Contest//poetry recitation//শব্দদূষণ//by//@biplob25//04-06-2021

in Steem Bangladesh4 years ago (edited)

🄷🄴🄻🄻🄾, 🄵🅁🄸🄴🄽🄳🅂





𝔸𝕤𝕤𝕒𝕝𝕒𝕞𝕦𝕒𝕝𝕒𝕚𝕜𝕦𝕞



𝕀'𝕞 @𝕓𝕚𝕡𝕝𝕠𝕓25 𝕗𝕣𝕠𝕞 𝑩𝒂𝒏𝒈𝒍𝒂𝒅𝒆𝒔𝒉🇧🇩


নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আল্লাহর দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি @steem-bangladesh কর্তৃক আয়োজিত কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আমার সেই কবিতা টি হচ্ছে,
শব্দদূষণ,
লিখেছেন, সুকুমার বড়ুয়া।




তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক





কবিতার ভিডিও লিংক.......



কবিতাটি হলো........

শব্দদূষণ

সুকুমার বড়ুয়া


গরু ডাকে হাস ডাকে ডাকে কবুতর


গাছে ডাকে শত পাখি সারাদিন ভর।


মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে

images (9).jpeg


নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে।


দোয়েল চড়ুই মিলে কিচিরমিচির


গান শুনি ঘুঘু আর টুনটুনির।

images (9).jpeg


শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে


ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে।


সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন


দরজায় বেল বাজে, কান পেতে শোন।


গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে


ছোটদের হইচই স্কুল মাঠে।


পল্লীর সেই সুরে ভরে যায় মন


শহুরে জীবন জ্বালা- শব্দদূষণ।



Thanks for...

Cc:
@toufik777
@nahidhasan23


আশা করি সবার ভালো লাগবে।ভালো থাকবেন সুস্থ্যথাকবেন।

আল্লাহ্ হাফেজ


𝕡𝕝𝕖𝕒𝕤𝕖 Ⓢ︎Ⓤ︎Ⓟ︎Ⓟ︎Ⓞ︎Ⓡ︎Ⓣ︎ 𝕞𝕖


𝘽𝙚𝙨𝙩 𝙍𝙚𝙜𝙖𝙧𝙙,
@🇧 🇮 🇵 🇱 🇴 🇧 25
Sort:  
 4 years ago (edited)

Without any reason cannot be mention @steemcurator01. Please edit.

My name is Ola. I want to invite you to a contest https://steemit.com/hive-170327/@supo1/steem-inspiration-contest-or-or-the-unforgettable-day
You can also join the telegram channel https://t.me/steeminspiration

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.038
BTC 95931.40
ETH 3358.80
USDT 1.00
SBD 3.04