Game Review - Ninja Arashi-2 with Gameplay Video || 09/04/2021

in Steem Bangladesh3 years ago (edited)

হেলো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভালো আছেন সেফ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। Steem Bangladesh এর আজকের টপিক ছিলো গেম রিভিউ নিয়ে। তাই আজো আপনাদের মাঝে একটি গেম রিভিউ নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে সবার। আজ যে গেম রিভিউ করবো সেটার নাম Ninja Arashi- 2 , আমি ইতিমধ্যে এই গেম এর ১ নং ভার্শন রিভিউ করেছি চাইলে দেখে আসতে পারেন- Ninja Arashi -1 Review

Screenshot_20210409-101620_0f095aa52bbacfcb873c311b779843f8.jpg

গেম এ ঢুকার পর এটি প্রথম স্ক্রিন দেখাবে। তবে এর আগে আপনাকে গেম এর স্টোরি দেখাবে যদি প্রথম বার ইন্সটল করে থাকেন। যে কাহিনি টি দেখাবে সেটি হচ্ছে Ninja Arashi -1 এর শেষের থেকে। যেখানে অই গেম এর শত্রু অরচি আরাশির ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছিলো। ১৫ বছর পর অরচি আবার ফিরে এসেছে। সে এসে আরাশির ঘরবাড়ি সব ভেংগে দিয়ে তার স্ত্রিকে মেরে চলে গেছে। একজন পথ প্রদর্শক আসে তখন। সে আরাশিকে অরচির দিকে নিয়ে যাবে।

গেম সম্পর্কে কিছু তথ্য-

আগের বার গেমটির ডেভোলাপার Black Panther থাকলেও এবার এটার ডেভোলাপার Hung Nguyen Van । তবে পাবলিশার যৌথ ভাবে Black Panther এবং Hung Nguyen Van . গেম টি রিলিজ হয়েছে ২০ ডিসেম্বর ২০২০। যারা ভার্শন ১ খেলেছেন তারা আমার মতই হয়তো অপেক্ষা করে ছিলেন এই গেম টি আশার জন্য।


Screenshot_20210409-101632_0f095aa52bbacfcb873c311b779843f8.jpg

আগের স্ক্রিন থেকে প্লে বাটন এ ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। বাম পাশের উপরের দিকে রয়েছে কয়েন এবং জেমস। আর একটু নিচে আছে সেটিংস ইনফো আর রেটিং দেওয়ার অপশন। ডান দিকে প্রথমে দেখা যায় Story । গেম এর সব গুলো লেভেল এখানেই দেওয়া আছে। এরপর আছে skills এখান থেকে আরাশির বিভিন্ন স্কিল আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। তারপর আছে Shop শপ থেকে বিভিন্ন জিনিশ কিনতে পারবেন। Artifact থেকে আরাশির বিভিন্ন পাওয়ার দিবে সেগুলা কিনতে পারবেন। আর চ্যালেঞ্জ মোড টি এখনো আসেনি। যতদুর জানি ডেভোলপ হচ্ছে অই মোড।

Story

Story তে গেলে আপনারা খেলার মতন ৩ টি ম্যাপ পাবেন। শুধু একটি ম্যাপ আনলক থাকবেন। বাকি গুলো লেভেল শেষ করে স্টার এর মধ্যমে আনলক হবে। যে ৩ টি ম্যাপ বা চাপ্টার খেলতে পারবেন সেগুলো হচ্ছে -

Untitled-1.jpg

এখানে আলাদা ৩ টি ম্যাপ কে একটি পিকচার এর মাধ্যমে দেখানো হয়েছে। একটি লেভেল থেকে পরের লেভেল যেমন কঠিন। তেমনি একটি চাপ্টার থেকে পরের চাপ্টার আরো বেশি কঠিন। নতুন নতুন এনিমি থাকে। খুব সাবধানে পা ফেলতে হয়। একটু ভুল হলেই মরতে হবে। প্রতিটি পদক্ষেপ সাবধানের সহিত নিতে হবে। অনেক বাধা আছে সেগুলো পার করতে হবে।

Screenshot_20210409-101703_0f095aa52bbacfcb873c311b779843f8.jpg

এটি গেম এর শেষ চাপ্টার । এটি এখনো আসেনি। আমি আগের ৩ চাপ্টার শেষ করে অপেক্ষা করতেছি এটি কখন আসবে। আসলেই আবার শুরু করবো।


গেম এর পত্যেক টি চাপ্টার এ ২০ টি করে লেভেল আছে। এবং ২০ লেভেল শেষে একটি করে বস আছে। যেগুলো অরচির চামচা। ওরা অরচির হয়ে কাজ করে। আরাশি যেনো না যেতে পারে সেই চেস্টা করে ওরা। নিচে ওদের সম্পর্কে বর্ননা দেওয়া হলো-


Screenshot_20210409-101857_0f095aa52bbacfcb873c311b779843f8.jpg

এটি প্রথম চাপ্টার এর বস। এটিকে মারতে অনেক বেগ পোহাতে হয়েছে। কারন এর অনেক গুলো পাওয়ার। দূরে গেলেও মারতে কষ্ট আবার কাছে থাকলেও মারতে কস্ট কারন ও দূরে এক পাওয়ার মারে আবার কাছে থাকলে অন্য পাওয়ার মারে। তাই বাচা মুশকিল। তবে অরে ওনেক চালাকি করে মারতে হয়। আমি পেরেছিলাম। কোনো যায়গায় ২ সেকেন্ড এর বেশি অপেক্ষা করা যাবেনা।

Screenshot_20210409-101933_0f095aa52bbacfcb873c311b779843f8.jpg

এটি হচ্ছে ২য় চাপ্টার এর বস। এর এবিলিটি হচ্ছে তীর। এর তীর অনেক দূর যায়। আবার উপরে তীর মারে সেটা আরাশির উপরে এসে পরে। যদিও একে মারা অত কঠিন না। আমি এক বার চেস্টা তেই মেরে ফেলেছিলাম। যদিও ৩ চান্স চলে গিয়েছিলো।

Screenshot_20210409-102019_0f095aa52bbacfcb873c311b779843f8.jpg

এটি ৩য় চাপ্টার এর বস। এর লাইফ অনেক বেশি থাকে। এরে অনেক ঘুরাইতে হয়। ঘুরাই ঘুরাই একে সহজে মারা যায়। এর এবিলিটি হচ্ছে কাটা আলা বেরা দিয়ে মারতে আসে। আবার মুখ দিয়ে আগুন ও মারে। যাতে আরাশি পুরে মরে যায়।

এই ছিলো পত্যেক চাপ্টার এর বস এর কাহিনি।

Skills

এখানে আপনি আরাশির বিভিন্ন এবিলিটির পাওয়ার বারাতে পারবেন। যেমন - অদৃশ্য হওয়ার সময় বাড়ানো। আরাশির মুভমেন্ট বাড়ানো। পাওয়ার জেনারেটর তারাতারি পুর্ন হওয়া। ইত্যাদি।

Untitled-2.png

এখানে আরাশির ৫ টি এবিলিটির সব গুলো কে দেখানো হয়েছে। আমি সব গুলো কে ম্যাক্স করে ফেলেছি।

Artifact

Screenshot_20210409-101731_0f095aa52bbacfcb873c311b779843f8.jpg

এগুলো হচ্ছে Artifact । এগুলো বিভিন্ন লেভেল এ আনলক হয়। আনলক বলতে আপনাকে বিভিন্ন লুকানো যায়গা থেকে এগুলো খুজে বার করতে হবে।

Shop

শপ থেকে অনেক কিছু কেনা যায়। যেমন- গেম এর কয়েন, জেমস। আবার যখন ছদ্দবেশ ধারন করে আরাশি তার স্কিন গুলাও কেনা যায়। আবার বিজ্ঞাপন বিহিন ভার্শন ও কেনা যায়।

Untitled-gg.png

এগুলো হচ্ছে Shop এ ঢোকার পরের অপশন।

Challenge

Screenshot_20210409-102404_0f095aa52bbacfcb873c311b779843f8.jpg

চ্যালেঞ্জ এর অপশন এখনো আসেনি। এটি এখনো ডেভোলপ হচ্ছে মনে হয়।

Note: All the screenshot I used in the post is taken from my gameplay. So there is no copyright issue.

GamePlay

এটি আমার একটি গেমপ্লে Ninja Arashi- 2 এর। আশা করি সবার ভালো লাগবে।



My rating

যদি আমাকে গেমটির রেটিং করতে বলেন তাহলে আমি এটিকে ১০ এ ৯ দিবো। গেম টি সব দিক থেকে পারফেক্ট একটি অফলাইন গেম। সবাই খেলে দেখতে পারেন আশা করি ভালো লাগবে।


🆃🅷🅰🅽🅺🆂

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 3 years ago 

যেগুলো অরচির চামচা

Nice review 😄

 3 years ago 

😁😁😂😂

 3 years ago 

Excellent game review.

 3 years ago 

Thanks bro...

 3 years ago 

It was a great review.

 3 years ago 

Thanks bhai...

 3 years ago 

Good review.

 3 years ago 

thanks bro...

Superb review.

 3 years ago 

thank you so much bro..

Khub sundor review

 3 years ago 

thanks vai..

Congratulations to you and a very big thank you for making such a beautiful post.

 3 years ago 

thank you so much bro...

 3 years ago 

vloi to mone hocche, khelbo asa kori. graphics onk vlo mone hocche.

 3 years ago 

হুম ভাই যদি নতুন হন এই গেম এ তাইলে আগে Ninja Arashi -1 টা খেইলেন। সেই মজা। সিম্পলের মধ্যে বেস্ট গেম এটা ।।

 3 years ago 

এই গেমটি আমিও খেলেছি। ভালো হয়েছে।

IMG_20210410_001710.jpg

 3 years ago 

ভাই এখানে কিছু লাইন আমার না।৷ আমার পোস্ট ১০০% ইউনিক। যেমন প্রথম লাইন আমার না।। ২য় লাইন ও আমার না। @toufiq777

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 64401.36
ETH 2627.01
USDT 1.00
SBD 2.83