# Steem-bangladesh Contest: Food Review | 20 Steem Price Pool By @khan55 (05/08/2021)

in Steem Bangladesh3 years ago

Hello বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি গরুর ভুড়ি ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভুরি ভুনা নাম শুনলেই জিবে জল চলে আসে । ভুরি ভুনাএকটি সুস্বাদু খাবার। তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি "গরুর ভুরি ভুনা রেসিপি ।। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20210805_160301.jpg

received_3056741624595256.jpeg

উপকরন সমূহ:

01.গরুর ভুরি 1.50 কেজি ।

02.তেল 150 গ্রাম।

03.হলুদ দেড় চামচ ।

04.মরিচ গুরা দুই চামচ ।

05.আদা বাটা একচামচ।

06.রসুন বাটা দুই চামস।

07.লবন স্বাদমতো ।

08.জিরা বাটা এক চামচ

09.সব মশলা একসাথে বাটা দুই চামচ।

received_579350139739993.jpeg

প্রথমে ভুরি গুলো ভালো মতো সাইজ মতো কেটে ধুয়ে নিতে হবে সুন্দর করে কয়েক বার ।

IMG_20210805_160521.jpg

IMG_20210805_160627.jpg

IMG_20210805_160615.jpg

IMG_20210805_160656.jpg

IMG_20210805_160744.jpg

IMG_20210805_160809.jpg

ভুরি ভালো মতো ধুয়ে নিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে পেসার কুকারে দিয়ে ।এজন্য এখানে আল্প আল্প করে সব মশলা দিয়ে 5-6 টা পেসারে সিটি দিয়ে নামিয়ে ফেলতে হবে ।এল পরের ধাপ নিচে দেওয়া হলো ।

IMG_20210805_160941.jpg

IMG_20210805_160957.jpg

IMG_20210805_160933.jpg

IMG_20210805_161010.jpg

IMG_20210731_230445.jpg

IMG_20210805_160825.jpg

IMG_20210805_160852.jpg

IMG_20210805_160839.jpg

IMG_20210805_160912.jpg

received_212949980772509.jpeg

পেসার থেকে নামিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে পিয়াজ ভেজে নিতে হবে ।তারপরে আস্তে আস্তে বাকি সব মশলা দিয়ে মশলা ভালো মতো ভেজে কষাতে হবে ।কষানো শেষ হলে পেসার দেওয়া সিদ্ধ ভুরি দিতে হবে কড়ায়ের মশলায় ।ভালো করে নেরে কষিয়ে নিয়েঅল্প পানি দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিট ।বাছ এরপরে হয়ে গেলো মজাদার গরুর ভুরি ভুনা ।

received_3056741624595256.jpeg

received_1053262251873375.jpeg

এর পর বাটিতে সার্ভ করে পরিবেষন করতে হবে ।

অবশেষে হয়ে গেলো মজাদার গরুর ভুরির ভুনা রেসিপি ।আশা করি সবার ভালো লাগবে ।

ধন্যবাদ সবাইকে ।

Sort:  
 3 years ago 

গরুর ভুরি আমার অনেক পছন্দের একটি খাবার এবং আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। খাবার দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে।

 3 years ago 

Thanks vai

Que linda comida.

 3 years ago 

ভাই,খেতে ইচ্ছে করছে ছবি দেখে!

 3 years ago 

দাওয়াত থাকলো ভাই

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67050.87
ETH 3252.29
USDT 1.00
SBD 2.64