Game Review - Ninja Arashi || 05/03/2021

in Steem Bangladesh3 years ago

হে বন্ধুরা। কি খবর সবার। আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের মাঝে একটি মোবাইল গেম এর রিভিউ নিয়ে হাজির হলাম আশা করি ভালো লাগবে সবার। চলুন শুরু করা যাক।


unnamed.jpg

Source

আজ যে গেম নিয়ে কথা বলবো তার কিছু তথ্য -

image.png

Source

Ninja Arashi এটি একটি কাহিনি ভিত্তিক গেম। এই গেম এ আপনাকে আরাশি হয়ে খেলতে হবে। আরাশি হচ্ছে মুলত গেম এর ক্যারেক্টার। শুরু হতে শেষ পর্যন্ত আপনাকে আরাশি হয়ে সার্ভাইব করতে হবে। আরাশি হচ্ছে একজন সাবেক লিজেন্ডারি নিঞ্জা। যে পুরো পৃথীবির সাথে লড়াই করে তার ছেলেকে শয়তান অরচির হাত থেকে রক্ষা করতে। অরচি হচ্ছে এই গেম এর বস বা শয়তান যেটাই বলি।

ninja .jpg

এই গেম এ রয়েছে ৩ টি ম্যাপ। আর প্রতিটি ম্যাপ এ রয়েছে ১৫ টি করে লেভেল। যত লেভেল অতিক্রম করবেন গেম তত কঠিন হতে থাকবে। ১ টি লেভেল থেকে পরের লেভেল অনেক কঠিন। বুঝে শুনে খেলতে হবে।

Screenshot_20210305-201131_6e8c148194d073c41d7d60ec027761ce.jpg

গেমটি প্রথম বার শুরু করলে এভাবে একটি কাহিনি দেখাবে আপনার সামনে। যেখানে বলা হবে গেম এর শয়তান অরচি অনেক বছর ধরে বন্দি ছিলো।

Screenshot_20210305-201141_6e8c148194d073c41d7d60ec027761ce.jpg

Screenshot_20210305-201148_6e8c148194d073c41d7d60ec027761ce.jpg

Screenshot_20210305-201153_6e8c148194d073c41d7d60ec027761ce.jpg

Screenshot_20210305-201209_6e8c148194d073c41d7d60ec027761ce.jpg

যেখানে বলা হয়েছে যে অরচি এখন প্রতিশোধ নিতে চায়। সে লিখে দিয়ে যায় আরাশি কে তাকে খুজে বের করতে। আরাশি ঘরে ফিরে দেখে তার বোউ কে মেরে ফেলেছে অরচি এবং তার ছেলে কে অপহরন করে নিয়ে গেছে অজানা কোন এক যায়গায়। আরাশি কে বলা হয় অরচিকে খুজে বের করতে।

এর পর শুরু হয় মূল গেমপ্লে। যেখানে প্রথমে খেলার নিয়ম শিখানো হয় ছোট টিউটরিয়াল দিয়ে। প্রথম ধাপে কিভাবে লাফ দিতে হয় তা শিখানো হয়।


এই যে সবুজ রঙ এর পানি বের হচ্ছে এটি মুলত গরম এসিড। এর থেকে সাবধানে থাকতে হবে। নাইলে মারা যাবেন। এগুলো লাফ দিয়ে দিয়ে পার করতে হয়। এক ফোটাও যদি গায়ে লাগে তাইলে আরাশি মারা যায়। তখন আবার গেম শুরু করতে হয়।

Screenshot_20210305-201321_6e8c148194d073c41d7d60ec027761ce.jpg

ম্যাপ এ এমন অনেক যায়গা আছে যেখানে এমন ছুড়ি থাকবে। এগুলো মুলত লুকোনো যায়গা। ভিতরে লাইফ থাকে বা কয়েন থাকতে পারে।


গেম এ মাঝে মধ্যে হঠাত শত্রুর সামনে পরে গেলে এভাবে বক্স এর মতন হয়ে থাকতে পারবেন তখন শত্রুরা আপনাকে দেখবে না কিছুক্ষন এর জন্য।

প্রতি ম্যাচ এ আপনাকে এমন ৩ টি করে দলিল খুজে সংগ্রহ করতে হবে। এগুলো পরের ম্যাপ গুলো আনলক করতে সাহায্য করবে।

Screenshot_20210305-201451_6e8c148194d073c41d7d60ec027761ce.jpg

সব শেষে এই গেইট পার করলেই একটি লেভেল পরিপুর্ন হয়। এবং আপনি পরবর্তী লেভেল খেলতে পারবেন।


অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে গেমটি কিভাবে খেলবেন তাই আপনাদের জন্য একটু গেমপ্লে দিলাম আমার -

এই গেমপ্লে আমার। কেউ ব্যবহার করতে চাইলে দয়া করে ক্রেডিট দিবেন।

Sort:  
 3 years ago 


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @rex-sumon

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49