বিনা পরিশ্রমে বিনা খরচে যে উদ্ভিদ থেকে প্রচুর ফসল পাওয়া যায়

in Zero to Infinity3 years ago (edited)

আসসালামু আলাইকুম,
স্টিমিয়ান বন্ধুরা কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন।

সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার অগ্রীম প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন।

ইদ-মোবারক

বন্ধুরা আপনারা তো জানেন যে পরিশ্রম ও যত্ন ছাড়া কোনকিছু অর্জন করা সম্ভব না। এমন কি কোন গাছে বা ক্ষেতে পরিশ্রম ও যত্ন ছাড়া বা খরচ ছাড়া ফল বা ফসল পাওয়া সম্ভব নয়।

আজকের এই কমিউনিটির পোস্টে এমন একটি উদ্ভিদের কথা বলবো যা থেকে বিনা পরিশ্রমে বিনা খরচে বিনা যত্নে বচরকে বছর ফসল পেয়ে যাবেন এবং তা বাড়ীতে খাওয়ার পরও হাজার হাজার টাকা বিক্রয় করতে পারবেন।

এমন সব্জি জাতীয় উদ্ভিদের নাম হলো সজনে গাছ।

moringa-oleifera-320291_1920.jpgSource

বাংলা নাম-
সজনে বা সজনা বা সজিনা

ইংরেজি নাম-
Drumstick tree

বৈজ্ঞানিক নাম-
Maringa Oleifera

IMG_20210718_155904.jpgLocation

সজনে গাছ লম্বায় ৫ থেকে ১০ মিটার পর্যন্ত হতে পারে।গাছ যত বড় হবে ফল তত বেশি হবে।

IMG_20210718_155924.jpgLocation

সাধারনত বছরে একবার গাছে সজনে ধরে এবং প্রচুর পরিমানে ফসল হয়।কোন যত্ন ও পরিশ্রম ছাড়া।

IMG_20210718_155945.jpgLocation

সজনে দেখতে কাঁচা সবুজ জাতীয় লম্বা একটি সব্জি।
যার পরিধি ৫ থেকে ১০ সেন্টিমিটার ও দৈর্ঘ্য ৩০ থেকে ৪০ সেন্টিমিটার।

IMG_20210718_160121.jpgLocation

সজনে অত্যন্ত একটি পুষ্টিকর সব্জি জাতীয় বা তরকারি জাতীয় ফসল।

IMG_20210718_160134.jpgLocation

সজনে সাধারনত তিন প্রকার। যথা-নীল,শ্বেত ও রক্ত সজিনা।

IMG_20210718_160228.jpgLocation

সজনে শুকিয়ে বীজ বের করে সেই বীজ রোপণ করে গাছ তৈরি করে ফসল ফলাতে দুই তিন বছর সময় লাগে।

IMG_20210718_160256.jpgLocation

কিন্তু পুরানো গাছের ডালপালা বা শাখা কেটে যেকোন জায়গায় বা যেকোন মাটিতে গেঁড়ে বা বসিয়ে দিলেই গাছটি পাতা বের হওয়া শুরু হয়।

IMG_20210718_160341.jpgLocation

সজনের গাছের শাখাটি মাটিতে লাগানোর একবছরের মধ্যে সজনে ধরা শুরু হয়।

IMG_20210718_160704.jpgLocation

কোন সার বা কীটনাশক কিছুই প্রয়োগ করতে হয় না এই সজনে গাছে, তাতে প্রচুর ফসল পাওয়া যায়।
বাসায় খাওয়া যায় বিক্রিও করা যায়।

ফটো সংগ্রহ

ফটো তোলাএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
স্থানলেবু ম্যানসন,ভেন্ডাবাড়ী, রংপুর,বাংলাদেশ
তারিখ১৮/০৭/২০২১
সময়বিকাল ৪ঘটিকায়

তো বন্ধুরা এতোক্ষন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ

ধন্যবাদান্তে
@doctorstrips

Sort:  

image.png

Nice to read your post .

Keep posting and stay with our community .

Thank you

You have been upvoted by @tarpan A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32