My Town in 10 Pics 🌾 16 February 2021 🌾 My Town
এটি হল ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর। এটি বাংলাদেশের বৃহৎ একটি বিমানবন্দর। এই বিমানবন্দরে প্রতিদিন প্রচুর এরোপ্লেন তার গন্তব্যে উড়ে যায় এবং বিভিন্ন স্থান থেকে এখানে ল্যান্ড করে। প্রত্যেকদিন শত শত মানুষ দেশের বাহির থেকে দেশে প্রবেশ করে এবং দেশ থেকে দেশের বাহিরে গমন করে।
- What3words Location Code : https://w3w.co/mysteries.mega.gathering
আমরা প্রায় সবাই ফাস্টফুড খেতে পছন্দ করি। আমাদের দেশের ফাস্টফুড এর দোকান গুলো বেশিরভাগি রাস্থার পাশের ফুটপাতে হয়ে থাকে। এই ছবিতে দেখতে পারছেন একটি কাচের বক্সের মদ্ধে অনেকগুলো সিঙ্গারা ও পেয়াজি রয়েছে।
- What3words Location Code : https://w3w.co/depth.packet.rots
আলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের প্রত্যেক দিনের কর্মকাণ্ডের জন্য আলোর প্রয়োজন রয়েছে । রাতে সূর্য অস্ত যাওয়ার পর অন্ধকার নেমে আসে তখন আমাদের প্রয়োজন হয় আলোর। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটি মোমবাতি জ্বলজ্বল করে জ্বলছে এবং চারিদিকে মোমবাতির আলো ছড়াচ্ছে।
- What3words Location Code : https://w3w.co/sour.realm.steep
আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছের ডালের অংশবিশেষ অনেকগুলো টবের মধ্যে লাগিয়ে রাখা হয়েছে। এগুলো সম্ভবত গাছে রূপান্তর করার জন্য এখানে রাখা হয়েছে।
- What3words Location Code : https://w3w.co/recorder.kiosk.digits
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির অপজিট সাইডে একটি বড় পিলার রয়েছে। সেই পিলারে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির দিকনির্দেশনা দেয়া হয়েছে। কোন আগুন্তক যদি রাস্তা দিয়ে হেটে যায় তাহলে এই চিহ্নটি দেখে বুঝতে পারবে এই চিহ্নটির অপজিটে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত।
- What3words Location Code : https://w3w.co/bought.sorters.piglets
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী সংলগ্ন একটি স্থানে এই স্কুলটা অবস্থিত। এই স্কুলটি অনেক পুরনো। একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত । করণা কালীন সময়ের জন্য বর্তমানে এই স্কুলটি বন্ধ রয়েছে। এটি পুনরায় কিছুদিনের মধ্যে চালু হয়ে যেতে পারে যদি করোনা পরিস্থিতির সমাধান হয়।
- What3words Location Code : https://w3w.co/morphing.demotion.bespoke
ছবিটিতে একটি ছোট পিলার দেখতে পারছেন। এখানে একটি নির্দেশিকা চিহ্ন দেওয়া রয়েছে। এই নির্দেশ চিহ্ন দ্বারা বুঝা যাচ্ছে এটার ডানপাশে কোন একটা স্থানে একটি সড়ক রয়েছে এবং সড়কের নামকরণ করা হয়েছে জামান নামের একজন শহীদের নাম অনুসারে।
- What3words Location Code : https://w3w.co/surgical.deduct.grumbling
আমাদের সমাজে উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ বাস করে। সাধারণত উচ্চবিত্ত মানুষ যে ধরনের আসবাবপত্র ব্যবহার করে নিম্নবিত্ত মানুষেরা সকল আসবাবপত্র ব্যবহার করতে পারেনা। সাধারণত নিম্নবিত্ত মানুষের চাহিদা পূরণ করার জন্য একটি ব্যক্তি নিম্নমানের কিছু আসবাবপত্র তৈরি করছে।
- What3words Location Code : https://w3w.co/lyricism.spotted.tornado
এটি গাজীপুরের জয়দেবপুর অবস্থিত একটি শপিং সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পোশাক সারিবদ্ধ সাজিয়ে রাখা হয়েছে এবং সুসজ্জিত লাইট দ্বারা সাজিয়ে রাখা হয়েছে। এখানে বিভিন্ন প্রকার শার্ট, প্যান্ট, টি-শার্ট ইত্যাদি পোশাক পাওয়া যায়।
- What3words Location Code : https://w3w.co/flops.advantage.linguists
Facebook | Twitter| Discord
E-mail: [email protected]
JOIN WITH US ON DISCORD SERVER:
You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,
For general information about what is happening on Steem follow @steemitblog.
Vai amar account ta ektu verify korte help koren plz.Ami kisu steem o delegate korte chai Kintu delegate korte parsi na.plz help me.