Steem Bangladesh Post Topic -My Town in Ten Pics|| My Town Chittagong ||

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম সবাইকে।সবাই ভালো আছেন তো? সবাই সুস্থ,সবল আছেন?আশা করছি সবাই সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছেন।



আজকের স্টিম-বাংলাদেশে কমিউনিটির কনটেস্টের জন্য টপ পোস্ট সিলেক্ট করা হয়েছে " MY TOWN TEN PICS "


যার অর্থ হলো,আমার শহরের দশটি ছবি।


আমি আজ এ কনটেস্টে অংশগ্রহণ করছি এবং আমার নিজের হাতের তুলা ১০ টি ছবি ও তার বিবরণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।সবাই অবশ্যই দেখবেন,পড়বেন এবং জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের।



Picture No-1



IMG_20210520_090257.jpg

https://w3w.co/facelift.strapping.dips


  • আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন তা আমি তুলেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলি নদীর তীরে দাঁড়িয়ে।ছবিতে দেখা যাচ্ছে কর্ণফুলী নদীর বয়ে যাওয়া চলমান মোহনা।

  • এই নদীটি বাংলাদেশ ও ভারতের আন্তঃসীমান্ত নদী।এটি আমাদের দেশের পূর্ব-দক্ষিণাঞ্চলের প্রধান একটি নদী।বাংলাদেশে নদীটির অংশ রয়েছে, দৈর্ঘ্যে ১৬১ কি.মি,গড় প্রস্থে ৪৫৩ মি ও এর প্রকৃতি হলো সর্পিলাকার।




Picture No-2



IMG_20210520_092826.jpg

https://w3w.co/registry.intricate.toenail


  • এই ছবি আমি তুলেছি চট্টগ্রামের সি আর বি তে।সি আর বি র পূর্ণ অর্থ হলো সেন্ট্রাল রেইলওয়ে বিল্ডিং।রেইলওয়ে বিল্ডিং এর পাশে রয়েছে মনোরম একটি পর্বত ও মাঠ।অত্যন্ত জনপ্রিয় একটি স্পট হলো এখানের "শিরেশতলা"। সাংস্কৃতিক অনুষ্ঠানের বেশিরভাগ এই শিরেশতলাতেই হয়ে থাকে।এছাড়াও সকাল,বিকাল,রাত সবসময় এই জায়গাতে বিভিন্ন স্তর ও বিভিন্ন বয়সী মানুষদের জনসমাগম থাকে।বিকেল হলেই সি আর বির চারিদিক আড্ডারত অবস্থায় মুখরিত হয়ে উঠে।



Picture No-3



IMG_20210520_093054.jpg

https://w3w.co/dramatists.nicely.cosmopolitan


  • আমি এ ছবিটি তুলেছি চট্টগ্রামের কাজির দেওরি তে দাঁড়িয়ে।এটি কাজির দেওরি মোড়ের ছবি।চট্টগ্রামের অত্যন্ত ব্যস্ত একটি রাস্তার মধ্যে হলো এটি একটি।এই মোড়ে প্রতিদিন বিভিন্ন রকমের যানবাহন চলাচল করে।এটি একটি চার রাস্তার মোড়।



Picture No-4



IMG_20210520_092805.jpg

https://w3w.co/blog.abstracts.turned


  • আমি এ ছবিটি তুলেছি চট্টগ্রামের নেভাল একাডেমীর সি বিচের পাড়ে দাঁড়িয়ে।এটি বাংলাদেশ নেভীদের তত্ত্বাবধানে রয়েছে।এই বিচের পাড় ধরেই গড়ে গড়ে উঠেছে একটি টুরিস্ট স্পট যাকে সবাই 'নেভাল ' নামেই চিনে।



Picture No-5



IMG_20210520_093152.jpg

https://w3w.co/aged.equivocal.skirt


  • চট্টগ্রাম মেডিকেল কলেজ হলো চট্টগ্রামের সবচেয়ে বড় মেডিকেল কলেজ।একে সংক্ষেপে চমেক বলা হয়।এটি শহরের পাঁচলাইশ এলাকায় কে বি ফজলুল কাদের রোডে অবস্থিত।আমি যেখানে দাঁড়িয়ে ছবিটি তুলেছি অর্থাৎ ছবির এই জায়গাটি একটি ছোট ব্রিজের মতোন।একে সাজানো হয়েছে রঙিন লাইট দিয়ে।তাই রাত হলেই এর দৃশ্য অত্যন্ত মনোরম দেখায়।


Picture No-6



IMG_20210520_092909.jpg

https://w3w.co/lace.motive.responds


  • এই ছবিট হলো চট্টগ্রামের হল ২৪ এর রাস্তার মাথা।এটি চট্টগ্রামের অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা এবং হল ২৪ হলো একট রেস্টুরেন্ট। যেখানে রয়েছে মনোরম পরিবেশে খাবার উপভোগ করার সুবিধা।



Picture No-7



IMG_20210520_093142.jpg

https://w3w.co/node.disposing.global


  • এই ছবিটি আমি তুলেছি চট্টগ্রামের মেরিটাম মিউজিয়াম ক্যাফে ও গিফট শপে।এই মিউজিয়াম ক্যাফেটির এড্রেস হলো নেভাল এভিনিউ,চট্টগ্রাম ৪০০০।এখানে মুলত রয়েছে একটি গিফট শপ, এবং একটি মিউজিয়াম যেখানে রয়েছে তৎকালীন সমুদ্রযুদ্ধে বা স্থলযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রাদী, বোমা,অস্ত্রাদী।আরো আছে লাইভ কিচেন এবং একটি রেস্টুরেন্ট।



Picture No-8



IMG_20210519_234331.jpg

https://w3w.co/activism.slouched.fillers


  • এই ছবিটি হলো আমার গ্রামের বাড়ির।অর্থাৎ চট্টগ্রাম বাশঁখালী জেলার।চট্টগ্রামের বাশঁখালী সবুজে ঘেরা একটি ছোট্ট জেলা।যেখানে রয়েছে মনোরম সবুজে ঘেরা গ্রামাঞ্চল।



Picture No-9



IMG_20210520_140633.jpg

https://w3w.co/boats.quoted.cobbles


  • এটি হলো আমার বাসার ছাদ থেকে তোলা একটি ছবি।আমি চট্টগ্রামেই থাকি। ছবিতে দেখা যাচ্ছে চট্টগ্রামের অনেকগুলো দালানকোঠা, পড়ন্ত বিকেলের আকাশ এবং অদূরে আবছাভাবে দেখা যাচ্ছে চট্টগ্রামের শেষপ্রান্তের মোম পাহাড়।



Picture No-10



IMG_20210520_143450.jpg

https://w3w.co/inflation.hosts.scrapping


  • এই ছবিটি হলো চট্টগ্রামের বিখ্যাত ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ডের হোটেলের ঢুকার যে সেতুটি আছে তার ছবি।এই চট্টগ্রামের জনপ্রিয় একটি জায়গা।
    চট্টগ্রাম সহ চট্টগ্রামের বাইরের এবং অনেক টুরিস্টরাও বেশিরভাগ সময়ই এখানে সময় কাটাতে আসেন।এই ওয়াটার পার্কে রয়েছে অনেকগুলো এক্সাইটিং রাইড।


সমাপ্ত।

  • সবাই কেমন লাগলো?অবশ্যই অবশ্যই প্লিজ জানাবেন এবং আমার ভুলত্রুটি শুধরানোর সুযোগ দিবেন।আশা করছি সবার ভালো লেগেছে আমার তোলা ছবি গুলো।
    আজকের জন্য বিদায় ভালো থাকবেন এবং ভালো রাখবেন।

From,
@nusuranur

Take love,Love steem💜💜

Sort:  
 3 years ago 

Nice work...chittagong amr kub favorite place

Thanks ♥

onek sundor hoyese...

Thanks

Wlc

 3 years ago 

onek sundor hoyese...............

thanks

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Thanks

 3 years ago 

Oshadharon photography....sotti pic gulo khube sundor hoyece....

Thanks ♥

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56298.58
ETH 2463.03
USDT 1.00
SBD 2.32