Contest: Write a Short Story Taken From Your Life | Childhood Edition | By- @farid21

in Steem Bangladesh3 years ago

প্রিয় বন্ধুরা ,

আপনারা সবাই কেমন আছেন ? আমি আপনাদের জন্য শুভ কামনা করছি । আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
বন্ধুরা, আমার নাম #ফরিদ-উজ-জামান।

Contest: Write a Short Story Taken From Your Life | Childhood Edition |

আপনি চাইলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। আপনার সুবিধার জন্য, প্রতিযোগিতার লিঙ্ক নিচে দেওয়া হল:

দয়া করে এখানে ক্লিক করুন

বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আমার ছোটবেলার কিছু খেলার স্মৃতি নিয়ে আলোচনা করবো। যা এখন আর আমি কোথাও খুব একটা দেখতে পাই না। এসকল খেলা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে ।

main-qimg-3f31022d384182c20e46df05b6b7bd6e.jpg
S Link

আমি স্কুল থেকে আসার পর যে সময়টা পেতাম আমার খেলার সাথীদের সাথে খেলা করতাম। খেলার মধ্যে উল্লেখযোগ্য খেলা হচ্ছে গুটি বা মার্বেল খেলা গুটি , গোল্লাছুট খেলা, কানামাছি খেলা, লাটিম খেলা ,ঘুড়ি উড়ানো খেলা ,ডাংগুলি খেলা এগুলো আমার সব প্রিয় খেলা ছিল। এছাড়াও খেলা ছিল পুরানো সাইকেল এর টায়ার নিয়ে একটি ছোট লাঠির মাধ্যমে টায়ারকে আঘাত করতাম ও দৌড়াতাম। আমাদের বাসার পাশে কিছু সুপারি গাছ ছিল। সেই সুপারি গাছের ডাল যখন শুকনো হয়ে যেত দল টি মাটিতে পরে যেত। আমরা দৌড়ে ডালটি নিতাম। তার উপর আমি বসতাম এবং আমার খেলার সাথীরা সেটা নিয়ে আমাকে গাড়ির মতো করে ঘুরে নিয়ে বেড়াতো।খুব মজা করতাম আমরা সবাই। এই খেলা গুলো এখন আর খুব একটা আমি দেখতে পাই না। এ সকল খেলার স্মৃতি আমার খুব মনে পড়ে।

বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে খেলাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাংগুলি খেলা। আমার বয়স তখন সাত বছর। ছোটবেলায় আমি একটু দুরন্ত ডানপিটে ছিলাম। খেলতে খেলতে দিন যদি পার হয়ে যেতো আমরা বলতেই পারতাম না। একদিন আমার খেলার সাথি কয়েকজন মিলে ডাংগুলি খেলা শুরু করি। ডাংগুলি খেলার নিয়ম নিয়ম হচ্ছে, একটি বড় লাঠি লাঠির ম্যাপ প্রায় এক হাতের মতো ও লাঠির সাথে কিছু ছোট ছোট আকারের টুকরো থাকে। এটা একটা গর্ত করে নিয়ে ছোট লাঠিটি গর্তের মাঝে রেখে। বড় লাঠি দিয়ে ছোট লাঠির টুকরো কে আঘাত করে একটু উপরে উঠলে, সেই ছেলেটিকে আবার বড় লাঠি দিয়ে আঘাত করতে হয়। সেই আঘাতের কারণে ছোট লাঠি টুকরোটি কিছু দূরে যায়। বড় লাঠি দিয়ে তা মাপ দেওয়া হয়। যার টা যত দূরে যায় , সে জয়ী হয়।

46522564_459484417915353_1838607458545696768_n.jpg
S Link

একদিন আমরা খেলতে ছিলাম আমার ডাংগুলি গুলির আঘাতে হঠাৎ করে আমার খেলার সাথি রমজানের মাথায় লাগে। তবে মাথায় রক্তক্ষরণ কোন কিছু হয় নাই। মাথা একটু ফুলে যায়। সেদিনের আমি খুব ভয় পাই। আমি আজও ভুলি নাই আমার সেই ছোটবেলার ভয়ের কথা। তখন আমি মনে করেছিলাম তার মাথায় আঘাত লাগার কারণে মনে হয় সে মারা গেছে। সামান্য আঘাতে কেউ মরেনা তখন আমি জানতাম না। আমি মনে করেছিলাম মনে হয় রমজান আর বাঁচবে না। আমি ভয়ে দৌড়ে পালিয়ে গেছিলাম। কারন আমার দাদা-দাদি যদি শুনতে পারে তাহলে তারা আমাকে বকাবকি করবে। আমি তাদের ভয় ও রমজানের বাবা মা'র ভয়ে সন্ধ্যের পরে বাড়ি ফিরি নাই। রমজানকে ওই যে রেখে এসেছি। আমিতো মনে করেছি রমজান মারা গেছে। কিন্তু রমজান যে বেঁচে আছে তা আমি জানতাম না। আমার মাঝে কাজ করতেছিল রমজানের মা বাবা ও আমার দাদা দাদি আমাকে বকাবকি করবে। আমি প্রায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার বাড়ির পাশের জঙ্গলে চুপচাপ বসেছিলাম এবং কাঁদতে ছিলাম। আমার দাদা দাদী আমার খোঁজে টর্চ লাইট নিয়ে এখানে ওখানে খোঁজ করতে থাকে। অবশেষে আমাকে পেয়ে যায়। আমাকে ধরে সে কি কান্না।ছোটবেলার সেই স্মৃতির কথা আজও মনে পড়ে। আমি অনেক বোকা ছিলাম। এখন ঐ কথা মনে হলে মনে হয় আমি আসলেই বোকা ছিলাম এবং মনে মনে হাসি।

এখন রমজান এখন সরকারি একজন চাকরিজীবী। রমজান ছুটিতে আসলে আমাকে সেই গল্পের কথা মনে করিয়ে দেয়। রমজান বলে তুই আমাকে আঘাত করে ছিলি। তুই কোথায় পালিয়ে ছিলি। আমিও তোকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। আমরা দুজন এখনো হাসি সেই স্মৃতি মনে করে।

এইগল্প থাকে আমি শিখতে পারি যত বিপদ হোক না কেন বন্ধু কে ছেড়ে যাওয়া যাবে না। আর আমি আমার জীবনে এই শিক্ষা মেনে চলার চেষ্টা করি।

যাই হোক সেই খেলাগুলোর কথা এখনো মনে পড়ে। এখনো মন চায় সেই খেলাগুলো খেলতে কিন্তু ছোটবেলার সেই খেলা আর খেলা সম্ভব না। কিছু কিছু জায়গায়, সে সকল খেলা দেখা যায়। আমি এখনো দাঁড়িয়ে থাকি খেলা গুলো দেখি। বেশ আগ্রহের সাথে খেলা গুলো দেখি। মনে মনে ভাবি আর আফসোস করি আমি যদি এখনও খেলতে পারতাম। সেই খেলার লোভ এখনো সামলাতে পারিনা। এখনো মাঝে মাঝে বাচ্চাদের শিখিয়ে দিই। আমি স্পষ্ট বুঝতে পারতেছি, সে খেলাগুলো এখনকার ছেলেমেয়ে আর খেলবে না এখন তারা স্মার্ট ফোনের ভিডিও গেম খেলে।

বন্ধুরা এই ছিল আমার জীবন থেকে নেয়া ছোটবেলার গল্প। গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমাকে আগামী দিনের গল্প লিখতে আগ্রহী করে তুলবে।

ধন্যবাদ @abuahmad কে এইরকম প্রতিযোগীতার ব্যবস্থা করিয়ে দেয়ার জন্য।

ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন এই কামনা করি।

Sort:  
 3 years ago 

আমি বাংলাদেশের Steemit ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণের জন্য একটি গুগল ফর্ম ডিজাইন করেছি। অনুগ্রহ করে উক্ত গুগল ফর্মে আপনি আপনার তথ্যাবলি সংযুক্ত করুন। বিস্তারিত জানতে দয়া করে এই পোস্টটি দেখুন।

ফর্ম লিংক: https://forms.gle/w2a4FtCVarnRUP5f8

Done Thanks.

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.031
BTC 68072.80
ETH 3780.85
USDT 1.00
SBD 3.72