Reviewing Beautiful Place - Manpura Island (Bhola)

in Steem Bangladesh4 years ago

আসসালামু-আলাইকুম!

  • আজ বৃহস্পতিবার,
  • ১৪ই জানুয়ারি ২০২১.


আমাদের ভোলা জেলার দর্শনীয় স্থান অনেকগুলো রয়েছে যদিও প্রত্যেকটি এরিয়াতে আমার যাওয়া হয়নি এখনো। তবে যেই সকল এরিয়াগুলোতে আমি ইতিমধ্যে গিয়েছি বা আমার নিজের জেলা যেহেতু তাই সেই বিষয়গুলো আজকে সকলের সাথে আমি উপস্থাপন বা শেয়ার করার চেষ্টা করবো। যদি কোন প্রকার ভুল-ভ্রান্তি হয় আমার পোস্টে মেহেরবানী করে ক্ষমা করবেন।

মনপুরা দ্বীপ

ভোলা জেলার দর্শনীয় স্থান

  • মনপুরা দ্বীপ
  • চর কুকরি মুকরি
  • জ্যাকব টাওয়ার
  • বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর
  • নিজাম হাসিনা মসজিদ।

মনপুরা নামে বাংলাদেশে একটি জনপ্রিয় চলচ্চিত্র রয়েছে যা ইতিমধ্যে জাতীয় পুরস্কার পেয়েছে। যারা সামাজিক চলচ্চিত্র পছন্দ করেন তরা হয়তো দেখেছেন চলচ্চিত্রটি। যাইহোক, বাংলাদেশের ভোলা জেলা অর্থাৎ আমার জেলার অন্তর্গত একটি বিচ্ছিন্ন ভূমি।
119418604_3509980089052970_3607904794108866035_o.jpg

ল্যান্ডিং স্টেশন, ছবি

মনপুরা দ্বীপের পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকে মেঘনা নদী প্রবাহমান আর দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। মনপুরা দ্বীপ থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল সুযোগ রয়েছে। এছাড়া এই দ্বীপে আছে হরিণের অভয়াশ্রম, মনপুরা ল্যান্ডিং স্টেশন এবং চৌধুরী প্রজেক্ট। মেঘনা নদীর ৫০০ মিটার ভেতরে মনপুরা ল্যান্ডিং স্টেশনটি তৈরি করা হয়েছে।

118358518_3460201300697516_4059644618253095550_o.jpg

ছোটখাটো ভেড়ার পাল, ছবি

বিকাল থেকে রাত পর্যন্ত স্থানীয় মানুষজন ও পর্যটকরা এখানে সময় কাটাতে আসেন। সত্যি নজরকাড়া সৌন্দর্য। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মতো সুন্দর জায়গা। বিশাল এলাকাজুড়ে বিস্তৃত পুকুর ও লেকের পাড় জুড়ে সারি সারি নারিকেল গাছ একটা বিকেল কাটানোর জন্য বেশ মোহনীয়।

107376209_876482949497460_6854725898664753124_o.jpg

মনপুরা লঞ্চঘাটে ইলিশের ঝুড়ি, ছবি

সাইক্লিং এবং ক্যাম্পিং করার জন্য মনপুরা দ্বীপ একটি আদর্শ জায়গা। সাইকেল নিয়ে নদী এবং সবুজের রাজ্যে হারিয়ে যাওয়া রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করে।

119144821_3512134748837504_7780044957221635974_o.jpg

লাইট হাউজ, ছবি

যাতায়াত ব্যবস্থা

বিছিন্ন দ্বীপ হওয়ায় মনপুরা দ্বীপে যাওয়ার একমাত্র বাহন হচ্ছে লঞ্চ। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন আপনাকে নদী পথে আসতে হবে।

IMG_20210114_204911.jpg

দ্রুতগামী এম.ভি তাসরিফ, ছবি

  • ঢাকার সদরঘাট থেকে এমভি তাসরিফ-১ এবং ফারহান এর কয়েকটি লঞ্চ প্রতিদিন বিকাল ৫ টায় হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে সকাল ৭ টা থেকে ৭ টা ৩০ মিনিটের মধ্যে মনপুরা দ্বীপে পৌঁছায়। লঞ্চের ডেক চড়ে যেতে জনপ্রতি ৩৫০ টাকা ভাড়া দিতে হয়।
  • প্রতিদিন বিকাল ৩ টায় তজুমদ্দিন থেকে সি-ট্রাকটি ছাড়ে আর মনপুরা থেকে সকাল ১০ টায় ফিরতে সি-ট্রাক ছাড়ে।
  • ভোলার চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকেও দুটি লঞ্চ মনপুরার জনতা বাজারের উদ্দেশ্যে যাত্রা করে।

  • মনপুরা রামনেওয়াজ লঞ্চঘাট থেকে দুপুর ২ টায় লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

খাওয়ার ব্যবস্থা

শীতকালে হাসেঁর মাংস ভূনা মনপুরা দ্বীপে খুবই জনপ্রিয় একটি খাবার। তাছাড়া যেহেতু চর এরিয়া সেহেতু মহিষের দুধের তৈরী দধি, নদীর টাটকা ইলিশ, বোয়াল, কোরাল এবং গলদা চিংড়ির স্বাদ নিতে পারেন। ছোটখাটো হোটেল রয়েছে সেখানে কম খরচে খাওয়ার ব্যবস্থাও রয়েছে।

কোথায় থাকবেন

মনপুরা দ্বীপে রাত্রি যাপনের জন্য ৩ টি প্রতিষ্টানের (সরকারি ডাকবাংলো, কারিতাস বাংলো এবং প্রেসক্লাব বাংলো) ডাকবাংলো আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ৩০০ থেকে ৫০০ টাকায় এই বাংলোগুলিতে রাত কাটাতে পারবেন। তবে আমার বাড়ি ভোলা সদরে হওয়ার কারনে আমরা সকালে পৌঁছে সন্ধ্যায় চলে এসেছি।

DSC_1642.JPG

শীতকালে মনপুরা দ্বীপ ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। শীতকালে মনপুরায় ক্যাম্পিং ভ্রমণে বাড়তি আনন্দের মাত্রা যোগ করে। যদি কেউ ভোলা জেলায় বেড়াতে আসেন তাহলে আমার অনুরোধ রইলো মনপুরা দ্বীপে ঘুরে আসার জন্য।

[বিঃদ্রঃ সব তথ্য একটি মানুষের পক্ষে জানা সম্ভব নয় তাই কিছু তথ্য গুগল থেকে সংগ্রহ করেছি]



From: #Bangladesh

Many thanks for giving the opportunity in this wonderful competition: @steemitblog.



Connect me on:
FacebookInstagram
Twitter Steemit

Thank You

PB8ro82ZpZP5xqHVTtgzxr9jRnPYTxeDK7ZMexdP1QdT79YteNJR9qRbw9B2XYYbJ7H2WvqLgnN2de2kPJXHQQtawm8pbvdVXv5XsxM8x4Y4VdKL.png

Sort:  

You have been upvoted by @toufiq777 A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 4 years ago 

Thank you so much.

 4 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @tarpan

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

 4 years ago 

Thank you.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74