1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 14/10/2020

in Steem Bangladesh4 years ago

আচ্ছালামু আলাইকুম ভাই ও বোনেরা। আশা করি আল্লাহ তায়ালা সবার উপর রহমতে সবাই ভালো আছেন।

Morning.

‌আজকেও আমি ঘুম থেকে ৬.০০ উঠে উঠে হয়ে গেলো । আজকে সকালে ঘুরতে বের হলাম। অনেকটা সময় ঘুরার পর বাসায় এসে কিছু সময় ঘুমিয়ে নিলাম তারপর। ঘুৃম থেকে উঠে নিজের ঘর গুছালাম । গুছিয়ে নিজেকে গুছিয়ে নাসতা করতে বসলাম। নাসতা করে দিনের শুরু করলাম।

দুই বন্ধু মিলে সকালের রোদের আরাম উপভোগ করা। ( Location : Saidpur,Nilphamari)

IMG_20201012_093215.jpg

IMG_20201012_074218.jpg

তারপর মা সাথে বাসার কিছু কাজ করলাম। তারপর নিজের ভবিষ্যতর কথা চিন্তা করে কিছু সময় পড়ার জন্য বসে পড়লাম। আমি নিজের পড়া ভাগ করে নেই সব সময় যাতে করে পড়তে কোন অসুবিধা মনে না হয়। পড়াকে আমি দুই ভাগে ভাগ করে ফেলি। কিছু অংশ দিনের বেলা সকলে ঘুম থেকে উঠে। আর বাকি অংশ মাগরিপের সালাত এর পড়ে। আমি সাধারণত এই ভাবে নিজের সময়কে কাজে লাগাই। সকালে আমি কম করে হলেও দুই ঘন্টা সময় দেই।

পড়া শেষ করে ঊঠলাম । তারপর কিছু সময় মোবাইল টিপাটিপি করালম। বাবা মোবাইল করে দোকানে ডাকলেন। দোকানে যায়ে কিছু সময় বসে থাকে বাবার বাজারেট কাজে কারে দিলাম । কাজটি করে সজা বাসায় চলে এলাম। কারণ নামাজের সময় হয়ে গেলো। নামাজ পরে আবার দোকানে গেলাম বাবাকে বাসায় পাঠায় আমি দোকানে বাসলাম।

Noon

বাবা কিছু সময় পর দোকানে গেলেন তারপর আমি বাসায় আসার পর খাওয়া করলাম। কিছু সময় মোবাইলে ঘাটাঘাটি করে ঘুমিয়ে পরলাম।

Evening.

বিকেলের আযানের পর সালাত আদায় করে নিলাম। বিকালে শুধু দুইটাই কাজ। একটি হলো বাগানে যায়ে গাছকে পানি দেওয়া। তাই তারাতারি পানি দিয়ে দিলাম। খেলতে গেলাম আজকে দুই দিন পর ।

সবুজরের খেলা Money plant গাছের মাঝে। (Location: Saidpur,Nilphamari )

IMG_20201014_230234.jpg

IMG_20201014_230230.jpg

Night

মাগরিপের আযান পরে যায় এবং সালাত এর সময় হয়। আমি নিজের সালাত আাদায় করে। মা কিছু খাওয়া দিলো তা খায়ে শেষ করলাম। তারপর কিছু সময় পড়তে বসলাম। পড়া শেষ করে কিছু সময়ের জন্য বন্ধুদের সাথে বের হইলাম।

তারপর এশা এর সালাত এর সময় হলে। সালাত বাসায় আদায় করে নিলা। সালাত শেষ করে বাসায় আসলাম।

তারপর সবাই মিলে খেতে বসি। সবার খাওয়া শেষে আমার মাকে সবকিছু ঠিক করতে আমি সাহায্য করি।

তারপর নিজকে পরিচর্যা করে শুয়ে পরি। আর পরের দিনের কাজের শুরু নিয়ে ভেবে নেই। তারপর আল্লাহর কাছে প্রাথোনা করে ঘুমিয়ে পরি

Sort:  

Индия прекрасна глазами украинца;). А как с работой и ковид-19, на самом деле обстоят дела в Индии?

#onepercent #ukraine #ukr #affable

You have been upvoted by @rex-sumon A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 4 years ago 


Polish_20201009_015638739.jpg

Hi @tufan99 your post has been upvoted by @steem-bangladesh courtesy of @sm-shagor

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

 4 years ago 

If you power up 100% then you will get extra upvote Besides, you will use google location code in the pictures of your post. By doing this you can become a 'Lucky Day' winner.
Chech this post - 1000 DAYS OF STEEM : The Diary Game : It's Your Lucky Day & Photo locations

How do you make your post 100% power. Check out this post to find out.
How to do 100% power up. Take a look at that

How do you use google location code? See this post to know that.
A video has been made in Bengali about how to Find & use Google Plus Address ( code). Don't miss it

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68650.88
ETH 2429.74
USDT 1.00
SBD 2.37