The Diary Game 3: || 25/08/2021 - Simple day || 2% beneficiaries @bd-charity
হেলোও,আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?
আজকে স্টিম-বাংলাদেশ কমিউনিটির কনটেস্টের টপিক হলো " ডায়রি গেইম "।তাই আজ আমি আমার সারাদিনের সবকিছু ডায়রি আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি।তাহলে চলুন শুরু করি,
সকাল বেলা
https://w3w.co/another.extension.wedding
আম্মুর টবের ফিরনি পাতা গাছ
সকালে ঘুম ভাঙ্গলো আম্মুর ডাকে।আজকে অনেকদিন পর এগারোটায় ঘুম থেকে উঠলাম।প্রতিদিন না হলে একটা কিংবা দেড়টা বেজে যায়।এরপর উঠে ফ্রেস হলাম,ফ্রেস হয়ে নাস্তা করে নিলাম।এরপর ছোট বোনকে নিয়ে একটু ছাদে গেলাম।ওর সাথে ছাদে কিছুক্ষণ হাটলাম। সে ছাদে গেলে আবার খুব বেশি দৌড়াদৌড়ি করে যার কারণে তাকে খুব সামলে সামলে রাখতে হয় তা না হলে কোনদিকে যে দৌড় দেয় তখন তাকে ধরা খুব মুশকিল হয়ে যায়।ভয়ে থাকি কখন আবার পড়ে গিয়ে ব্যথা পায়।এরপর নিচে চলে আসলাম।আম্মু বললো ছোট বোনকে একটু গোসল করিয়ে দিতে তো ওকে গোসল করানোর পর আমিও গোসল করে নিলাম।আজকাল কয়েকদিন ধরে অসহ্য গরম পরছে।আবার মাঝেমাঝে বৃষ্টিও হচ্ছে কিন্তু তাতে তেমন গরম পরার মধ্যে তফাৎ হচ্ছেনা।
দুপুর বেলা
https://w3w.co/another.extension.wedding
রিকশা ভ্রমণ এর সময়ে তুলা একটি ছবি
এরপর জোহর এর আজান দিলো তো ঊযু করে এসে নামাজ পড়ে নিলাম।আমার নামাজ শেষ হতেই অন্য রুম থেকে ছোট বোন দৌড়ে এসে জায়নামাজে বসে পরলো এরপর সে কয়েকটা সিজদা দিলো।অর্থাৎ সে নামাজ পরছে।আসলে বাসার সবাইকে দেখে তো যে নামাজ পড়ার সময় সেজদা দেয় তাই সেও দিচ্ছে।তো তাকে সরিয়ে জায়নামাজ উঠিয়ে ফেললাম।এরপর আম্মু টেবিলে ভাত দিলো তো আমরা একসাথে বসে লাঞ্চ করে নিলাম।এরপর একটু টিভি দেখতে বসলাম।টিভিতে আমার ফেভারিট শো " তারেক মেহতা কা উলটা চাশমা " চলছিলো।প্রায় অনেকক্ষণ টিভি দেখলাম।নতুন কোনো পর্ব চলছিলোনা, পুরনো গুলোই চলছিলো।
বিকেল বেলা
https://w3w.co/oils.scam.postings
বেস্ট বাই এর শো রুমের একটি অংশ
আসরের আজানের পর আসরের নামাজ পড়ে নিলাম।এরপর আম্মু বললো বেস্ট বাই থেকে কিছু ঘরের প্রয়োজনীয় জিনিষপত্র এনে দিতে।তো রেডি হয়ে বের হলাম।একটু হাটতেই রিকশা পেয়ে গেলাম।অন্যান্য যানবাহন এর চেয়ে আমার রিকশাটাই সবচেয়ে বেশি ভালো লাগে।কোনো ঝামেলা নেই মানে রিকশায় বসলে কেমন যেনো বন্দি বন্দি লাগেনা। এমনিতে সিএনজি বা কারে উঠলে তাড়াতাড়ি গন্তব্যস্থানে পৌছাতে পারলেও আমার তেমন একটা ভালো লাগেনা।কিন্তু রিকশাতে বসলে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতেই ট্রাভেল করা যায়।এরপর রিকশা বেস্ট বাই এর সামনে দাঁড়ালো। ওখানে অনেকক্ষণ সময় ই ছিলাম।কারণ আম্মু অনেক বড় লিস্ট দিয়েছিল।তো সব কেনাকাটা শেষ করলাম।এরপর একটি সিএনজি নিয়ে বাসায় চলে আসলাম।আসলে রিকশাত্ব চড়ার ই ইচ্ছা ছিলো কিন্তু সমস্যা হচ্ছে সঙ্গে জিনিষপত্র বেশি তাই চাইলেও পারিনি।তো বাসায় এসে হাত মুখ ধুয়ে, ড্রেস চেঞ্জ করে ফ্রেস হলাম।এরপর আম্মু নাস্তা দিলো তো নাস্তা করে নিলাম।
রাতের বেলা
https://w3w.co/another.extension.wedding
আমার প্রিয় চায়ের কাপ ও তাতে ধোঁয়া উঠা গরম চা
মাগরিবের আজানের পর নামাজ শেষে আম্মু বললো ভাইদের পড়তে বসাতে।তো দুজনকে রাতের প্রায় দশটা নাগাদ পড়ালাম।ওরা পড়া শেষ করে উঠে চলে গেলো।আমিও উঠে টিভির সামনে বসলাম।কিছুক্ষণ টিভি দেখলাম এরপর আম্মু জিজ্ঞেস করলো টেবিলে ডিনার এখন সার্ভ করবে নাকি পরে দিবে। আমরা বললাম আধা ঘন্টা পর দিতে।তো আম্মু প্রায় এগারোটা নাগাদ টেবিলে ডিনার দিলো। তো সবাই বসে খেয়ে নিলাম।এরপর আম্মু সবাইকে ডেজার্ট হিসেবে রসমালাই দিলো তো সবাই রসমালাই খেলাম।এরপর আম্মু বললো যে যার যার রুমে চলে যেতে এবং ঘুমিয়ে যেতে।আমি তো তাড়াতাড়ি ঘুম আসবে না তাই আমি রুমে শুয়ে কিছুক্ষণ গান শুনলাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম।এরপর ঘুমিয়ে গেলাম।
এভাবেই আমার দিনটি শেষ হলো।আশা করি আমার পোস্টটি সবাই পড়েছেন এবং সবার ভালো লেগেছে।ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।আজকের জন্য এখানেই শেষ করলাম।
Take Love From, @nusuranur
Kub sundor hoyse.
tnx.
ভালো একটি দিন ছিল। তবে খাবারের কোনো ছবি দেখলাম না। খাওয়া দাওয়া কি কম করে দিছেন?😜
থ্যাংকস ভাই।অসুস্থ তাই খাবার দাবার কম খাই 🤣🤣
আপনার সুস্থতা কামনা করছি।
Thank you vaiya
You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
For general information about what is happening on Steem follow @steemitblog.
অনেক সুন্দর হয়েছে অনেক।
ধন্যবাদ অনেক।
শুধু চায়ের কাপ দেখেই কমেন্ট করতে হচ্ছে। খেতে পারলে ব্যপারটা জমতো🤩🤩
😅😅খাওয়াবো ইনশাল্লাহ একদিন।
মেঘলা আকাশে রিকশায় চড়ে ঘুরে বেড়ানোর
অনুভূতিটাই অন্যরকম। তবে জানি না আপুর সেই সময় টা কেমন ছিল।
হ্যা ঠিক বলেছেন।অনেকটা মেঘলাই ছিলো।আর রাস্তাতে তো দেখছেন ই একটু আগেই বৃষ্টি হয়েছিলো তখন
Tahole darun silo apnar rikshar somoy tuku
Onk vlo chilo diary ta..
ধন্যবাদ অনেক।