Book Review | Howls moving castle | 31 May 2021

in Steem Bangladesh3 years ago (edited)

Book review

Howls-Moving-Castle.jpg

Title: Howl’s Moving Castle

Author: Diana Wynne Jones

Genre: Fantasy, Young Adult

Publisher: Harper Collins
Publication date: First edition: 1986
Paperback: 304 pages

Source https://www.goodreads.com/book/show/6294.Howl_s_Moving_Castle

বইটি কথায় পাবেন

বাংলাদেশে পাওয়া অনেক কঠিন আকবর নীল খেতে এর পাইরেতেদ কপি দেখেছিলাম দাম ছেয়ে ছিল ৬০০ তাই কিনিনি। মাস ২,৩ আগে বইটি pdf থেকে পরা শেষ করেছি।

আমার বইটি কেমন লেগেছে

Sophie একটি জাদুকর howl এবং একজন জাদুকরী witch of the waste নিয়ে যাদুর ভূমি ইঙ্গারি তে কাহিনীটি শুরু হয়। Sophie একজন টুপি শিল্পী হিসেবে অতি সাধারণ জীবন যাপন করতো কিন্তু witch of the waste তার আয়ু কেড়ে নিয়ে তাকে বয়স্ক মুমূর্ষ মহিলায় রূপান্তর করে দেয়। সেই witch এর অভিশাপে Sophie র সাধারণ জীবন শেষ হয়ে যায়। Sophie কাকতালীয় ভাবে Howl এর বিকট বাসার দরজার সন্মুখিন হয়। এখন থেকে তাদের রোমাঞ্চকর ঘটনা শুরু হয়। Sophie Howl এর বাসায় গৃহ কর্মী হিসেবে কাজে যোগ দেয় Howl এর বাসায়। Howl এর দানব আকৃতির চার পা ওয়ালা দূর্গ যেটাকিনা ইগ্নরি দেশের দুর দূরান্তে ঘুরে বেড়ায়। এই দুর্গের প্রাণ হল calsifer নামের এক অগ্নি দৈত্য, যার শক্তিতে এই দানবাকৃতির দূর্গ টি চলমান। Sophie, howl, witch of the waste, calsifer ছাড়াও আরো অনেক সুন্দর, সুগঠিত চরিত্র রয়েছে এই কাল্পনিক জাদুকরী যাত্রায়। কাহিনীর শুরুতে সব কিছু ঋণাত্বক বলে মনে হলেও ধীরে ধীরে রোমাঞ্চকর হাস্যকর হয়ে ওঠে। Sophie যে তার তিন বোনের মধ্যে সবথেকে বড় এবং তার বাবা মারা যাওয়ার পরে সংসারে দায় সে একাই সামলে আসছে সে witch এর অভিশাপে কিভাবে বয়স্ক দেহ ধারণ করে, তারপর একজন অতি শক্তিশালী জাদুকর howl এর বাসায় কাজ নেয়, সেখানে সে তার অভিশাপ ভাঙার জন্য এক অগ্নি দৈত্যের সাথে কথা বলে, তারপর সে howl এর প্রেমে পড়ে যায় । সব থেকে আকস্মিক বিষয় হলো Sophie তার অভিশাপ সম্পর্কে কাউকে বলতে পারবে না। সব মিলে আমি বইটি অনেক উপভোগ করেছি। বইটিতে একটি অদ্ভুত বিশাল আকৃতির সুন্দর কাল্পনিক পৃথিবীর দেখা মিলবে যেখানে যাদুকর, জাদুকরী, উড়ন্ত কার্পেট, চলন্ত দালান অনেক অবিশ্বাস্য বস্তু রয়েছে। Howl এর বাস যা চলমান এবং যার দরজা একইসাথে চারটি ভিন্ন ভিন্ন জায়গায় খোলা যায়। এই কাহিনীতে রয়েছে দুই দেশের মধ্যকার রাজনীতি, রোমান্স, সঙ্গর্ষ, ভয়, যুদ্ধ, পরিবার, বন্ধুত্ব সব কিছুর একটা দারুন সামঞ্জস্য । অনেক হাসির মুহূর্ত ও আছে এই গল্পে, কারণ Howl প্রচুর ঢং করতে পারে। এই বইয়ের হৃদয়ে রয়েছে এর গল্প বলার ধরন, যেনো প্রত্যেকটি শব্দ লেখিকা চিন্তা ভাবনা করে লিখেছেন প্রতিটা লাইনে এই গল্প আপনার মনোযোগ ধরে রাখবে।

অবশেষে বলবো বইটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এই বই অবলম্বন করে hayayo miyazaki একটি animated movie বের করেছিলেন 2004 সালে সেটিও দেখেতে পারেন। তবে বইটিতে পড়লে বেশি আনন্দ পাবেন আশা করি।

সবার সুসাস্থ্য কামনা করে, আমি শুভ বিদায় নিচ্ছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 66086.05
ETH 3299.97
USDT 1.00
SBD 2.70