Game Review - Pubg Mobile with Gameplay Video || 22/04/2021

in Steem Bangladesh4 years ago (edited)

হেলো বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গেমিং জগতের আরেকটি মোবাইল গেমিং নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি @razuahmed । আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পোস্ট। আজ আমি Pubg Mobile গেম নিয়ে কথা বলবো।


Screenshot_20210422-190430_dac7cc7571c39b392df64923967cf7da.jpg


Pubg Mobile


গেম টির সাথে ইতিমধ্যে আমদের বেশিরভাগ মানুষ ই পরিচিত। বর্তমানে এটি খুবই জনপ্রিয় একটি মোবাইল গেম। গুগলের হিসাবে এর ইউজার সংখ্যা প্রায় ১০ মিলিয়ন। দিন দিন এর ইউজার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তুমুল ভাবে। এটি আসলে Player Unknown's Battle Ground কম্পিউটার গেম এর মোবাইল ভার্সন। আসুন দেখে নেই এই গেম এর কিছু তথ্য-

বিষয়তথ্য
রিলিজ এর তারিখFebruary 9, 2018
ডেভোলপারPUBG Corporation
সিরিজPlayerUnknown's Battlegrounds
পাবলিশারKRAFTON, Proxima Beta Pte. Limited, VNG Game Publishing, Microsoft Corporation
ধরনBattle royale game, Action-adventure game
প্লাটফর্মAndroid, iOS

Source


Screenshot_20210422-134802_dac7cc7571c39b392df64923967cf7da.jpg

এটি পাবজি মোবাইল এর লবি তে ঢুকার পর। এখানে নানান ধরনের অপশন আছে। এক এক অপশন এর কাজ এক এক রকম। বাম দিকে রয়েছে ম্যাপ সিলেকশন , বন্ধু, ডাউনলোড, প্রোফাইল, চিয়ার পার্ক ইত্যাদি। আর ডান দিকে রয়েছে RP ইভেন্ট ছাড়াও নানান ধরনের ইভেন্ট। শপ মেনু, ক্রিয়েট বক্স ওপেন মেনু এগুলো সব ডান দিকে আছে। আর নিচের দিকে ক্লিক করলে সেটিংস মেনু পাওয়া যায়।


Map

Pubg Mobile এ বর্তমানে ৫ ধরনের ম্যাপ রয়েছে। এগুলো হচ্ছে Erangle, Livik, Karakin, Sanhok ও Miramar । নিচে এগুলো সম্পর্কে হালকা বিবরন দেওয়া হলো।

প্রথমে কথা বলি Erangle ম্যাপ নিয়ে। এটি ৮*৮ কি.মি. এর একটি ম্যাপ। এটি পাবজি মোবাইলের প্রথম ম্যাপ। এটি Erangle ভার্শন ২। আগের অন্য রকম ছিলো। এখন একটু আলাদা করে রিলিজ দেওয়া হয়েছে। আমি আগের Erangle ম্যাপ কে খুব মিস করি।

Screenshot_20210422-134925_dac7cc7571c39b392df64923967cf7da.jpg


এরপর লিভিক। এটি কিছু আপডেট আগে এসেছে। এই ম্যাপ এখনো বেটা ভার্শন রয়েছে। এটি ২*২ কিমি এর একটি ম্যাপ। এটি ১৫ মিনিট এ খেলা শেষ হয়।

Screenshot_20210422-134910_dac7cc7571c39b392df64923967cf7da.jpg


এইবার আসি কারাকিন ম্যাপ এ । লিভিক এর মতন এটিও একই সাইজ এর। তবে এই ম্যাপ এ অনেক বাগ রয়েছে। যেমন আগে নামলে দেখা যায় শুন্যে ঝুলে আছি। আবার মাঝে মধ্যে শেষের এনিমি পাওয়া যায়না। আমার কাছে এই ম্যাপ তেমন একটা ভালো লাগেনি। এটি ভিকেন্ডী ম্যাপ এর বদলে দিয়েছে। আমি ভিকেন্ডি ম্যাপ কে মিস করি খুব।

Screenshot_20210422-134921_dac7cc7571c39b392df64923967cf7da.jpg


এইবার আসি Sanhok ম্যাপ এর বেপারে এটি ছিলো পাবজি মোবাইল এর ৩য় ম্যাপ। মানে শুরুর দিকের ৩য় ম্যাপ। খুব ভালো একটি ম্যাপ। এই ম্যাপ এ পাবজি কর্তৃপক্ষ নতুন গান এবং ভিহিকল এড করেছিলো।

Screenshot_20210422-134933_dac7cc7571c39b392df64923967cf7da.jpg


এটি পাবজি মোবাইল এর শুরুর দিকের ২য় ম্যাপ ছিলো। এর সাইজও Erangle এর মতন ৮*৮ কিমি। তবে এটি খেলতে Erangle থেকেও একটি বেশি সময় লাগে। অনেকে এই ম্যাপ খেলতে চায়না। এই ম্যাপ এ স্নাইপিং করে মজা আছে। সাপ এর মাইর কম খাইতে হয় এই ম্যাপ এ।

Screenshot_20210422-134929_dac7cc7571c39b392df64923967cf7da.jpg


Profile


Screenshot_20210422-134827_dac7cc7571c39b392df64923967cf7da.jpg

এরপর আসে প্রোফাইল। যেখানে আপনার অনেক ডিটেইলস থাকে। এখানে আপনি কোন ক্ল্যান এ আছেন। আপনি কোন টিয়ার এ আছেন কেডি কত। গাড়ির স্কিন গান এর স্কিন। সব দেখা যায়। এমন কি আপনি এখান থেকে আপনার প্রোফাইল পিকচার প্রোফাইল ফ্রেম পরিবর্তন করতে পারবেন।


Connections

এই লিস্ট এ আপনারা আপনাদের স্পেশাল বন্ধুদের দেখতে পারবেন। তবে তার জন্য এখানে তাদের এড করে নিতে হবে। কিছু দিন আপনারা আপনাদের বন্ধুদের সাথে খেললেই এখানে এড করতে পাবেন আশা করি।

Screenshot_20210422-134835_dac7cc7571c39b392df64923967cf7da.jpg

এটি হচ্ছে আমার Connection লিস্ট। যদিও বেশি মানুষ নাই আমার লিস্টে।

Download

ডাউনলোড থেকে আপনি গেম এর প্রয়োজনীয় রিসোর্স ফাইল, ম্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। এটি খুব ভালো একটি শুবিধা। আপনি যে ম্যাপ খেলেন না সেগুলো ইচ্ছা করলে নামানো ছাড়াই অন্য গুলা খেলতে পারবেন।

Screenshot_20210422-134904_dac7cc7571c39b392df64923967cf7da.jpg

এগুলো আমার ডাউনলোড লিস্ট। আমি এখনো এগুলো ডাউনলোড করিনি।


Mode

Screenshot_20210422-134942_dac7cc7571c39b392df64923967cf7da.jpg

এগুলো হচ্ছে পাবজি মোবাইল এর মোড।

Pubg Mobile এ ৪ ধরনের মোড আছে এগুলো হলো -

  • Classic
  • Arcade
  • EvoGround
    -Arena

এক এক টি মোড এক এক রকম।

Classic

ক্লাসিক মোড এ ৫ ম্যাপ নিয়ে তৈরি। যেখানে র‍্যাংক আকারে থাকে। পাবজি তে যেসব টিয়ার রয়েছে সেগুলো হলো -

  • Bronze
  • Silver
  • Gold
  • Platinum
  • Diamond
  • Crown
  • Ace
  • Conqueror

Arcade

এটি হচ্ছে প্র্যাক্টিস এর জন্য। এখানে আবার ৩ টি মোড রয়েছে এগুলো হলো -

  • Quick Match
  • Sniper Training
  • War

EvoGround

এখানে রয়েছে আলাদা আরো দুইটি মোড যেগুলো খেলতে ভালোই লাগে।

  • Play load 2.0
  • Power Armor

Arena

এখানের মোড গুলো হলো -

  • Arena Training
  • Team Death Match
  • Domination
  • Assult

আপনি চাইলে এখান থেকে যেকোনো মোড ই খেলতে পারেন।

নিচে আমার একটি গেম প্লে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে-


আমার নুব গেমপ্লে


🆃🅷🅰🅽🅺🆂

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 4 years ago 

Thanks for the qualityful post.

Screenshot_2021-04-23-11-05-12-647_com.mi.globalbrowser.jpg

 4 years ago 

🥰🥰🥰

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 110663.51
ETH 4371.64
SBD 0.84