম।গরুগুলোর খাওয়া শেষ হলে সব গরুকে গোসল দিলাম সাবান দিয়ে ঘুষে ঘুষে একেবারে। গরু গোসল দিতে দিতেই জোহরের আজান হলো তাড়াতাড়ি গোসল করে নিলাম। গোসল শেষ করে ওজু করে নিয়ে জোহরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ শেষে জামা পরে বাইকটি নিয়ে অতিথি বাড়িতে গেলাম একটি আকিকার অনুষ্ঠান খেতে। অনুষ্ঠানে পৌঁছে অতিথিদের সাথে দেখা করে কথাবার্তা শেষ করে খাওয়া করে গিফট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম। বাড়িতে ফিরে আসার পর। গোয়লে ঢুকে গরু গুলো কে বিকেলের খাবার খেতে দিলাম। খাবার খেতে দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে ওজু করে আসরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ শেষে কিছু অতিথি বাড়িতে আসলো আমার তাদের সঙ্গে কথা বলে নাস্তা দিলাম। নাস্তা সেরে অতিথি বললো বাড়িতে যাবে তারা আমি না আজকে যাওয়া যাবে না। আজকে আমাদের বাড়িতে থাকতে হবে ওনারা বললেন আমাদের বাড়িতে কেউ নাই তাই বাড়ি ফিরে যেতে হবে। যেহেতু বাড়িতে কেউ নাই তাই আর জোর করলামও না।অতিথিদের বিদায় দিয়ে বাইকটি নিয়ে বাজারে গেলাম বাজারে গিয়ে বাইকটি দোকানে কাছে রেখে দিলাম।

IMG_20200922_104948.jpg

তারপর বাজারে একজনের দোকানে বসে গল্প করতে করতেই মাগরিবের আজান হলো মসজিদে গিয়ে অজু করে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করে নিলাম। নামাজ শেষে দোকানে গিয়ে বসলাম বসে থাকতে থাকতে এশারের আজান হলো বাবা মসজিদে নামাজ পড়ে বাড়ি গেলো আমি দোকানে বসে থাকলাম। দোকানে বসে থাকতে থাকতে ৯.৩০ টা বেজে গেলো তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে আসার পর গুরুগুলোকে খাবার দাবার দিয়ে গোয়াল পরিষ্কার করে রাতের খাবার খেয়ে নামাজ পড়ে নিলাম।তারপর গরুটাকে আবার একটা জোরের ঔষধ খাইয়ে দিলাম। তার পরে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ঘরে ঢুকে বিছানায় গিয়ে মোবাইলে বিভিন্ন খবর দেখতে দেখতে অনেক রাত হয়ে গেলো তারপর শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না।
My Introduction post : my introduction post to steem newcomers community

Sort:  

হ্যালো স্যার ... দয়া করে সর্বদা আপনার ছবিতে কিছু ক্যাপশন যুক্ত মনে রাখবেন ..... আপনার লেখার পদ্ধতিটি পড়া বেশ কঠিন, দয়া করে আপনার পোস্টে আরও সাদা স্থান যুক্ত করার বিষয়ে ভাবুন। এটি পড়তে আরও সহজ করে তুলবে

#diarydoctor #nigeria #affable

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101158.43
ETH 3649.74
USDT 1.00
SBD 3.20