Club5050 || Diary game - 11 December

in Steem Bangladesh2 years ago
  • December 11, 2021
  • Sunday



ডাইরি গেম



আশাকরি সবাই ভালো আছেন, আমিও আল্লাহ্ এর রহমতে ভালো আছি। কয়েকদিন আগে বৃষ্টি ছিল এবং আবহওয়া বেশ ঠান্ডা ছিল। আজকের আকাশ সকাল থেকেই তুলনামূলক ভালো ছিল। সকালে ওঠেই ফ্রেশ হয়ে নাস্তা খাই। সকালে সেমাই খেয়েছি। নানু বাড়ির পাশেই আমাদের জমি আছে। সেখানে ধান চাষ করা হয়েছে এবার।

IMG_20211204_153021.jpg

IMG_20211204_160915.jpg

কৃষকদের ধানের কাজের কিছু দৃশ্য https://w3w.co/sandblast.perused.conferred


আমরা তিনজন লোক নিয়েছিলাম ধান কাটা এবং মারাইয়ের জন্য। আসলে কৃষকরা কতটা অক্লান্ত পরিশ্রম করে তা তাদের সাথে না থাকলে বুঝা যায় না। সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত তারা কাজের উপরে থাকে। দুপুরে শুধু খাওয়ার জন্য কিছুটা বিরতি নেয়। তারা দুইদিনের জন্য আমাদের ধানের কাজ করবে। আমি সেখানে গিয়েছিলাম। তাদের সাথে আমিও কাজে সাহায্য করি।

দুপুরে আমি মামাদের বাড়িতে খাই। মামি টাকি মাছের ভর্তা এবং পুটি মাছ ভাজি করেছিল দুপুরের খাবারের জন‍্য। টাকি মাছ ভর্তা খুবই প্রিয় আমার। বিকেল তিনটার দিকে আমি বাসায় আসার জন্য রওনা দেই।

IMG_20211205_092837.jpg

গ্রামের একটি কাঁচা রাস্তা https://w3w.co/sandblast.perused.conferred

মাঝখানে কাচা মাটির রাস্তা এবং দুই পাশে গাছের সারি। রাস্তায় নিরিবিলিতে আমি হাঁটছিলাম। অন‍্যরকম এক অনুভূতি হচ্ছিল। শহরায়নের ফলে এসব মাটির রাস্তা এখন কমই দেখা যায়।

বাসায় এসে ফ্রেশ হই। এরপর কিছুক্ষণ বিশ্রাম করি। রাতে দেরিতে ঘুমাই তাই বিকেলের আগে প্রতিদিনই বিশ্রামের অভ‍্যাস।

সন্ধ্যার পরে টং দোকানে যাই। চা খাওয়ার অভ‍্যাস আছে তবে দিনে একবার অথবা দুইবার। চা খেলে কিছুটা রিফ্রেশ লাগে। এরপর বাসায় সে কিছুক্ষণ ট্রাভেলিং ব্লগ থেকে ট্রাভেলিং ব্লগের প্রতি আমার অন্যরকম আকর্ষণ।

IMG_20211211_190352.jpg

এরপর পিচ্চি ভাতিজার সাথে কিছুক্ষণ খেলা করি। সাড়ে সাতটা থেকে টিভিতে নিউজ দেখি। দেশের এবং বিশেষ খবর জানার জন্য নিউজ দেখা আমাদের প্রত্যেকেরই দরকার। আম্মু খাওয়ার জন্য ডাক দিলে খেতে যাই। আম্মু রাতের জন্য মলা মাছ রান্না করেছিল এবং সাথে ফুলকপি ভাজি ছিল। আমাদের বাসার পাশেই বাজার হওয়ার কারণে প্রতিদিনই টাটকা শাকসবজি এবং যাবতীয় কেনাকাটা করা যায়। রাত দশটা বাজলে আমি আমার ডাইরি গেম লেখা শুরু করি।



ধণ্যবাদ সবাইকে

Sort:  

It is good to enjoy pure nature like this. We have all been so much away from natural life.

 2 years ago 

Thanks for your comment

 2 years ago 

অসাধারণ ছিল ভাই গ্রামের দৃশ্য দুইটি।সুন্দর একটি ডাইরি উপস্থাপন করেছেন।

 2 years ago 

গ্রামের দৃশ্য বরাবরই ভালো লাগে

 2 years ago 

আপনার ফটোগ্রাফি সত্যি অসাধারণ।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

খুবই সুন্দর একটি দিন ছিল আপনার, কৃষকের ছবিটি অনেক সুন্দর হয়েছে

 2 years ago 

এই সময়ে কৃষকরা বেশি ব্যস্ত থাকে ধান কাটা কাজে

 2 years ago 

ব্যস্ততার মধ্যে দিয়ে পালিয়ে একটি দিন পার করেছেন। ভালো ডাইরি লিখেছেন। ছবিগুলো ভালো ছিল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

স্টীমিট ব্লগ আয়োজিত নমিনেশন পোস্টটি করিয়েন। শেষ তারিখ ১৯ ডিসেম্বর।
The Steemit Awards 2021

 2 years ago 

ঠিক আছে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67700.29
ETH 3795.87
USDT 1.00
SBD 3.50