The Diary Game ||||||A simple Day ♪♪√♪♪√♪by @nur000

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশাকরি সকলে অনেক ভাল আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভাল আছি আজকে আমি আমার ঘটে যাওয়া সারাদিনে কার্যকলাপ গুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা দেরী না করে শুরু করা যাক

IMG_20210923_164224_585.jpg

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeFFzNv5SraVCsSm5SwJGaBJFNc3SMZhv3Q82HVJfPm1Wo6VpSSSNvmCAMqfJVtiAd8i58H8nA.png

সকালবেলায় তেমন কিছু একটা করা হয় না বন্ধুরা ঘুম থেকে উঠে ফোনটা হাতে নেই সময় দেখে আবার শুয়ে পরলাম তার পরে একটু পরে ঘুম থেকে উঠে ব্রাশ করে ভালোভাবে ফ্রেস হয়ে নিলাম তারপরে সকালে একটু নাস্তা করে নিলাম আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ গত কয়েকদিন থেকে আমি আমার পড়াশোনার জন্য একটা প্রাইভেট কোচিং নিয়েছি তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়।আমার বাসা থেকে প্রাইভেট যেতে প্রায় মিনিটের মতো সময় লাগে তাই ৬টা ৪৫ মিনিটেই আমি বাসা থেকে বের হই।প্রাইভেট থেকে বাসায় আসি ৯টার দিক।এসেই চলে যাই জমির হাট আমার সেই গরিবের মোটরসাইকেল মানে সাইকেলটা নিয়ে। বাজারে গিয়ে প্রতিদিন খিচুড়ি খাওয়া হয় কিন্তুু আজকে আর তা হলো খিচুড়ি না থাকায় পরাটা খেতে হয়।পরাটা খেয়ে বন্ধুর দোকানে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। আর এভাবেই আমার আজকের সকালটা কেটে গেলো।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeFFzNv5SraVCsSm5SwJGaBJFNc3SMZhv3Q82HVJfPm1Wo6VpSSSNvmCAMqfJVtiAd8i58H8nA.png

IMG_20210918_172258_450.jpg

দুপুর বেলা তেমন কিছু একটা করা হয় না।বাজার থেকে বাসায় এসে ফোনটা হাতে নিয়ে চলে গেলাম বাইরে বন্ধুদের সাথে শুরু করলাম রেংক পুস আমি একবারো বড় ম্যাপে হিরোয়িক এ যাই নাই তাই এবার যাব।বন্ধুদের সাথে গেমস খেলতে বেশ ভালোই লাগে। প্রায় ১১টা পর্যন্ত আমরা সবাই গেম খেললাম।তারপরে বাসায় চলে আসলাম বাসা এসে প্রস্তুুত হলাম স্কুল এর জন্য।আমাদের ১২টা থেকে ২টা পর্যন্ত ক্লাস। তাই ১১টা ৪৫এ চলে গেলাম স্কুলে।বন্ধুদের সাথে দেখা হলো।ক্লাস করলাম এসাইনমেন্ট জমা দিলাম।তারপরে বাসার দিকে রওনা দিলাম।বাসা এসেই চলে গেলাম আবার গেম খেলতে। অনেকক্ষণ ধরে গেম খেললাম।তারপরে বাসা এসে গোসল করলাম।গোসল করে দুপুর এর ভাত খেলাম।ভাত খেয়ে ফোনটা হাতে নিয়ে শুয়ে পরলাম বিছানায় তারপরে এই পোস্টটা লেখা শুরু করলাম কিছুক্ষন লেখে বাইরে চলে গেলাম। তারপর এসে একটু ঘুমিয়ে পরলাম।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeFFzNv5SraVCsSm5SwJGaBJFNc3SMZhv3Q82HVJfPm1Wo6VpSSSNvmCAMqfJVtiAd8i58H8nA.png

IMG_20210923_173431_928.jpg

রাতের বেলায় তেমন কিছু একটা করা হয় না।বিকেল বেলা যাই ফকির বাজার। সেখানে গিয়ে রেললাইনে বসে সবাই মিলে একসাথে অনেক্ক্ষণ আড্ডা দিলাম তারপরে সবাই মিলে ফ্রি-ফায়ার কাস্টম খেললাম।বাসা ফিরতেই রাত হয়ে যায়। বাসা এসে ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেলাম।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeFFzNv5SraVCsSm5SwJGaBJFNc3SMZhv3Q82HVJfPm1Wo6VpSSSNvmCAMqfJVtiAd8i58H8nA.png


তো বন্ধুরা এই ছিল আমার আজকের ডেইলি গেম বেটার লাইফ আশা করছি সকলেরই ভালো লাগবে এবং সকলেরই সমথর্ন আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

সব ফ্রী‌ ফায়ার পাগল এক ফ্রেমে।

 3 years ago 

হ্যা ভাই এদের ফ্রি-ফায়ার হলে আর কিছু লাগে না

 3 years ago 

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাইয়া।

 3 years ago 

হ্যা ভাই

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.

সুন্দর একটি দিন কাটিয়েছেন।

 3 years ago 

tnx

 3 years ago 

স্কুল লাইফটা খুব মিস করি এখন। আপনার দিনটি সত্যিই ভালো ছিল। 🥰🥰

 3 years ago 

Hmmmmm♥️❤️👍

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70840.59
ETH 3807.58
USDT 1.00
SBD 3.42