The Diary Game Season 2:03/08/2020 Eid ul adha day 3

in Steem Bangladesh4 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
গতকালের পোস্ট করতে না পারায় আমি দুঃখিত।পোস্টটি কিছু বিলম্বিত হলেও আজ সেটা করছি।

গতকাল সকাল ১১টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মাঠ গিয়ে দেখি সবাই অপেক্ষমান। যেহেতু ঈদের ছুটি তাই সকলে খেলার জন্য মাঠে অপেক্ষমান।তারপর একে একে সবাই আসলে খেলা শুরু হয় ১২টায়।

মাঠে আবার খেলা শুরু হওয়ার একটা নিয়ম আছে যেহুতু খেলোয়াড়ের সংখ্যা কিছুটা কম তাই যারা আছে তাদের উপস্থিতি ছাড়া খেলা শুরু হয় না।তাই যথারিতি সবাই সময় অনুযায়ী আসার চেষ্টা করে।৯২

অবশ্য খেলোয়াড়দের সংখ্যা কম হওয়ার একটা কারন রয়েছে। যেহেতু আমরা যেখানে থাকি তা শহর তবে কর্মসংস্থানের ব্যবস্থা খুব একটা উন্নত না।ব্যাবসায়িক এলাকা আমাদের শহর। তাই যারা পারিবারিক ভাবে ব্যবসাার সাথে জড়িত তারা খুব কময় সময়ে নিজের পারিবারিক ব্যবসায় বসার জন্য লেগে যায়। এবং বাকি যারা আমার অথবা আমাদের মতো তারা পড়াশোনা করার জন্য অথবা পড়াশোনা শেষ করে কর্মের উদ্দেশ্য বড় বড় শহরের দিকে পাড়ি দেয়।অবশ্য দেবে নাই বা কেন?দিন শেষে সবারইতো টাকা প্রয়োজন।

আর আমাদের দেশের যা অবস্থা যদি আমরা নিজে থেকে কিছু না করতে পারি তবে জীবনটা ব্যর্থতার বৃত্ত জালে আটকা পরে যাবে।কারণ আমরা যে শিক্ষা গ্রহণ করে থাকি তার উপকারিতা কাগজে কলমেই সীমিত। তবুও নগন্য কিছু মানুষ যদিও এই শিক্ষাকে সঙ্গী করে অনেকটা পথ পাড়ি দিয়েছে।তবুও আমাদের অধিকাংশই পড়াশোনা করে যেন এক বৃত্তজালে আটকা পড়ছে।

তাই আমদের শহরের যারা বা যাদের ব্যাবসা প্রতিষ্ঠান নেই তারা একটা উদ্দেশ্য নিয়ে পাড়ি দেয় অজানা নতুন শহরে।

তাই ঈদের সময় যারা আশে অথবা উপস্থিত থাকে তাদের নিয়েই একটা খেলা আয়োজন করা হয়। সবাই উপভোগ করে।
তাই খেলা হয় ঈদের এই কিছু যার সমাপ্তি কালকে হলো।
আবার হয়তো কোন উত্সব কোন ছুটিতে আয়োজন করা হবে এমন খেলার।

খেলা শেষ করে যখন বাসায় ফিরি তখন ঘড়িতে সময় প্রায় ৩টা।তখন গোসল ও খাওয়া করে ঘুমিয়ে আবার বিকেল ৬টার সময় মাঠের উদ্দেশ্য করে রওনা হওয়া।যদিও কিছুদিন আগে ঘুড়ি উড়ানো হতো তা ঈদের পড়ে আর হয় নি।তাই এমনি সবার সাথে কথা বলেই সন্ধ্যায় বাসা ফিরলাম।

সন্ধ্যায় নাস্তা করে রাতে বাজারে গিয়ে কিছু সময় পার করে রাতে বাড়ি ফিরি।
এভাবেই আমার ঈদ শেষ হলো।
আপনাদের কেমন কাটলো তা জানাবেন।
সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দুআ করবেন।
আসসালামু আলাইকুম।

Sort:  
 4 years ago 

সুন্দর লিখেছেন ভাই। তবে একটি ছবি দিলে ভালো হইতো।

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60728.87
ETH 2661.87
USDT 1.00
SBD 2.50