Music contest -Tomar Jonno
Tomar Jonno
Album Name - Hok Kolorob
Singer - Arnob
Song by Shayan Chowdhury Arnob
Lyrics
তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো
তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো
ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে
তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা
তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা
ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে
ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে
You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
For general information about what is happening on Steem follow @steemitblog.
Thanks for your support
অনেক সুন্দর হয়েছে গান টি।
Thanks
সুন্দর হয়েছে দাদা
সব আপনার পরামর্শ শুনার ফল
Onek sundor akti song 💙
শুনে ভালো লাগলো
ভালো গান করেন আপনি
আপনার কবিতা আবৃত্তি শুনেছি। আপনার কণ্ঠ অনেক মধুর
Beautiful song, as well as a beautiful background. Nicely presented.
Thanks to you for helping me getting this recorded
Valo chilo gan ta
খুবই ভালো হয়েছে
শুনে ভালো লাগছে
ভালো গেয়েছেন।
ধন্যবাদ
সুন্দর একটি গান
গানটা আমার অনেক পছন্দের