Travel to Cox's Bazar

in Steem Bangladesh3 years ago (edited)

IMG_20210427_234333.jpg

আসসালামু আলাইকুম steem bngladesh এর সকল বন্ধুদের জানাই ঈদের আগ্রীম শুভেচ্ছা। আজ আমি গত ২০২০ সালের অক্টোবর মাসের কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমনের দিক গুলো শেয়ার করছি।


IMG_20210428_195600.jpg

প্রথমে পার্বতীপুর থেকে কুড়িগ্রাম এক্সপ্রেক্স এ ঢাকায় পৌঁছাই সন্ধ্যা ৭.৪৫ মিনিটে। টিকেটের মূল্য নিয়েছিল ৪৮০ টাকা। কিছু সময় কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করে রাতের খাবার টা সাধারণ একটা হোটেলে শেরে নেই আমার কাছে ভালোই লেগেছে খাবার গুলো... খরচঃ ১৭৫ টাকা।


IMG_20210428_194530.jpg

অপেক্ষার পর রাত ১১ টার সময় তুর্ন নিশিতা ট্রেন ধরে সকাল ৮ টার সময় পৌঁছাই চট্টগ্রাম রেল স্টেশনে। টিকেটের মুল্য ছিল ২৫০ টাকা।

সকলের নাস্তা করে নেই পরাটা ডাল সব্জি আর ডিম। ৫০ টাকার মধ্যেই হয়েছিল তবে আমার কাছে ডাল গুলো ভালো লাগেনি। ৩০ টাকায় একটা রিকশা নিয়ে কক্সবাজার যাওয়ার বাসে উঠে পরি বাস ভাড়া ছিল ২২০ টাকা। বাসের ছিট গুলো ভালোই ছিল কিন্তু রাস্তার বেহাল দশার কারণে বেশ কষ্ট হয়েছিল।

IMG_20210428_194555.jpg

অবশেষে কক্সবাজার এ নামলাম বিকেল ৪.৩৫ মিনিট এ। অনেক খোঁজা খুজির পর উর্মী গেস্ট হাউজে (কলা তলি বিচ এর সামনেই)এক রাত ১৫০০ টাকার বিনিময়ে উঠে যাই। রুমে ডাবল বেড এটাস্ট বাথরুম জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে অনুভুতি টাই অন্য রকম ছিল।


IMG_20210428_194634.jpg

IMG_20210428_194905.jpg

সব কাজ শেষ করে চলে যাই সমুদ্রে পানিতে নামার পরে মনে হচ্ছিল যেন সব কষ্ট সার্থক হয়ে গেল। কিন্তু পানি এতটাই লবনাক্ত ছিল একটু মুখে নিয়ে দেখি মরেই যাব বুঝি। রাতের খাবারের জন্য খুঁজতে শুরু করলাম হোটেল, মোটামুটি একটা হোটেল এ খেলাম মাছ ভাত আর সব্জি দাম পরলো ১৮০ টাকা।


পরের দিন চললাম বার্মিজ বাজার অনেক ভালোই ছিল অনেক আচার পাইকারি হিসেবে কিনলাম দামটা সাধ্যের মধ্যেই ছিল। কিন্তু দেখে শুনেই নিতে হবে না হলে নিজের কাছেই ঠকতে হবে। এবার ঘুরতে গেলাম রেডিএনট ফিস ওয়ার্ল্ড টিকেটঃ ৩০০ টাকা পার জন।

IMG_20210428_195224.jpg

আমার কাছে অনেক বেশি মনে হয়েছিল কিন্তু ভিতরে ঢুকার পর মনে হলো দাম টা ঠিক ই ছিল কারন একুরিয়াম এ সমুদ্রের শত প্রজাতির মাছ দেখতে পাই খুব কাছে থেকে। জেলিফিশ কোরাল মাছ চিংড়ি থালা মাছ হাংড় আরো নাম না জানা অনেক মাছ।


IMG_20210428_195012.jpg

IMG_20210428_195046.jpg

রাতে ফিরে এসে চলে গেলাম ইনানি বিচ এ কাঁকরা আর সমুদ্রের রুপচাদা খেতে। কাকড়ার ভুনা টা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে কারন জীবনের প্রথম খেয়েছি। অনেকের ভালো নাও লাগতে পারে। রুপচাঁদা মাছটি অনেক মজার ছিল। এবার চলে আসি রুম এ আয়নার সামনে, এসে দেখি পুরো শরীর কালো হয়ে গেছে সমুদ্রে গোসল করার কারনে।


IMG_20210429_214306.jpg

পরের দিন বিচের সাথে শামুকের দোকান গুলো ঘুরে অনেক কিছুই নিয়ে ছিলাম কিন্তু দোকানে প্রচুর দাম চাচ্ছিল তারা। সূর্য অস্তের সময় সমুদ্রের কিনারায় দাড়িয়ে যখন দেখছি সূর্য ডুবে যাচ্ছে এ অনুভুতি টা লিখে প্রকাশ করার মত না, সব শেষে বলতেই হয় একবার হলেও ঘুরে আসুন। এভাবেই তিন রাত পার করে একই ভাবে বাসায় ফিরে আসি।আমার ভ্রমনের সব মিলিয়ে খরচা পরে ১১৪৩০ টাকার মত। সত্যি দিন গুলো অনেক ভালোলাগার ছিল।


ভ্রমণের কিছু মুহূর্ত

IMG_20210428_194619.jpg

IMG_20210428_194820.jpg

IMG_20210428_195134.jpg
Location

Sort:  
 3 years ago 

Thank you for sharing your amazing travel experience with us. Great to know about the cost of your travel. Thank you.

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62033.06
ETH 3004.78
USDT 1.00
SBD 2.48