Betterlife || THE DIARY GAME : 12/03/2021 || Enjoyable Experience || 100% Power Up
আসসালামু-আলাইকুম!
- আজ শুক্রবার,
- ১২ মার্চ ২০২১.
সকাল
ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠলাম এবং নামাজ আদায় করার পর বাসায় এসে আজকে ঘুমালাম না কারণ অফিসে যেতে হবে। আজকে যদিও অফিস বন্ধ তারপরও অফিসের পিকনিক রয়েছে সেজন্য। প্রতিবছরই আমাদের অফিস থেকে একবার পিকনিকে যাই তবে এ বছর একটু বেশি দেরি হয়ে গেছে করোনা এই প্যানডেমিক পরিস্থিতির কারণে। যাইহোক, আমরা আশুলিয়া সাভার এর জিরাবোর একটি এলাকার বর্ণচ্ছটা রিসোর্ট নামের একটি রিসোর্টে আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা হলাম সকাল ৮.২০ মিনিটে।
প্রায় ৪ টি বাস রওনা হচ্ছে পিকনিকের উদ্দেশ্যে পিকনিক স্পটে। বাসের মধ্যে অনেক গান এবং আনন্দ করেছি আমরা যেতে যেতে। সকালের নাস্তা করিনি তাই অনেকটা ক্ষুধাও লেগেছিল। পিকনিক স্পটে আমাদের পৌছাতে প্রায় ৯টা ৪০ বেজে গিয়েছে। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের মত গাড়ি চলেছে আমাদের এবং আমরা পিকনিক স্পট আমরা পৌঁছেছিলাম।
পিকনিকের রিসোর্টটা এতটা সুন্দর ছিল চারপাশে সুন্দর সুন্দর গাছ এবং নানা ধরনের উদ্ভিদ সেখানে ছিলো। প্রতিটি গাছের পাশে উল্লেখ করা আছে যে গাছ এবং ফুল ছেড়া নিষেধ, এই বিষয়টা আসলে যে কারো নজর কেড়েছে বিশেষ করে আমার।
ছেলে এবং মেয়েদের জন্য আলাদাভাবে গেস্ট রুমের ব্যাবস্থা ছিল, আমরা নিজেরাই অর্থাৎ চারজন মিলে একটি রুম দখল করি এবং সেখানে আমরা আমাদের ড্রেস গুলো চেঞ্জ করি।
এরপর চলে আসলাম ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। নাস্তার আয়োজনে বেশ ভালো ছিলঃ লুচি (পরটা), খাসির মাংসের সাথে ভুনা ডাল, হালুয়া, ডিম সিদ্ধ, পেঁপের জুস এবং পানি। এরপর একঘন্টা ম্যানেজমেন্ট এর সেশন হয়েছে। বিভিন্ন ধরনের আওয়ার্ড, আমাদের টার্গেট এবং ২০২১ এর যাবতীয় বিষয় সম্পর্কিত সেখানে আলোচনা হয়েছে। ম্যানেজমেন্টের সেশন শেষ হওয়ার পরবর্তী সময়েটাতে আমাদের দুটো গ্রুপ মিলে ফুটবল খেলার পরিকল্পনা ছিল বেশ আগে থেকে এবং সেই খেলা অনুষ্ঠিত হবে সেখানকার রিসোর্টের সুন্দর মাঠে। কফি, ভাপা পিঠা, চিতই পিঠার আয়োজন ছিল আমাদের সকলের জন্য।
দুপুর
যেহেতু আজকে পবিত্র জুম্মার দিন। আশেপাশে মসজিদ তেমন একটা চিনিনা তাই নিকটস্থ যে মসজিদ কাছাকাছি আজ আছে ওই এরিয়ার একজনকে সাথে করে আমরা বেশ কয়েকজন মিলে জুমার নামাজ আদায় করতে মসজিদের রওনা হই। এবং নামাজ দ্রুত শেষ করে পুনরায় আমরা চলে আসি পিকনিক স্পটে। সেখানে দেখলাম আমাদের ইতিমধ্যে চলাকালীন ফুটবল খেলা হচ্ছিল যেটা আমরা আসার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে শেষ হয় এবং ফুটবল খেলা শেষ হওয়ার পর বিজয়ীদল ঘোষণা করা হয়।
কিছুক্ষণ পরে যে যার মত সুইমিং পুলে গোসল করতে আরম্ভ করেন এবং আমিও গোসল করতে আরম্ভ করলাম আমার টিম সহ। সুমিং এবং গোসল করার পর আমরা প্রস্তুত হয়ে হল রুমে চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। খাবার বেশ ভালো ছিলো। খাবারের আয়োজনে ছিলোঃ খাসির কাচ্চি, মরুগির রোস্ট, কাসিনো সালাদ, নরমাল সালাদ, টিকা কাবাব, আলুবোখারা, পানি এবং ড্রিংকস।
বিকেল
একজন মুসলিম হিসেবে নামাজ আমাদের জন্য অবশ্যই বাধ্যতামূলক তাই পিকনিকে আনন্দ করবো স্বাভাবিক, যদি সেই সুবাদে নামাজ যদি মিস করি বিষয়টা খুবই দুঃখজনক। যাইহোক, আমি আমার মত আসরের নামাজ আদায় করার জন্য আমাদের কাঙ্খিত গেস্ট রুমে গিয়ে নামাজ আদায় করেছি যেহেতু মসজিদ অনেকটা দূরে ছিল।
বিকেল থেকে কালচারাল প্রোগ্রাম শুরু হয়েছে। নানান ধরনের কালচারাল প্রোগ্রামের আয়োজন ছিলোঃ নাচ, গান, এবং বিভিন্ন ধরনের অভিনয় দিয়ে শুরু হয়েছিল আমাদের কালচারাল অনুষ্ঠানটি।
সন্ধ্যা
বিকেল থেকেই হালকা স্ন্যাক্স এর ব্যবস্থা ছিল চটপটি-ফুচকা, কফি এবং জিলেপি। ইচ্ছেমতো খাওয়ার সুযোগটা ছিল সেখানে। যাইহোক, আমি হালকা নাস্তা করে মাগরিবের নামাজ আদায় করলাম।
আমাদের পিকনিকের সর্বশেষ চকম হিসেবে উড়নচণ্ডী ব্যান্ড এর গানের ব্যবস্থা ছিলো এবং তাদের গানের মাধ্যমে আমাদের পিকনিকের সমাপ্তি ঘটে।
রাত
যাবতীয় সকল প্রোগ্রাম শেষ করে রাত আটটার দিকে আমরা পিকনিক স্পট থেকে রওনা করি বাসে করে। প্রতিটি বাস আলাদা আলাদা করে রুট করা হয়েছিল সকলের সুবিধার্থে। যাইহোক, গাড়িতে করে আমি আমার কাঙ্খিত স্থানে পৌছালাম এশারের নামাজ আদায় করা সম্ভব হয়নি তাই মসজিদে প্রবেশ করে একা আমি এশারের নামাজ আদায় করলাম। শরীরটা অনেক ক্লান্ত ছিল তাই বাসায় এসে আমি আমার প্রিয়তমা স্ত্রীর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ঘুমিয়ে পড়লাম।
Tweet Link: https://twitter.com/sumoncantt/status/1370891016933232642?s=19
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you.
Impossibly good design. In a word, impeccable. After a long time I saw a good picture design. In the twenty-first century, such a picture has never come before. Impeccable and extraordinary. Not only sound education but his alertness and dedication too are most required. This is a really great picture. Extraordinary facial expressions and eye sight. The light naughty smile on the sweet face made the look even more revealing. Not to mention the hair style, and the color of the dress as well as the design. All in all, it looks amazing. I have never seen such a pose before. The extraordinary background of the film has touched my mind. The image has been used extensively by the camera. Focused and framing in the right way from the right place. Thanks also to the person who took this picture. And the editing of this photo has further enhanced the greatness of the photo. This picture will cause model violence. I can see so many beautiful pictures because of the combination of great models, photographers, locations and edits. People on Facebook and all over the world want to see such pictures again. Finally, I want to say some emotional things. First of all, I would like to say that it was not an easy task to comment on the post. Everyone around me has helped me to comment on this post. As a developing country in the Third World, we are moving towards an uncertain future as the imperialists turn a blind eye and become victims of bureaucratic complications; Right then, standing in that very moment, in the middle of this picture of yours, I find a possibility to push the darkness forward. And a subtle message against the acceptance of intellectual slavery to foreign banians. This picture of yours may be the inspiration for us to stand up against IS. Maybe the inspiration to win the 2019 World Cup. This picture may be the reason for the love of the new Laily Majnoor of 2050. This picture of yours may be the inspiration of the first Oscar winning picture of Bangladesh, this picture of yours can change any context of social, political, economic, cultural, in a blink of an eye. I realized from looking at your picture that there is no need to go too far for this, my idea is to do all the famous critics of the world together but this picture will not be able to catch any mistake ,,,, I will tell you one thing not to give so many beautiful pictures in the future, everyone around me People have helped me to comment on this post by sweating. First of all I would like to thank Sir Mark Zuckerberg for this. Without him I would not be able to comment on this post today. I will thank my grandfather. If he was not born, my father would not have been born. And if my father was not born, I would not have been born. And if I was not born, I could not comment on this post. I want to thank my shoe laces. I survived a major accident. I can't write anything anymore because, I can't appreciate it again. I can't write more comments. My hand is shaking when I can comment on your post. Tears are flowing from my eyes with joy and emotion. I will need tissue paper again later. I could not write much due to lack of time.
You have been upvoted by @toufiq777 A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,
For general information about what is happening on Steem follow @steemitblog.
Thank you.