Steem Bangladesh daily topic sports || cricket sports review || 26/07/2021|| @2% beneficial to @bd-charity

in Steem Bangladesh3 years ago

কথা বলবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট নিয়ে। ক্রিকেটের নাম শুনতেই বাংলাদেশের মানুষ বসে যায় টিভি কিংবা রেডিওতে খেলার খবর শুনতে। তবে চলেন শুরু করা যায়।

ক্রিকেট

8950706283_a9831cef80_b.jpg
Source

ক্রিকেটেরইতিহাস
জন্মস্থানইংল্যান্ড
জন্মসালষোড়শ শতাব্দীর শেষ দিকে
টেষ্ট ক্রিকেট ম্যাচ১৮৭৭ সালে (ইতিহাস স্বীকৃত)

Source

মূলখেলা -

খেলাটি মূলত খেলা হয় ব্যাট বলের সাহায্যে। একজন বল করবে আর সেই বল আরেকজন ব্যাটের সাহায্যে বলটা মারবে। এখানে দুইটিমের খেলা হয় একদল বল করবে আর একদলের খেলোয়াড় ব্যাট করবে। একজন আউট হওয়ার পর আরেক জন ব্যাট করবেন।

খেলোয়াড় -

১১ জন করে খেলোয়াড় প্রতিটি টিমে থাকবে তবে অতিরিক্ত খেলোয়াড় থাকবে তবে তারা মাঠে থাকবে না। ২ টিমে মোট ২২ জন নিয়ে খেলা হবে। যেই দল ব্যাট করবে তাদের দুইজন খেলোয়াড় মাঠে থাকবে আর যে বল করবে তারা ফিল্ডিং করবে।

5751244625_5a09f34030_b.jpg
Source

খেলোয়াড়দের সরঞ্জাম -

খেলোয়াড়দের সরঞ্জাম বলতে সব খেলোয়াড়দেরই নিজের দলের একটা জার্সি থাকবে। যারা ব্যাট করবে তাদের হেলমেট, গ্লোভস এবং সুরক্ষার জন্য প্যাড পড়বে। যারা বল করবে তাদের তেমন কিছু দরকার নেই।

খেলার সরঞ্জাম -

Cricket-Ball-36629-pixahive.jpg
Source

  • বল - ক্রিকেট খেলার বল হতে হবে ১৫৫ গ্রাম থেকে ১৬৩ গ্রামের মধ্যে। থাকে কর্কের তৈরি বল।অনেকের মাঝে এই ভুল ধারনা থাকে যে মাঠের খেলা গুলোতে কাঠের বল ব্যবহার করা হয় আসলে তা নয়।

  • ব্যাট- ব্যাটের দৈর্ঘ হবে ৩৮ ইঞ্চির কম আর প্রস্থে হবে ৪.২৫ ইঞ্চির কম। ব্যাটের যে অংশ দিয়ে বলে আঘাত করা হয় ওই সাইড হয় একদম সমতল।

  • স্ট্যাম্প - স্ট্যাম্প হলো আড়াআড়ি করে তিনটি খুটি। মাটি থেকে স্ট্যাম্পের উচ্চতা হবে ২৭ ইঞ্চি আর এটি দুই পাশে থাকে একটা ব্যাটসম্যানের পিছনে আর একটি অপর পাশে।

খেলার মাঠ -

ক্রিকেট খেলার নিদিষ্ট কোন মাপ নেই বললেই চলে। দেখা যায় ব্যাটসম্যান থেকে মাঠের ব্যাসার্ধ হিসাব করলে দেখা যায় মাঝে মাঝে ৫০/৬০/৬৫/৮০ এর বেশিও চলে যায়। এক পাশে কম থাকলে আরেক পাশে বেশি থাকে তাই এটার নিদিষ্ট কোন মাপ নেই।

খেলার কিছু নিয়ম -

cricket-players-2763932_1280.jpg
Source

১. প্রতি উইকেট যাওয়ার পর আম্পায়ার আঙুল দিয়ে আউট দেখিয়ে আউট বললে আউট হবে।
২. আম্পায়ার এর কথা মতো খেলা পরিচালিত হবে।
৩. বল উড়ন্ত অবস্থায় থাকলে দাগের বাইরে যাওয়ার আগে যদি কোন খেলোয়াড় সেটা ধরে ফেলে (ফিল্ডিংরত যে টিম থাকবে) তবে ব্যাটসম্যান আউট হয়ে যাবে।
৪. বল যদি উড়ন্ত অবস্তায় দাগের বাইরে চলে যায় তবে সেটা ৬ হবে। আর যদি গড়িয়ে যায় তবে ৪ হবে।
৫. ব্যাটসম্যান যদি রান নেওয়ার সময় সে দাগের বাইরে থাকা অবস্থায় স্ট্যাম্পে লাগে বল তবে আউট।
৬. খেলায় ২ জন আম্পায়ার আর ২ জন স্কোরার থাকে।
৭. যেই দলের রান বেশি থাকবে বা স্কোর বেশি থাকবে সেই দল বিজয়ী।

(ইত্যাদি)


ক্রিকেট খেলার খুঁটিনাটি -

ক্রিকেট খেলা শুরু হওয়ার অনেক পরে ইংল্যান্ডের জাতীয় খেলা হিসাবে বিবেচিত হয়। ক্রিকেট খেলা মানেই দর্শকদের মাঝে অন্যরকম একটা আগ্রহ কাজ করে। জনপ্রিয়তার দিক দিয়ে ফুটবলের পরেই এর অবস্থান। জনপ্রিয়তার দিক দিয়ে এটি ২য় স্থানে আছে। ছেলে মেয়ে উভয় এই খেলা খেলতে পারে।

বাংলাদেশের ক্রিকেট -

বাংলাদেশে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে যেমন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকর রাহিম, লিটন দাস,সাব্বির রহমান, এছাড়া আরো অনেকেই আছে। সাকিব আল হাসান অলরাউন্ডার খেলোয়াড়। কালকে বাংলাদেশের দল জিম্বাবুয়কে হারিয়েছে ১৯৪ রান করে। খুব ভালো খেলেছে বাংলাদেশ টিম। প্লেয়ার ওফ দা ম্যাচ ছিলো সোম্য সরকার। বাংলাদেশের মেয়েরাও পিছিয়ে নেই তারাও খেলছে আন্তর্জাতিক মাঠে।

2017-06-26-12-08-13.jpg
Source

আমার মতামত -

আগে ছোট থাকতে দেখা যেতো মাঠে বা রাস্তায় খেলা হতো। বেশিরভাগ ফিল্ডিং এ দাঁড়াতে হতো কারন ব্যাট করতে পারতাম না। বল করতে দিতো খুব কম বড় হওয়ার কখনো আর খেলা হয় নাই।ছোট বেলা থেকে এখন পর্যন্ত আব্বুর সাথে বসে ক্রিকেট খেলা দেখি। বাংলাদেশে ছোট বেলায় ক্রিকেট খেলে নাই এমন মানুষ পাওয়া মুশকিল। গ্রামে বেশি দেখা যায় এগুলো শহরে মাঠের অভাবে ছেলেমেয়েরা খেলতে পারে না। সরকাররে উচিত খেলার মাঠ বাড়ানো কারন এখনকার ছোট ছেলে-মেয়েরা নইতো এই খেলা গুলো বুঝবে না। আমি যতটুকু জানতাম তার সবটাই বলার চেষ্টা করেছি।

ধন্যবাদ সবাইকে

ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

আসসালামু আলাইকুম











Sort:  
 3 years ago 

Onek sundor likhco apu...💗

ধন্যবাদ ভাইয়া😇😇

 3 years ago 

You are most wellcome 👍

😇😇😇

 3 years ago 

ভালো লিখেছেন। আজকাল ক্রিকেট খেলা দেখা হয় না খুব একটা, তবে খোজখবর রাখার চেস্টা করি

ধন্যবাদ 😇

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে

ধন্যবাদ 😇😇

 3 years ago 

Onek sundor likesen.

ধন্যবাদ 😇

 3 years ago 

তথ্যপূর্ণ একটি পোস্ট। ভালো রিভিউ ছিল।

ধন্যবাদ 😇❤️

amar khub priyo ekta khela cricket.emon o din gece saradin cricket khelci,onk valo likhchen

😒আপনার বাসায় কিছু বলে নাই?

সুন্দর রিভিউ ছিল।ভালো লিখছেন

ধন্যবাদ ❤️

Cricket amar onek posonder akti khela, football o valo lage, Cricket beshi valo lage

valo😇😇

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.

thank you😇

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58981.78
ETH 2669.36
USDT 1.00
SBD 2.44