My Entry for the Photography and writing contest
Location- 8XHC+JC4 Katla, Bngladesh
আমি অবসর সময়ে ঘুরতে খুব পছন্দ করি। তাই যখনই অবসর সময় পাই, আমি চেষ্টা করি কাছে কিংবা দূরের কোনো জায়গায় ভ্রমণ করার। এবার ঈদের ছুটিতে আমি বেশ কয়েকদিন ছুটি পেয়েছিলাম। ঈদের ছুটিতে আমি বাড়ি এসেছিলাম। ভাবছিলাম কোথাও ঘুরতে যাবো। আর তখনই আমার বন্ধু জানালো যে তার বিয়ে। আমি বন্ধুর বিয়েতে গিয়েছিলাম। আমার বন্ধু যেখানে থাকে, জায়াগাটি খুব সুন্দর। প্রাকৃতিক দৃশ্যের সমারোহ আছে এখানে। প্রথম ছবিটি সেখান থেকেই তুলেছিলাম।
Location- 8XCF+C28 Katla, Bngladesh
প্রাকৃতিক দৃশ্যের এই ছবিটির লোকেশনও আমার বন্ধুর বাড়ি থেকে খুব কাছে। আমার খুবই ভালো লেগেছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। যদিও বিয়ের অনুষ্ঠানের কারণে বেশি ঘুরতে পারিনি, তবে আমি সময় পেলে আবারও চেষ্টা করবো এখানে ভ্রমণ করার।
Location- 9XRR+8G7,Birampur, Bangladesh
এই ছবিটি তুলেছিলাম অটো রিক্সায় করে বন্ধুর বাড়ি যাওয়ার সময়। অল্প বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টির কারণে রোডটি চকচক করছিল, রোডে কোনো ধূলা-বালি ছিল না।
Location-MW8F+FVXParbatipur,Bangladesh
বিস্তৃত ধানক্ষেতের সামনে দাঁড়িয়ে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। ধানক্ষেতটি পার্বতীপুর ক্যানেলের পশ্চিম দিকে অবস্থিত। ছবিটি বিকেল বেলা তুলেছিলাম।
Location-MW8G+V39Parbatipur,Bangladesh
পার্বতীপুর ক্যানেলের একটি সুন্দর দৃশ্য। এখানকার পরিবেশ খুবই মনোমুগ্ধকর। অবসর সময়ে কিংবা পড়ন্ত বিকেলে ক্যানেলের পাড়ে বসে থাকলে মন সতেজ হয়ে যায়। আমাদের পার্বতীপুর শহরে অনেক গাছপালা আছে, অন্য কোথাও আমি এরকম প্রাকৃতিক সম্পদের সমারোহ দেখিনি বললেই চলে। তাই আমি আমার শহরকে খুব ভালোবাসি।
আমি আমন্ত্রণ জানাচ্ছি @mammasitta এবং @jamesqube কে।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!