THE DAIRY GAME:(04/10/2020)আজকের দিনলিপি

in Bangladeshi Steemian4 years ago

শেষ রাত তখনও অন্ধকার হঠাৎ বহুদূর পাড়া থেকে মোরগের ডাক শুনে আর মসজিদ হতে মুয়াজ্জিনের আজানের সুমধুর সুর কানে আসতেই ঘুম থেকে উঠে বাড়ির বাহির থেকে ভোরের হাওয়া শরীরে লাগিয়ে বাড়িতে ফিরে এসে ওজু করে ফজরের সালাদ আদায় করে নিলাম। অনেক মনীষীরা বলে গেছে সকালের হাওয়া লাখ টাকার দাওয়া।এর অর্থ হলো সকালের সনির্মল হাওয়া যে শরীরে লাগালে তা লাখ টাকার ঔষধের চেয়ে ও বেশি কাজ করে। সকালের হাওয়া কেন এত উপকারী তা হলো সকালে যে

IMG_20201005_084223.jpg

আবহাওয়া সেটা দূষণ মুক্ত সুশীতল ও পরিছন্ন আবহাওয়ার কারনে এই হাওয়া অনেক উপকারী। এজন্যই বলা হয়েছে যে সকালের হাওয়া লাখ টাকার দাওয়া।তো
সালাদ আদায় করে বাড়িতে কিছু কাজ কাম করে বাজারে গেলাম বাজারে গিয়ে আমাদের ঔষধের দোকান খুলে বসে পড়লাম।দোকান বসে থাকতে থাকতেই ৯.০০ টা বেজে গেলো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে হালকা কাজ করে গোসল করে নিলাম। গোসল শেষ করে খাওয়া করে নিলাম। খাওয়া শেষে রেডি হয়ে বাইক নিয়ে শহরের উদ্দেশ্য রওয়ানা দিলাম।ছোট ভাইকে ওর পেট ব্যথার যে পরীক্ষা চিকিতসক দিয়েছে পরীক্ষা নিরীক্ষা করতে। তো আজকে ছয়টা পরীক্ষা হলো বাকি দুইটা পরীক্ষা আগামীকাল হবে।তো বাকি পরীক্ষা না হওয়ার কারনে ছোটো ভাইটাকে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর আমার এক ছাএ
IMG_20201003_160305.jpg
মোবাইলে কল দিয়ে বললো স্যার আপনি কোথায় আপনাকে নিয়ে ব্যাংকে যাব ও আসলে ওকে নিয়ে ব্যাংকে গেলাম ওখানকার কাজ শেষ করে। আবার আাজকেও একটু আমাদের দোকানের জন্যে ঔষধ কিনে নিলাম যে দোকানে পাইকারী ওষুধ কিনি আমি সেই দোকান থেকে ঔষধ গুলো নিলাম। ওখান থেকে বেরিয়ে গেলাম এক বন্ধুর অফিসে বন্ধুর সাথে দেখা করে কথাবার্তা বলে নাস্তা করে। তার পরে সেখান থেকে বাইক নিয়ে গেলাম কাছারিতে সেখানে এক বড় ভাইয়ের সাথে দেখা করে চা পান করে কথাবার্তা শেষ করে।গেলাম এক দোকানে একটা হেলমেট ও একটা সানগ্লাস নিলো আমার ছাত্র টা।এগুলো খরচ শেষ করে বাড়িতে রওয়ানা দিলাম। বাড়িতে ফিরে এসে

IMG_20201003_135540.jpg

জোহরের নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করে ছাত্রটি সহ দুপুরের খাওয়া করে নিলাম। খাওয়া শেষে একটু পরে ছাত্র টা বাড়ি চলে গেলো। আমি ও একটু বিছানায় গিয়ে শুয়ে শুয়ে একটু বিশ্রাম নিলাম।বিছানা ছেড়ে উঠতেই আসরের আজান হলো ওজু করে আসরের নামাজ আাদায় করে গরুগুলোকে বিকেলের খাবার খেতে দিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে রেডি হয়ে বাইক নিয়ে গেলাম এক আত্মীয়র বাড়িতে সেখানে গিয়ে মাগরিবের নামাজ আাদায় করে নাস্তা করে খাওয়া দাওয়া শেষে কথাবার্তা শেষ করে বাড়িতে রওয়ানা দিলাম। পতিমধ্য এক ভগিনী পতির দেখা ওনার সাথে কথা বলে চা পান করতে করতেই হঠাৎ বৃষ্টি শুরু হলো তো সেখানে প্রায় ৯.০০
IMG_20200928_103425.jpg
টা বেজে গেলো। চিন্তা ঐ বৃষ্টি তাড়াতাড়ি ছাড়বেনা তাই বৃষ্টিতেই রওয়ানা দিলাম। আমার বাজারে আসার পর দেখলাম দোকান খোলা রেখে বাবা বাড়ি ফিরে গেছে আর তখন আমি এক রোগীর বাড়িতে গিয়ে ইনজেকশন দিয়ে দোকান ফিরে এক আসলে তাকে ঔষধ দিয়ে দোকান বন্ধ করে বাড়িতে এসে গরু গুলো কে রাতের খাবার খেতে দিয়ে ওজু করে এশারের নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে ঘরে ঢুকে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে বিভিন্ন নিউজ দেখা শেষ করে ঘুমিয়ে পড়লাম।
Introduction post : my introduction post to steem newcomers community

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

ধন্যবাদ কন্টিনিউ কাজ করে যাওয়ার জন্য

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64106.00
ETH 3129.71
USDT 1.00
SBD 4.16