The Diary Game- Season -3 || My Simple Day ||02-November-2021|| 2% Beneficiaries to @bd-charity

in Steem Bangladesh2 years ago (edited)

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম

আমি @mmratulahmed from Bangladesh

আজ মঙ্গলবার,
২ নভেম্বর, ২০২১ ।

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।


সকাল


সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিলাম ।

আজ SRK র জন্মদিন তাই Boss কে Birthday wish করলাম ।

FilterCopy : https://fb.watch/90o7QWMP63/


বিকাল ও সন্ধ্যায়


248072258_644888166695444_8567146592903874996_n.jpg
https://w3w.co/grabs.burglars.frostbite

বিকালে প্লাবনের সাথে একটু ঘোরাঘুরি করলাম। ওর কিছু পারসোনাল কাজ ছিল সেজন্য ওকে নিয়ে যাওয়ার দরকার ছিল। সেজন্য মোটরসাইকেলে করে আমি ওকে নিয়ে গেলাম। কারন ও নিজে মোটরসাইকেল চালাতে পারেনা।

249019254_593224211923523_6952126690275194216_n.jpg
https://w3w.co/grabs.burglars.frostbite

ও যখন ক্যালকুলেটরের ব্যাটারি লাগায় তখনকার ছবি

ঘোরাঘুরি শেষ পর্যায়ে গাছ কেনার জন্য গাছের দোকানে গেলাম কারণ @sajjadsohan প্লাবন কে বলছিল লেমন গাছ কেনার জন্য।

250220255_569335044151017_4812465265031555263_n.jpg
https://w3w.co/rephrase.degrading.probable

লেমন সুনে আমিও প্রথমে লেবু গাছের কথা মনে করছিলাম। পরে প্লাবন আমাকে জানালো এটা লেবু গাছ নয়। এটা এমন একটি গাছ যে গাছের পাতা দিয়ে চা খায়। এটা আলাদা, আমি আগে কখনো শুনি নাই এই প্রথম শুনলাম।

250362011_961928278011744_3443630207479410576_n.jpg
https://w3w.co/rephrase.degrading.probable

প্লাবণ কিছুক্ষণের ভেতরে কথাবাত্রা বলে আসার পর জানাল যে এখানে এই গাছটি এখন নাই। সে জন্ন আমরা খালি হাতে ফেরত আসলাম।

পরে শুভর বাইক শুভর কাছে হ্যান্ডওভার করে বাসার দিকে রওনা দিলাম।


রাত


বাসায় এসে রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করে ডেলি ডাইরি লিখতে শুরু করলাম । এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিভারি লেখা প্রায় শেষ ।

আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

From,
@mmratulahmed

Sort:  
 2 years ago 

Welcome..

 2 years ago 

লেমন গাছ মানে আমিও লেবুর গাছ মনে করেছিলাম। সুন্দর ডায়েরি লিখেছেন। কিন্তু আরেকটু সাজিয়ে লেখার চেষ্টা করুন, আর মার্কডাউন ইউজ করুন। ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য এবং উপদেশের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাইকের সামনের দিকটা দেখে মনে হচ্ছে এটা অনেক আগের বাইক। লেমন গাছ কি কিনতে পেরেছেন পরে? নাইস ডায়েরি।

 2 years ago 

হ্যাঁ ভাই বাইক টা অনেক আগের বাইক। আমার ফ্রেন্ডের, প্রয়োজন হলে মাঝে মাঝে নেই আর কি। 😅

ভাই লেমন গাছ সম্পর্কে আমার ধারণা নাই। আমি প্রথমে মনে করছিলাম এটা লেবু গাছ। পরে আমার সাথে যে ফ্রেন্ডছিল প্লাবন ওকে জিজ্ঞেস করলাম। পরে ও জানালো যে এটা লেবু গাছ না। এটা এমন একটি গাছ যে গাছের পাতা চা এর সাথে দিয়া খায় এবং চা এর একটা আলাদা ফ্লেবার পাওয়া যায়।

আমি জাস্ট ওর মুখে শুনছি, তা ছাড়া ওই গাছটা আমি দেখি নাই।

আর গাছটা যখন কিনতে গেছি তখন গাছ ছিল না এবং গাছ কেনা হয়নি।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64222.08
ETH 3135.29
USDT 1.00
SBD 3.99