CONTEST :My own handmade papercraft! Submission By @shopon700 (28.06.2021)

in Zero to Infinity3 years ago

আসসালামু-আলাইকুম।


হ্যালো বন্ধুরা, আমি @shopon700 🇧🇩বাংলাদেশ থেকে। আজ আমি Zero to Infinity কমিউনিটিতে নিজের হাতে তৈরি ওয়ালমেট নিয়ে পেপারক্র্যাফট প্রতিযোগিতায় অংশগ্রহন করতে যাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন।



My Own Handmade Papercraft: Wallmate.

IMG20210627182106.jpg

IMG20210627181806.jpg

পেপার ক্রাফট তৈরি করা একটি আনন্দদায়ক ও শখের কাজ। এই কাজটি করতে যেমন পরিশ্রম রয়েছে,তেমনি নতুন কিছু সৃষ্টিতে অনেক আনন্দও রয়েছে। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি। আপনারা চাইলে আমার এই নিচের পদ্ধতিগুলো অবলম্বন করে তৈরি করতে পারেন এই সুন্দর পেপার ক্রাফট ওয়ালমেটটি।



প্রয়োজনীয় উপকরণ:

১। সাদা, হলুদ ও আকাশী রঙের কাগজ।
২। স্কেল।
৩। কাঁচি।
৪।গাম/আঠা
৫। একটি মোটা শক্ত কাগজ।
৬। পেন্সিল।

IMG20210627092057.jpg



এই পেপার ক্রাফট ওয়ালমেট তৈরির ধাপসমূহ:

ধাপ-১

IMG20210627093614.jpg

IMG20210627093645.jpg

IMG20210627162951.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে মুড়িয়ে পাইপ তৈরি করে নিয়েছি। কাগজের শেষ প্রান্তে আঠা দিয়ে আটকে দিয়েছি যাতে পাইপের কাগজটি খুলে না যায়। এরপর পাইপের দুই প্রান্ত কেচি দিয়ে সমান ভাবে কেটে নিয়েছি।



ধাপ-২

IMG20210627163111.jpg

IMG20210627163438.jpg

এরপরে হলুদ কালারের কাগজ নিয়ে ৮×৮ সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এরপর আকাশী রঙের কাগজ থেকে ৬×৬ সেন্টিমিটার করে কেটে নিয়েছি।



ধাপ-৩

IMG20210627163714.jpg

IMG20210627164913.jpg

IMG20210627165211.jpg

এরপরে এই কাগজগুলোকে ফুলের পাপড়ি বানাতে ভাঁজ করে দুই পাশে আঠা দিয়ে আটকে নিয়েছি। এভাবে সবগুলো কাগজের টুকরো পাপড়ি বানিয়ে নিয়েছি।



ধাপ-৪

IMG20210627165340.jpg

IMG20210627165628.jpg

IMG20210627165946.jpg

IMG20210627170201.jpg

এবার ৬×৬ সেন্টিমিটারের এবং ৪×৪ সেন্টিমিটারের আকাশী রঙের দুটি কাগজ দিয়ে ফুল তৈরি করে নিয়েছি। আমার কাগজের তৈরি ওয়ালমেট এর সৌন্দর্য বৃদ্ধিতে এই ফুলটি বিশেষ ভূমিকা পালন করেছে।



ধাপ-৫

IMG20210627170353.jpg

IMG20210627170625.jpg

IMG20210627170727.jpg

এবার ফুলের মাঝের অংশের সৌন্দর্য বৃদ্ধিতে একটি হলুদ রঙের পেপার লম্বা ও সরু ভাবে কেটে নিয়েছি। এরপর কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই কাগজটি ধীরে ধীরে মুড়িয়ে নিয়েছি এবং শেষের অংশের সাথে আঠা দিয়ে আটকে দিয়েছে। এভাবে ফুলের মাঝে অংশটি তৈরি করে নিয়েছি।



ধাপ-৬

IMG20210627171022.jpg

IMG20210627171140.jpg

IMG20210627171523.jpg

ওয়ালমেটের সৌন্দর্য বৃদ্ধিতে ও নতুনত্ব সৃষ্টি করতে এখানে আমি কিছু ভিন্ন ভিন্ন কাগজ কেটে নিয়েছি। এ কাগজগুলো ওয়ালমেটের সৌন্দর্যের নতুনত্ব সৃষ্টি করেছে।



ধাপ-৭

IMG20210627170832.jpg

IMG20210627172409.jpg

IMG20210627173100.jpg

IMG20210627173402.jpg

এরপর আমি এই ওয়ালমেট তৈরি করার জন্য পূর্বে একটি শক্ত কাগজ নিয়ে রেখেছি এবং এই কাগজের উপরের অংশকে উজ্জ্বল করতে আঠা দিয়ে একটি পরিষ্কার কাগজ বসিয়ে নিয়েছি। এরপর আমি পূর্বে তৈরি করা ফুলের পাপড়ি গুলো আঠা দিয়ে আটকে দিয়েছি এই শক্ত কাগজ টির উপর। এভাবে আমি আস্তে আস্তে পাপড়ি গুলো বসিয়ে নিয়েছি।



ধাপ-৮

IMG20210627173527.jpg

IMG20210627173655.jpg

IMG20210627173936.jpg

এবার আমি পূর্বের তৈরি করে রাখা ফুলগুলোকে একটির মধ্যে আরেকটি আঠা দিয়ে আটকে দিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে যেন একটি থেকে আরেকটি বিচ্ছিন্ন হয়ে না যায়। এরপর আমি আমার ওয়ালমেটের পূর্বে বসানো পাপড়ি গুলোর মাঝখানে এই ফুলটি বসিয়ে দিয়েছি।



ধাপ-৯

IMG20210627174954.jpg

IMG20210627175242.jpg

এরপর আমি পূর্বে তৈরি করে রাখা পাইপগুলো দিয়ে একটি ফ্রেম তৈরি করে নিয়েছি।যাতে আমি পরে এই ফ্রেমের উপর ওই শক্ত কাগজটি বসাতে পারি। এই ফ্রেমটি ওয়ালমেটটিকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করবে।



ধাপ-১০

IMG20210627175552.jpg

IMG20210627175704.jpg

IMG20210627180902.jpg

এরপর আমি ওয়ালমেটের সৌন্দর্য বৃদ্ধির জন্য পূর্বে তৈরি করে রাখা লম্বা ডিজাইনের কাগজটি আঠা দিয়ে আটকে দিয়েছি। মাঝের অংশে বড় কাগজটি দিয়েছি এবং দুপাশে ছোট কাগজ দুটো দিয়েছি।



ধাপ-১১

IMG20210627182121.jpg

IMG20210627181802.jpg

IMG20210627182049.jpg

উপরের এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমি আমার নিজ হাতে এই ওয়ালমেট তৈরি করেছি।আশা করি আপনাদের ভাল লেগেছে। আপনারা চাইলে সহজেই আমার এই ওয়ালমেটটি তৈরি করতে পারেন।



উপরের ছবিগুলো তুলতে আমি Oppo-A12 ফোনের ক্যামেরা ব্যবহার করেছি।



Cc:
@tarpan
@zero-to-infinity
@sandysparkle
@josegonzalito
@boss75

Thanks Everyone.

Specially Thanks @zero-to-infinity
to arrange this Contest.

Sort:  

Great Work 👌👌

Keep posting and stay with our community .

Thank you

Thanks sir.

Welcome

This is amazing! Thanks for sharing with us!

Thank you for visiting and appreciating my post.

You're welcome @shopon700, you know I've something from you!

You have been upvoted by @tarpan A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.

Thanks for visit my post @steemcurator07. And also thanks @tarpan

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 60313.79
ETH 2889.34
USDT 1.00
SBD 2.47