The Diary Game 3: || 29/09/2021 - Simple day ||- 2% beneficiaries @bd-charity
Assalamu Alaikum everyone. How are you all?I hope everyone is well. I am also well.
আমি আমার ডায়রি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশা করি ভালো লাগবে সবার।
সকাল
আব্বুর জন্য ওষুধ কিনতে আসলাম
সকালে আম্মু ডাকলো কারণ আব্বুর দাঁতের ডাক্তারের কাছে নিতে হবে তাই। আমি উঠে হাত মুখ ধুইলাম।এরপর নাস্তা করলাম। এরপর ফোন দিয়ে জানলাম সকালে না বিকালে ডাক্তার বসবে। তো আমি আরেকটু ঘুমানোর জন্য শুলাম।
দুপুর
কুমিল্লার মাতৃভান্ডারে অপেক্ষা করছিলাম লাইনে দাঁড়িয়ে
দুপুর একটার দিকে আপুর কাছে গেলাম কিছু কাগজ দিতে। আপুর কলেজে, এরপর আবার চলে আসলাম বাসায়। বাসায় এসে গোসল করে,খাওয়া দাওয়া করে এরপর আবার ঘুম।
বিকাল
বিকালের দিকে গেলাম ধর্মসাগর পাড়ে। এরপর একটা কাজে গেলাম,কাজ সেরে আবার আসলাম ধর্মসাগর পাড়ে। এরপর একটু খাওয়া দাওয়া করলাম অল্প করে। এরপর আড্ডা দিলাম অনেকক্ষণ।
রাত
আব্বুকে ডাক্তার দেখাতে এসেছিলাম
বাসায় আসতে আসতে প্রায় দশটা বাজলো।
এরপর লেপটপ নিয়ে একটু বসলাম।বসে কাজ শেষ করতে করতে প্রায় বারোটা বাজলো।
এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম।
এইতো শেষ দিন।দিন কেটে গেলো,এভাবেই কাটে আমার বেশিরভাগ দিন তবে আজকের দিন ভালোই কাটছে ।আমিও এভাবেই থাকি, এইতো আর কি। তাহলে আজকের জন্য যাই,সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
ধন্যবাদান্তে, @sahadathossen
Apnar babar ki hoyese..?
You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
For general information about what is happening on Steem follow @steemitblog.
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই।