Betterlife || THE DIARY GAME : 17/03/2021 || My life is going through difficult times || 100% Power UpsteemCreated with Sketch.

in Steem Bangladesh3 years ago

আসসালামু-আলাইকুম!

  • আজ বুধবার,
  • ১৭ মার্চ ২০২১.


সকাল

আলহামদুলিল্লাহ! ফজরের নামাজ আদায় করতে ঘুম থেকে উঠলাম আমার প্রিয়তমা স্ত্রীর ফোন পেয়ে। ফজরের সময়ে কিছুটা অলসতা কাজ করে শরীরে তবে নামাজ পড়তে হবে সেজন্য সকল প্রকার অলসতাকে পরিহার করে নামাজ পড়তে যাই। যাইহোক, মসজিদে গিয়ে অজু করে নামাজ পড়তে দাড়ালাম। কিছুক্ষণের মধ্যে নামাজ শেষ করে ইমাম সাহেবের নিকট হইতে কিছু ইসলামিক কথাবার্তা শুনে তারপর মুনাজাত করে মসজিদ থেকে বের হলাম। ফজরের নামাজ আদায় করে হাটাহাটি করা আমার প্রতিদিনের অভ্যাস এবং ভালো লাগে। হাটাহাটি শেষ করে বাসায় চলে আসার আগে আমি আমার প্রিয়তমা স্ত্রীকে ফোন করি এবং তার সাথে কথাবার্তা বলতে থাকি। আমার প্রিয়তমা স্ত্রীর সাথে কথাবার্তা বললে আমার মন কোনো কারনে খারাপ থাকলেও তা খুব দ্রুত ভালো হয়ে ওঠে। কারন তাকে যে আমি অনেক বেশি ভালোবাসি।

IMG_20210302_101254.jpg

প্রোটিনের যোগান দিচ্ছিলাম, R9GR+FC Dhaka

যাইহোক, বাসায় এসে ডিম সিদ্ধ দিলাম খাওয়ার জন্য (গ্রাম থেকে নিয়ে আসা হাঁসের ডিম)। ডিম সিদ্ধ হওয়ার কিছুক্ষণ পরে ডিম খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আজকে সরকারি ছুটি সেই সুবাদে আমাদেরও অফিস বন্ধ। প্রায় ২ ঘন্টার ঘুমিয়ে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি এবং সকালের নাস্তা করেছি, সকালে নাস্তা বানানোর মতো কেউ নেই তাই বাজার থেকে নিয়ে আসা টোস্ট বিস্কুট গুলো নাস্তার সামগ্রী হিসেবে খেয়ে থাকি আমরা।

দুপুর

দুপুর ১২.২০ মিনিট, আমি বাজারে গিয়ে কিছু তরকারি কিনে আনলাম। তরকারি/সবজির দাম কিছুটা বাড়া শুরু করেছে। যাইহোক, আমি টমেটো, বেগুন এবং চিচিঙ্গা কিনে বাড়ি ফিরলাম। বাসায় এসে দ্রুত ওয়াশরুমে গিয়ে গোসল করি।

IMG_20210313_150411.jpg

সামনে দুপুরে খাবার, R9GR+FC Dhaka

নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম মসজিদের জন্য। নামাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হলাম। অনেক ক্ষুধা পেয়েছিল তাই দেরি না করে দুপুরের খাবার খেয়ে নিলাম আমি। খাবার খাওয়া শেষ করে আমি বিছানায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম যেহেতু তেমন কোন কাজ ছিল না।

বিকেল

বিকেলে আসরের নামাজ আদায় করতে মসজিদে গেলাম এবং নামাজ আদায় করি। নামাজ শেষ করে আমি বাহিরে কিছুক্ষণ হাটাহাটি করছিলাম। একটু কেমন জানি ঘুম ঘুম পাচ্ছিল তাই রাস্তার পাশের একটি দোকান থেকে আমি রং চা খাই।

IMG_20210302_163610.jpg

ঘুম কাটানোর কিছুটা চেষ্টায়, R9GR+PH Dhaka

অন্ধকার ঘনিয়ে আসছে চারদিকে। মসজিদের কাছাকাছি চলে আসছি আমি এবং কিছুক্ষণের মধ্যে মাগরিবের নামাজের আজান হচ্ছে মসজিদে। আমি মসজিদের অজুখানায় গিয়ে দ্রুত অজু করে মসজিদে প্রবেশ করলাম। হঠাৎ ফোন আসলো বাড়ি থেকে আমার মা অনেক অসুস্থ, তার শারীরিক অবস্থা খুবই খারাপ এবং মুহূর্তের মধ্যে মনটা ছোট হয়ে গেলো আমার।

সন্ধ্যা

মাগরিবের নামাজ আদায় করে মসজিদে কিছুক্ষণ বসে ছিলাম। মনটা খারাপ ছিলো আমার মায়ের জন্য কারণ তার শরীরটা বেশ খারাপ। মসজিদ থেকে বের হলাম এবং নিজেকে শান্ত রেখে আমার মাকে ফোন করি। তার সাথে কথাবার্তা বলার সময় নিজের কান্না ধরে রাখতে পারলাম না আমি। মনটা ভীষণ খারাপ লাগতাছিল আমি বাসায় এসে রুমের মধ্যে চুপচাপ সুয়ে ছিলাম।

রাত

এশার নামাজ আদায় করি এবং এরপর বাসায় এসে আমি সময় পার করার জন্য কিছুক্ষণ আমি ইউটিউব ব্রাউজ করলাম (মূলত আমি ইসলামিক গান শুনছিলাম)।


ইসলামিক গান শুনছিলাম হলি টিউন চ্যানেলে, R9GR+FC Dhaka

যাইহোক, কিছুক্ষণ পরে আমি আর আমার ছোট ভাই একসাথে রাতের খাবার খাই। খাবার খাওয়া শেষ করে আমার প্রিয়তমা স্ত্রীকে শুভ রাত্রি এসএমএস পাঠিয়ে আমি ঘুমিয়ে পড়ি।

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

Thank you.

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

Thank you

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67033.58
ETH 3521.90
USDT 1.00
SBD 3.20