Diary game

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম স্টিম বাংলাদেশের সকল বন্ধুরা। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন । আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ডায়েরী গেমে আমি অংশগ্রহণ করছি।
২৬/০৮/২০২১
IMG_20210826_152932-01.jpeg



সকাল

আলহামদুলিল্লাহ প্রতিটা দিনের মতো আজও একটি সুন্দর সকাল আমি পেয়েছি। ৮ টার সময় ঘুম থেকে উঠেছিলাম।তারপর সোজা ব্রাশ ও পেস্ট হাতে নিয়ে বাহিরে একটু হাঁটাহাঁটি করে ফ্রেশ হয়ে আমি সকালের নাস্তা খেয়ে নিয়েছিলাম। তারপর আমার রুমে এসে স্টিম বাংলাদেশে পোস্ট গুলোতে কমেন্ট করা শুরু করে দিলাম। হঠাৎ আমার রুমে আমার মা এসে বলছিল বাগানের সিম গাছ গুলোতে অনেক পোকা হয়েছে। তাই মোবাইলটা রেখে দিয়ে বাসায় কিছু কীটনাশক ছিল সেগুলো স্প্রে মেশিনের মধ্যে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে বাগানে গিয়েছিলাম।

IMG_20210826_152804.jpg

বাঁশ বাগান

IMG_20210826_152904.jpg

সীম গাছ

তারপর বাগানে গিয়ে দেখি সিম গাছগুলোতে প্রচুর পরিমাণে পোকা ছিল। সেই সময় বাজে ১১টা প্রচুর পরিমাণে রোদ ছিল।পুরো কাজগুলো স্প্রে মেশিন দ্বারা ভিজিয়ে দিয়েছিলাম। রোদের তাপ আর কীটনাশকের গন্ধে একটা অস্থির লাগতে ছিল সেই সময়। তাই বাগানে আর বেশি দেরি না করে সোজাসুজি বাসায় চলে আসি।

দুপুর

বাসায় স্প্রে মেশিনটা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিরাপদ একটা জায়গায় রেখে দিয়েছিলাম।
তারপর আমি গোসল করে নিয়ে আমার রুমে চলে এসেছিলাম। কিছু সময় পর খাবার টেবিলে গিয়ে আমি নিজ হাতে দুপুরের খাবার তুলে নিয়ে খেয়ে নিয়েছিলাম।
আমার রুমে যাওয়ার আগে পানির পটে পানি নিয়ে আমার রুমে চলে এসেছিলাম।
আমার শরীরটা বেশ ক্লান্ত ছিল তাই দেরি না করে দুপুরে একটা সুন্দর ঘুমিয়ে নিয়েছিলাম।

বিকেল

IMG_20210826_152719.jpg

আমাদের চায়না কমলা গাছ

IMG_20210826_152642.jpg

দেশি ছোট মাছ

ঘুম থেকে উঠে বাসায় কিছু গাছ ছিল কমলা গাছটিতে পানি ছিল না তাই একটু পানি দিতে গিয়েছিলাম। অনেক সুন্দর কমলা হয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল। বাসায় এক কাপ চা খেয়ে রেডি হয়ে বাহিরে আমি বের হয়ে যাই। বাসার সামনে দাঁড়াতেই হঠাৎ একজন দেশি ছোট্ট সুন্দর মাছগুলো নিয়ে এসে বলছিল আমাকে যে ভাতিজা নেবে নাকি।দেশি মাছ সহজে পাওয়া যায় না তাই নিয়ে নিয়েছিলাম।

সন্ধ্যা

প্রতিটা দিনে আমরা সব বন্ধুরা মিলে নতুন বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেএকত্রিত হই। সেখানে হাসি-ঠাট্টা আড্ডা চা-কফি এটা সেটা আরো কত কি এভাবেই পুরো সন্ধ্যাটা কাটিয়ে দেই।



রাত

নতুন বাজার থেকে ১০ টার সময় বাসায় ফিরে এসেছিলাম।
বাসায় এসে হাত সাবান দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেই। তারপরে একটু ফ্রেশ হয়ে আমি আমার রুমে আবার চলে আসি। মোবাইলের ডাটা টা অন করে স্টিম বাংলাদেশে ঢুকে প্রতিটা পোস্ট একটু একটু করে পড়তে ছিলাম। তারপর রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। টিভি রুমে গিয়ে একটু টিভি দেখছিলাম মা মনি গুলোর সঙ্গে তারপর রুমে চলে আসি।



এই ছিল সারাদিন ও রাত মিলে আমার ডায়েরি।
আশা রাখি আপনাদের সকলের আমার ব্যস্ত সময় দেখে আপনাদের ও ব্যস্ত মনে করছিলেন।
ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

সুন্দর একটি দিন কাটিয়েছেন আপনি। দেশী ছোট মাছের স্বাদ অনেক। আপনি মাছ গুলো কত টাকা দিয়ে ক্রয় করেছিলেন ভাই?

 3 years ago 

170 tk niasilo via....😊😊

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

Tnk u viaa

 3 years ago 

অনেক সুন্দর একটা দিন ছিল ভাই।

 3 years ago 

Jee via bestotar majheo din ti upovog korese

 3 years ago 

আমিতো প্রথম দেখাতে লেবু ভেবেছিলাম 🤩

 3 years ago 

Lebur motoi dekte via...kintu ogulo chaina komola...

 3 years ago 

Valo ekti din par korsen apni.

 3 years ago 

Tnk u

সুন্দর একটি দিন কাটিয়েছেন আপনি

 3 years ago 

মোটামুটি আপু😊

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 76616.72
ETH 2877.13
USDT 1.00
SBD 2.56