Steem Bangladesh Contest-Science

in Steem Bangladesh2 years ago (edited)

22 এপ্রিল,2022
শুক্রবার

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?আশা করছি মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি


আজ @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত Science প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।আজ আমি বিজ্ঞানের আবিষ্কার টেলিভিশন সম্পর্কে তুলে ধরার ট্রাই করবো।


টেলিভিশন/Television


room-2559790_640.jpg

Source

টেলিভিশন কি?

টেলিভিশন শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘টেলি’ ও লাতিন শব্দ ‘ভিশন’ থেকে ।বিজ্ঞাণের অন্যান্য সব আবিষ্কারের মতো টেলিভিশন বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার।এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো ঘটনা মুহুর্তেই আমরা জানতে পারি।বিনোদনের সবচেয়ে মেইন মাধ্যম এই টেলিভিশন।বর্তমান পৃথিবীতে টেলিভিশনের ভূমিকা বলে শেষ করা যাবেনা।

টেলিভিশনের আবিষ্কার

tv-1844964_640.jpg
Source

টেলিভিশন আবিষ্কার সম্পর্কে জানতে আমাদের ফিরে যেতে হবে ১৯২৬ সালের দিকে।ইংল্যান্ডের বিজ্ঞানী জন বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন।টেলিভিশন নিয়ে এখনও গবেষণা থেমে নেই। পূর্বের মতো টেলিভিশন এখন আর আমাদের চোখে পড়ে না।আমরা সসকলে জানি পূর্বে যে টেলিভিশন ছিলো তা ওজনে ও আয়তনে অনেক বৃহৎ ছিল, এখন তার আর তেমন নেই।এসব কিছু বিজ্ঞানের ফলে সম্ভব হয়েছে।বর্তমান বিশ্বে বিজ্ঞানের দ্রুত উন্নতির ফলে এখন এলসিডি, এলইডি প্রযুক্তির টেলিভিশন বাজারে দেখা যায়।এসব কিছুর ই বিদ্যুত খরচ অনেক কম।

টেলিভিশনের ব্যবহারবিধি

কেবল আমাদের দেশ ই নয়।বিশ্বের প্রায় সকল দেশ ই বিনোদনের মাধ্যম হিসেবে টেলিভিসন ব্যবহার করে। আমাদের দেশে টেলিভিশন চালু হয়েছে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে। টেলিভিসন কেবল বিনোদন ই নয়।এর পাশাপাশি আমাদেরকে শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির জন্য সর্বদা চেস্টা করে যাচ্ছে

বাংলাদেশে প্রথম টেলিভিশন

antenna-70410_640.jpg

Source

আমারা জেনে এসেছি যে ১৯৬৪ সালে বাংলাদেশ টেলিভিশন তার যাত্রা শুরু করে। তবে সাদা কালো থেকে রঙ্গিন টেলিভিশনেে যাত্রা শুরু করে ১৯৮১ সালে। চট্রগ্রামের বেতবুনিয়ায় ১৯৮৪ সালে এবং তার পরে টাঙ্গাইলের তালিবাবাদে তৈরি হয় ভূ-উপগ্রহ কেন্দ্র ।এভাবেই ক্রমান্ময়ে আমাদের দেশে টেলিভিসননের যাত্রা শুরু হয়।আমরা প্রবেশ করি এক নতুন অধ্যায়ে।তবে এটি কেবল বাংলাদেশ টেলিভিশন নামক একটি চ্যানেলে থেমে নেই।সময়ের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে অনেক বেসরকারি টেলিভিশন চ্যানেল চালু হয়েছে।সকল চ্যানেল নিত্যনতুন সব প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে আমাদের সামনে।যা থেকে আমরা শিখছি অনবরত।

tv-627876_640.jpg

Source

বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদস্বরূপ এ কথা বলার আর উপেক্ষা রাখেনা।বিজ্ঞানের এই যুগে সবাই সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে প্রতিনিয়ত।দুনিয়ার সব খবর আমরা জানতে পারছি সেকেন্ডেই । তবে আমি মনে করি টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে অবশ্যই কিছু নীতিমালা থাকা উচিত, যা আমাদের কিশোর-তরুণদের সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করবে।নীতি নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষা বিশিষ্ট কার্টুন,টেলিফিল্ম,নাটক বেশি বেশি প্রচার করা উচিত বলে আমি মনে করি।

I would like to mention @waniaa & @lensaphoto to participate this contest.

Sort:  

@tipu curate

;)

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 

টেলিভিশন সম্পর্কে অনেক ভালো ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Don't share any plagiarized content. If you repeat the same then all of your future posts will be downvoted.

source : https://www.banglanotebook.com/2021/04/television.html

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67685.37
ETH 3498.92
USDT 1.00
SBD 2.71